ETV Bharat / state

'মানুষ সচেতন না হলে নিরপেক্ষ নির্বাচন বলে আর কিছু থাকবে না', বার্তা পরকালা প্রভাকরের - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024

parakala prabhakar: জনগণ সচেতন না হলে আগামীতে নিরপেক্ষ ও ন্যায্য নির্বাচন বলে আর কিছুই থাকবে না ৷ এমনটাই মত, অর্থনীতিবিদ পরকালা প্রভাকরের ৷ শুক্রবার যাদবপুর বিশ্ববিদ্যালয় 'পলিটিক্যাল ইকনমি অফ নিউ ইন্ডিয়া' বিষয়টির উপরে বক্তব্য রাখেন তিনি।

Dr parakala prabhakar
পরকালা প্রভাকর (মাঝে) ৷ (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : May 3, 2024, 10:01 PM IST

Updated : May 4, 2024, 6:26 PM IST

কলকাতা, 3 মে: 'দেশের মানুষ যদি সচেতন না হয়, তাহলে এমন এক দিন আসবে যখন নিরপেক্ষ ও ন্যায্য নির্বাচন বলে কিছুই অবশিষ্ট থাকবে না।' এমনটাই মনে করছেন বিশিষ্ট অর্থনীতিবিদ পরকালা প্রভাকর। তাঁর আশঙ্কা, বিজেপি সরকার ফের কেন্দ্রে ক্ষমতায় এলে মণিপুরের গণহত্যার মতো ঘটনা দেশ জুড়ে ঘটবে।

প্রখ্যাত অর্থনীতিবিদ পরকালা প্রভাকর শুক্রবার যাদবপুর বিশ্ববিদ্যালয় 'পলিটিক্যাল ইকনমি অফ নিউ ইন্ডিয়া' বিষয়টির উপরে বক্তব্য রাখেন। অত্যন্ত সুবক্তা এই অর্থনীতিবিদ খুব সহজ অথচ সাবলীল ভঙ্গিতে কেন্দ্র সরকারের গত 10 বছরের খতিয়ানও তুলে ধরেন। মোদি সরকারের সংকল্প পত্রে নরেন্দ্র মোদির ছবির সংখ্যা থেকে শুরু করে দেশের জিডিপি ও ক্ষুধা সূচকের (হাঙ্গার ইনডেক্স) মতো এই ধরনের একাধিক বিষয় বোঝাতে গিয়ে তিনি কেন্দ্রের বিজেপি সরকার ও তাঁর একাধিক প্রকল্পের চুলচেরা বিশ্লেষণও করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ ওম প্রকাশ মিশ্র, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সৈয়দ তানভীর নাসরিন এবং ইন্ডিয়ান স্ট্যাটিস্টিকাল ইনস্টিটিউট এর অধ্যাপক শুভময় মৈত্র। অনুষ্ঠানটির আয়োজন করেছিল ওয়েবককুপা। এদিন বক্তব্যের শুরুতেই প্রভাকর বলেন, "আসলে মানুষ খুব তাড়াতাড়ি সবকিছু ভুলে যায়। আজ তিন মে অথচ মানুষ ভুলেই গিয়েছে যে, এই দিনেই মণিপুরের গণহত্যা শুরু হয়। আর বিজেপি যদি আবারও দিল্লিতে সরকার গড়ে, তাহলে সারা দেশ জুড়ে আরও মণিপুরের মতো গণহত্যার কাণ্ড ঘটবে।" অধ্যাপক প্রভাকর বলেন, "এটা দেখলে খুব মজা লাগে যে, বর্তমান রাজনৈতিক দলগুলি নিজেদের দেশপ্রেমী বলে দাবি করে। অথচ ভারতের স্বাধীনতায় তাঁদের কিন্তু কোনও ভূমিকাই ছিল না।"

প্রভাকর দুটি পৃথক ঘটনার উল্লেখ করেন বলেন, "সম্প্রতি রেল বোর্ডের তরফে 35 হাজার শূন্য পদে লোক নেওয়া হবে এই ঘোষণা করা হয়। সেই সময় 35 হাজার শূন্য পদের জন্য আবেদন পত্র জমা পড়েছিল প্রায় এক কোটি 25 লক্ষ। অর্থাৎ, এর থেকে বোঝাই যাচ্ছে যে এই দেশে এখনও কত যোগ্য মানুষ বেকারত্বের মতো সমস্যায় ভুগছেন।" অন্যদিকে, তিনি বলেন "পাঁচ বছরের জন্য বিনামূল্যে রেশন দেওয়ার কথা বলে মোদি বুঝিয়েছেন, আরও পাঁচ বছর মানুষ এই চাল-ডাল নিয়েই যেন সন্তুষ্ট থাকেন ৷ এর থেকে তাঁদের আর্থিক অবস্থার উন্নতি হবে না। তাই আগামী পাঁচ বছর আবারও অন্নসংস্থানের একমাত্র উপায় আর এটাই হল মোদির গ্যারান্টি। বিশ্বের মধ্যে হাঙ্গার ইনডেক্সের ক্ষেত্রে ভারত একেবারে শীর্ষে। যদিও কেন্দ্র সরকার হাঙ্গার ইনডেক্স-এর এই ফলাফলকে মানতে নারাজ।"

আরও পড়ুন

তীব্র দহনে শীতলতার খোঁজে পর্যটকরা, বিমানের ভাড়া বাড়ল 25-30%

সিবিআই ভারত সরকারের নিয়ন্ত্রণাধীন নয়, সুপ্রিম কোর্টে জানাল কেন্দ্র

কলকাতা, 3 মে: 'দেশের মানুষ যদি সচেতন না হয়, তাহলে এমন এক দিন আসবে যখন নিরপেক্ষ ও ন্যায্য নির্বাচন বলে কিছুই অবশিষ্ট থাকবে না।' এমনটাই মনে করছেন বিশিষ্ট অর্থনীতিবিদ পরকালা প্রভাকর। তাঁর আশঙ্কা, বিজেপি সরকার ফের কেন্দ্রে ক্ষমতায় এলে মণিপুরের গণহত্যার মতো ঘটনা দেশ জুড়ে ঘটবে।

প্রখ্যাত অর্থনীতিবিদ পরকালা প্রভাকর শুক্রবার যাদবপুর বিশ্ববিদ্যালয় 'পলিটিক্যাল ইকনমি অফ নিউ ইন্ডিয়া' বিষয়টির উপরে বক্তব্য রাখেন। অত্যন্ত সুবক্তা এই অর্থনীতিবিদ খুব সহজ অথচ সাবলীল ভঙ্গিতে কেন্দ্র সরকারের গত 10 বছরের খতিয়ানও তুলে ধরেন। মোদি সরকারের সংকল্প পত্রে নরেন্দ্র মোদির ছবির সংখ্যা থেকে শুরু করে দেশের জিডিপি ও ক্ষুধা সূচকের (হাঙ্গার ইনডেক্স) মতো এই ধরনের একাধিক বিষয় বোঝাতে গিয়ে তিনি কেন্দ্রের বিজেপি সরকার ও তাঁর একাধিক প্রকল্পের চুলচেরা বিশ্লেষণও করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ ওম প্রকাশ মিশ্র, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সৈয়দ তানভীর নাসরিন এবং ইন্ডিয়ান স্ট্যাটিস্টিকাল ইনস্টিটিউট এর অধ্যাপক শুভময় মৈত্র। অনুষ্ঠানটির আয়োজন করেছিল ওয়েবককুপা। এদিন বক্তব্যের শুরুতেই প্রভাকর বলেন, "আসলে মানুষ খুব তাড়াতাড়ি সবকিছু ভুলে যায়। আজ তিন মে অথচ মানুষ ভুলেই গিয়েছে যে, এই দিনেই মণিপুরের গণহত্যা শুরু হয়। আর বিজেপি যদি আবারও দিল্লিতে সরকার গড়ে, তাহলে সারা দেশ জুড়ে আরও মণিপুরের মতো গণহত্যার কাণ্ড ঘটবে।" অধ্যাপক প্রভাকর বলেন, "এটা দেখলে খুব মজা লাগে যে, বর্তমান রাজনৈতিক দলগুলি নিজেদের দেশপ্রেমী বলে দাবি করে। অথচ ভারতের স্বাধীনতায় তাঁদের কিন্তু কোনও ভূমিকাই ছিল না।"

প্রভাকর দুটি পৃথক ঘটনার উল্লেখ করেন বলেন, "সম্প্রতি রেল বোর্ডের তরফে 35 হাজার শূন্য পদে লোক নেওয়া হবে এই ঘোষণা করা হয়। সেই সময় 35 হাজার শূন্য পদের জন্য আবেদন পত্র জমা পড়েছিল প্রায় এক কোটি 25 লক্ষ। অর্থাৎ, এর থেকে বোঝাই যাচ্ছে যে এই দেশে এখনও কত যোগ্য মানুষ বেকারত্বের মতো সমস্যায় ভুগছেন।" অন্যদিকে, তিনি বলেন "পাঁচ বছরের জন্য বিনামূল্যে রেশন দেওয়ার কথা বলে মোদি বুঝিয়েছেন, আরও পাঁচ বছর মানুষ এই চাল-ডাল নিয়েই যেন সন্তুষ্ট থাকেন ৷ এর থেকে তাঁদের আর্থিক অবস্থার উন্নতি হবে না। তাই আগামী পাঁচ বছর আবারও অন্নসংস্থানের একমাত্র উপায় আর এটাই হল মোদির গ্যারান্টি। বিশ্বের মধ্যে হাঙ্গার ইনডেক্সের ক্ষেত্রে ভারত একেবারে শীর্ষে। যদিও কেন্দ্র সরকার হাঙ্গার ইনডেক্স-এর এই ফলাফলকে মানতে নারাজ।"

আরও পড়ুন

তীব্র দহনে শীতলতার খোঁজে পর্যটকরা, বিমানের ভাড়া বাড়ল 25-30%

সিবিআই ভারত সরকারের নিয়ন্ত্রণাধীন নয়, সুপ্রিম কোর্টে জানাল কেন্দ্র

Last Updated : May 4, 2024, 6:26 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.