ETV Bharat / state

পিস্তল হাতে বসে তৃণমূল ছাত্র নেতা, ভাইরাল ভিডিয়ো - TMCP LEADER IN CONTROVERSY

TMCP Leader Lands in Controversy: কৃষ্ণনগর শহর তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি ইমরান শেখ ৷ তাঁর হাতে রয়েছে একটি পিস্তল ৷ সেই ভিডিয়ো ভাইরাল হতেই অস্বস্তিতে দল। রাজনৈতিক মহলে শোরগোল পড়ে গিয়েছে ৷

TMCP Leader Controversy
পিস্তল হাতে বসে তৃণমূল ছাত্র নেতা (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 29, 2024, 4:50 PM IST

নদিয়া, 29 জুলাই: ভাটপাড়ার পর এবার কৃষ্ণনগর ৷ পিস্তল হাতে দেখা গেল তৃণমূল ছাত্র পরিষদের সভাপতিকে ৷ ভিডিয়ো ভাইরাল হতেই অস্বস্তিতে দল। ভিডিওতে দেখা যাচ্ছে কৃষ্ণনগরের তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি ইমরান শেখ- কোথাও বসে আছেন ৷ তাঁর হাতে পিস্তল। ভাট পাড়ার রেশ কাটতে না কাটতেই নতুন করে বিতর্ক শুরু হয়েছে কৃষ্ণনগরে। যা নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক তরজা শুরু হয়েছে । সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিয়ো ও ছবির সত‍্যতা যাচাই করেনি ইটিভি ভারত ৷

তৃণমূল নেতাকে নিয়ে নয়া বিতর্ক (ইটিভি ভারত)

যাঁকে ঘিরে এই বিতর্ক সেই কৃষ্ণনগর শহর তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি ইমরান শেখ বলেন, "যে ভিডিয়ো ভাইরাল হয়েছে সেটাতে আমি নেই। বোঝাই যাচ্ছে এটা পুরোটাই বিরোধীদের ষড়যন্ত্র। যে বা যারা এই ভিডিওটি ভাইরাল করে আমার নামে দোষারোপ করার চেষ্টা করছে আমি তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেব।"
অন্যদিকে, ইমরান শেখের পাশে দাঁড়িয়েছেন নদীয়া জেলা উত্তরের তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি সম্রাট পাল। তিনি বলেন, " এটা পুরোটাই বিজেপি চক্রান্ত। ভিডিয়োতে যাঁকে দেখা গিয়েছে সেটা আমাদের শহর সভাপতি ইমরান শেখ নয়। পিস্তলটি আসল কি না সেটাও দেখতে হবে । এখন নানা জায়গায় এই ধরনের খেলনা পিস্তল পাওয়া যাচ্ছে । আর যিনি এই ভিডিয়োটি ভাইরাল করেছেন তিনি বিজেপি নেতা রাজশ্রী লাহিড়ী ৷ আইনজীবীর সঙ্গে ইতিমধ্যেই কথা বলেছি বিষয়টি নিয়ে আমরা আইনত ব্যবস্থা নেব ।"

এই প্রসঙ্গে ইটিভি ভারতের তরফে রাজশ্রীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, "তৃণমূলের সকলেই মিথ্যা কথা বলেন ৷ মমতা বন্দ্যোপাধ্যায়ও নীতি আয়োগের বৈঠক নিয়ে মিথ্যা বলেছেন ৷ এই ঘটনাটি সংবাদমাধ্যমে দেখানো হয়েছিল ৷ আমিও সেই মতো ঘটনাটি তুলে ধরেছি ৷ আর আমি যে কোনও মামলার জন্য প্রস্তুত ৷"

অন্যদিকে. এই ঘটনার তীব্র নিন্দা করেছেন বিজেপি নেতা সন্দীপ মজুমদার ৷ তাঁর কথায়, "এটাই তৃণমূলের কালচার। এখানে যা কিছু হয় দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণাতেই হয়। যে ছাত্রের হাতে খাতা কলম থাকার কথা সেই ছাত্রের হাতেই রয়েছে পিস্তল। সেই কারণেই সাধারণ ছাত্র-ছাত্রীদের অভিভাবকদের বলব আপনারা তৃণমূল থেকে নিজের ছেলে মেয়েকে সরিয়ে আনুন। এরা আপনার ছেলে-মেয়েদের ভবিষ্যৎ নষ্ট করে দেবে। পাশাপাশি তিনি বলেন এই ঘটনা নিয়ে অবিলম্বে সিবিআই তদন্তের দাবি জানাচ্ছি ।"

নদিয়া, 29 জুলাই: ভাটপাড়ার পর এবার কৃষ্ণনগর ৷ পিস্তল হাতে দেখা গেল তৃণমূল ছাত্র পরিষদের সভাপতিকে ৷ ভিডিয়ো ভাইরাল হতেই অস্বস্তিতে দল। ভিডিওতে দেখা যাচ্ছে কৃষ্ণনগরের তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি ইমরান শেখ- কোথাও বসে আছেন ৷ তাঁর হাতে পিস্তল। ভাট পাড়ার রেশ কাটতে না কাটতেই নতুন করে বিতর্ক শুরু হয়েছে কৃষ্ণনগরে। যা নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক তরজা শুরু হয়েছে । সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিয়ো ও ছবির সত‍্যতা যাচাই করেনি ইটিভি ভারত ৷

তৃণমূল নেতাকে নিয়ে নয়া বিতর্ক (ইটিভি ভারত)

যাঁকে ঘিরে এই বিতর্ক সেই কৃষ্ণনগর শহর তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি ইমরান শেখ বলেন, "যে ভিডিয়ো ভাইরাল হয়েছে সেটাতে আমি নেই। বোঝাই যাচ্ছে এটা পুরোটাই বিরোধীদের ষড়যন্ত্র। যে বা যারা এই ভিডিওটি ভাইরাল করে আমার নামে দোষারোপ করার চেষ্টা করছে আমি তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেব।"
অন্যদিকে, ইমরান শেখের পাশে দাঁড়িয়েছেন নদীয়া জেলা উত্তরের তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি সম্রাট পাল। তিনি বলেন, " এটা পুরোটাই বিজেপি চক্রান্ত। ভিডিয়োতে যাঁকে দেখা গিয়েছে সেটা আমাদের শহর সভাপতি ইমরান শেখ নয়। পিস্তলটি আসল কি না সেটাও দেখতে হবে । এখন নানা জায়গায় এই ধরনের খেলনা পিস্তল পাওয়া যাচ্ছে । আর যিনি এই ভিডিয়োটি ভাইরাল করেছেন তিনি বিজেপি নেতা রাজশ্রী লাহিড়ী ৷ আইনজীবীর সঙ্গে ইতিমধ্যেই কথা বলেছি বিষয়টি নিয়ে আমরা আইনত ব্যবস্থা নেব ।"

এই প্রসঙ্গে ইটিভি ভারতের তরফে রাজশ্রীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, "তৃণমূলের সকলেই মিথ্যা কথা বলেন ৷ মমতা বন্দ্যোপাধ্যায়ও নীতি আয়োগের বৈঠক নিয়ে মিথ্যা বলেছেন ৷ এই ঘটনাটি সংবাদমাধ্যমে দেখানো হয়েছিল ৷ আমিও সেই মতো ঘটনাটি তুলে ধরেছি ৷ আর আমি যে কোনও মামলার জন্য প্রস্তুত ৷"

অন্যদিকে. এই ঘটনার তীব্র নিন্দা করেছেন বিজেপি নেতা সন্দীপ মজুমদার ৷ তাঁর কথায়, "এটাই তৃণমূলের কালচার। এখানে যা কিছু হয় দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণাতেই হয়। যে ছাত্রের হাতে খাতা কলম থাকার কথা সেই ছাত্রের হাতেই রয়েছে পিস্তল। সেই কারণেই সাধারণ ছাত্র-ছাত্রীদের অভিভাবকদের বলব আপনারা তৃণমূল থেকে নিজের ছেলে মেয়েকে সরিয়ে আনুন। এরা আপনার ছেলে-মেয়েদের ভবিষ্যৎ নষ্ট করে দেবে। পাশাপাশি তিনি বলেন এই ঘটনা নিয়ে অবিলম্বে সিবিআই তদন্তের দাবি জানাচ্ছি ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.