কালিম্পং, 20 জানুয়ারি: ডিজিটাল এফ ট্রান্সমিটার পেতে চলেছে কালিম্পং ৷ শুক্রবার চেন্নাই থেকে এই 1 কিলোওয়াট ট্রান্সমিটারের ভার্চুয়াল শিলান্যাস করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ কালিম্পংয়ের পৌরসভায় তৈরি হবে 1 কিলোওয়াটের এফএম স্টেশন ৷
এই উদ্যোগ প্রসঙ্গে বিজেপি সাংসদ রাজু বিস্তা বলেন, "পাহাড়বাসীর জন্য আজ একটা ঐতিহাসিক দিন ৷ বহুদিন ধরে কালিম্পংয়ে অল ইন্ডিয়া রেডিয়োর কার্যালয়টি বন্ধ ছিল ৷ প্রধানমন্ত্রী নিজে এর শিলান্যাস করেছেন ৷ আমি তাঁর কাছে কৃতজ্ঞ ৷ পাহাড়ি এলাকায় যোগাযোগের সমস্যা থেকেই যায় ৷ তাই আমাদের এলাকায় আকাশবাণীর সক্রিয়তা আরও বাড়ুক ৷ এতে পাহাড়বাসীর সুবিধে হবে ৷ এই বিষয়টি আমি কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুরকে জানিয়েছিলাম ৷"
শুক্রবার এই ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দার্জিলিংয়ের লোকসভা সাংসদ রাজু বিস্তা এবং দূরদর্শনের অন্য আধিকারিকরা ৷ এদিন বিজেপি সাংসদ একটি স্টুডিয়ো তৈরির কথা জানান ৷ এফএম স্টেশন তৈরির কাজ আগামী 8-9 মাসের মধ্যে সম্পূর্ণ হয়ে যাবে বলে আশ্বাস দিয়েছেন তিনি ৷ সাংসদ রাজু বিস্তা বলেন, "অন্য জায়গায় নেপালি, গোর্খা অনুষ্ঠান হলে, সেই সবকিছুর সরাসরি সম্প্রচার হবে কালিম্পং থেকে ৷ এই অঞ্চল এবং আশপাশে থাকা মানুষেরা এই সব অনুষ্ঠান কোনও সমস্যা ছাড়াই শুনতে-দেখতে পাবেন ৷"
কালিম্পং পৌরসভার 7 নম্বর ওয়ার্ডে 1 কিলোওয়াট এফএম স্টেশনের তৈরি করতে খরচ পড়ছে 3.36 কোটি টাকা ৷ রাজু বিস্তা মনে করিয়ে দেন, 2022 সালের ডিসেম্বর থেকে কার্শিয়াংয়ে নেপালি অনুষ্ঠানগুলি সারা দেশে সম্প্রচারিত হয় ৷ আকাশবাণী শিলিগুড়ির প্রধান জিতেন কুমার রায় বলেন, "আজ এখানে 1 কিলোওয়াট এফএম স্টেশনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ কালিম্পং এবং তার আশপাশে 30 কিলোমিটার পর্যন্ত অনুষ্ঠানের সম্প্রচার করা সম্ভব ৷ প্রথমে ট্রান্সমিটার বসছে ৷ আশা করি, পরে এখানে একটা স্টুডিয়ো করা যাবে ৷ সেখানে স্থানীয় কলাকুশলীরা নিজের প্রতিভা তুলে ধরার একটা সুযোগ পাবেন ৷ "
আরও পড়ুন: