ETV Bharat / state

যেন স্বাধীনতার আন্দোলন ! জুনিয়র ডাক্তারদের ডাকে একাদশীতে বাড়িতে বাড়িতে অরন্ধন - JUNIOR DOCTORS HUNGER STRIKE

জুনিয়র ডাক্তারদের ডাকে সাড়া দিয়ে আজ একাদশীতে বহু বাড়িতে অরন্ধন ৷ স্বাধীনতার আন্দোলনের ধাঁচে বাড়িতে রান্নাবান্না না করে অনশনকারীদের প্রতি সমর্থন জানিয়েছেন সাধারণ মানুষ ৷

ETV BHARAT
জুনিয়র ডাক্তারদের পাশে আমজনতা (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 13, 2024, 2:27 PM IST

কলকাতা, 13 অক্টোবর: জুনিয়র চিকিৎসকদের আন্দোলনকে সমর্থন জানানোর জন্য আজ পালিত হচ্ছে নয়া কর্মসূচি । একাদশীর দিন অর্থাৎ আজ অরন্ধন কর্মসূচি পালনের জন্য সাধারণ মানুষের কাছে আহ্বান জানিয়েছেন আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা ৷ তাঁদের ডাকে সাড়া দিয়ে, গৃহস্থদের একাংশ আজ সারাদিনের মধ্যে যে কোনও একটা বেলায় কোনও রান্নাবান্না করছেন না । স্বাধীনতার আন্দোলনের পর আবারও কোনও আন্দোলনে এমন নজির ধরা পড়ল ৷

অনশন মঞ্চ থেকে শনিবার জুনিয়র ডাক্তাররা অরন্ধন কর্মসূচি গ্রহণের ডাক দেন ৷ তাঁদেরই একজন বলেন, "আমাদের স্বাধীনতা সংগ্রামীরা যখন অনাহার করে অনশনে থাকতেন, তখন তাঁদের সমর্থন করার জন্য সাধারণ মানুষও অরন্ধন পালন করতেন । দেশজুড়ে এই অরন্ধন কর্মসূচি পালন করা হত ৷ আমাদের তরফ থেকে আপনাদের কাছে একটি ছোট আবেদন, একাদশীতে আমাদের অনশনকারীদের সাতদিন অনশন পূর্ণ হয়ে গিয়েছে । তাঁদের পাশে দাঁড়াতে আপনারা একাদশীর দিন একবেলা বাড়িতে অরন্ধন পালন করুন ৷ আমাদের তরফ থেকে আপনাদের কাছে এটাই আবেদন রইল ।"

ETV BHARAT
একাদশীতে বাড়িতে বাড়িতে অরন্ধন (নিজস্ব চিত্র)

এই কর্মসূচির ডাক দিয়ে পোস্টারে তাঁরা লেখেন, 'চুলা বন্ধের অঙ্গীকার, নীরব শাসক ধীক্কার ৷' জুনিয়র ডাক্তারদের ডাকে সাড়া দিয়ে আজ বহু বাড়িতেই অরন্ধন কর্মসূচি পালন করা হচ্ছে ৷ রবিবার জুনিয়র চিকিৎসকদের অনশন মঞ্চে আসেন কসবার এক মহিলা । তিনি জানান, "আমাদের সন্তানসম ছেলেমেয়েগুলো কিছু খাচ্ছে না । সেখানে আমরা যদি একবেলা রান্না নাও করি, তাতে কিছু হবে না । সন্তান খেতে না পারলে আমরা খাব কী করে ।"

অপরদিকে, হাওড়া থেকে আরও এক মধ্যবয়স্কা মহিলা এদিন আসেন ধর্মতলার ধরনা মঞ্চে । তিনি বলেন, "আমি আজ প্রতীকী অনশন করছি । সমাজ বদলের জন্য ওরা লড়াই করছে । ওদের পাশে আমরা সবসময় আছি ।"

ETV BHARAT
ধর্মতলার অনশনমঞ্চ (নিজস্ব চিত্র)

অন্যদিকে, আজ আইএমএ-র তরফে 12 ঘণ্টার প্রতীকী অনশনের ডাক দেওয়া হয়েছে । আজ সকাল আটটা থেকে রাতটা পর্যন্ত তাদের 30 জন প্রতিনিধি জল ছাড়া কোনও খাবার মুখে তুলছেন না । জুনিয়র চিকিৎসকদের আন্দোলনকে সমর্থন জানাতেই তাঁদের এই কর্মসূচি ৷

কলকাতা, 13 অক্টোবর: জুনিয়র চিকিৎসকদের আন্দোলনকে সমর্থন জানানোর জন্য আজ পালিত হচ্ছে নয়া কর্মসূচি । একাদশীর দিন অর্থাৎ আজ অরন্ধন কর্মসূচি পালনের জন্য সাধারণ মানুষের কাছে আহ্বান জানিয়েছেন আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা ৷ তাঁদের ডাকে সাড়া দিয়ে, গৃহস্থদের একাংশ আজ সারাদিনের মধ্যে যে কোনও একটা বেলায় কোনও রান্নাবান্না করছেন না । স্বাধীনতার আন্দোলনের পর আবারও কোনও আন্দোলনে এমন নজির ধরা পড়ল ৷

অনশন মঞ্চ থেকে শনিবার জুনিয়র ডাক্তাররা অরন্ধন কর্মসূচি গ্রহণের ডাক দেন ৷ তাঁদেরই একজন বলেন, "আমাদের স্বাধীনতা সংগ্রামীরা যখন অনাহার করে অনশনে থাকতেন, তখন তাঁদের সমর্থন করার জন্য সাধারণ মানুষও অরন্ধন পালন করতেন । দেশজুড়ে এই অরন্ধন কর্মসূচি পালন করা হত ৷ আমাদের তরফ থেকে আপনাদের কাছে একটি ছোট আবেদন, একাদশীতে আমাদের অনশনকারীদের সাতদিন অনশন পূর্ণ হয়ে গিয়েছে । তাঁদের পাশে দাঁড়াতে আপনারা একাদশীর দিন একবেলা বাড়িতে অরন্ধন পালন করুন ৷ আমাদের তরফ থেকে আপনাদের কাছে এটাই আবেদন রইল ।"

ETV BHARAT
একাদশীতে বাড়িতে বাড়িতে অরন্ধন (নিজস্ব চিত্র)

এই কর্মসূচির ডাক দিয়ে পোস্টারে তাঁরা লেখেন, 'চুলা বন্ধের অঙ্গীকার, নীরব শাসক ধীক্কার ৷' জুনিয়র ডাক্তারদের ডাকে সাড়া দিয়ে আজ বহু বাড়িতেই অরন্ধন কর্মসূচি পালন করা হচ্ছে ৷ রবিবার জুনিয়র চিকিৎসকদের অনশন মঞ্চে আসেন কসবার এক মহিলা । তিনি জানান, "আমাদের সন্তানসম ছেলেমেয়েগুলো কিছু খাচ্ছে না । সেখানে আমরা যদি একবেলা রান্না নাও করি, তাতে কিছু হবে না । সন্তান খেতে না পারলে আমরা খাব কী করে ।"

অপরদিকে, হাওড়া থেকে আরও এক মধ্যবয়স্কা মহিলা এদিন আসেন ধর্মতলার ধরনা মঞ্চে । তিনি বলেন, "আমি আজ প্রতীকী অনশন করছি । সমাজ বদলের জন্য ওরা লড়াই করছে । ওদের পাশে আমরা সবসময় আছি ।"

ETV BHARAT
ধর্মতলার অনশনমঞ্চ (নিজস্ব চিত্র)

অন্যদিকে, আজ আইএমএ-র তরফে 12 ঘণ্টার প্রতীকী অনশনের ডাক দেওয়া হয়েছে । আজ সকাল আটটা থেকে রাতটা পর্যন্ত তাদের 30 জন প্রতিনিধি জল ছাড়া কোনও খাবার মুখে তুলছেন না । জুনিয়র চিকিৎসকদের আন্দোলনকে সমর্থন জানাতেই তাঁদের এই কর্মসূচি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.