মালদা, 26 এপ্রিল: মোদি 'ক্রেজ' মালদায় । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পা ফেলতেই ব্যারিকেড ভেঙে সভাস্থলে ঢুকল হাজার হাজার মানুষ । পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হল পুলিশকে । ছাউনিতে জায়গা না পেলেও প্রখর রোদের মধ্যে দাঁড়িয়েই দেশের প্রধানমন্ত্রীর ভাষণ শুনলেন কয়েক হাজার মানুষ ।
শুক্রবার দুপুরে পুরাতন মালদার নিত্যানন্দপুরে দলীয় দুই প্রার্থী খগেন মুর্মু ও শ্রীরূপা মিত্র চৌধুরীর সমর্থনে জনসভা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । নিত্যানন্দপুর থেকে প্রায় তিন কিলোমিটার দূরে মাধাইপুরে প্রধানমন্ত্রীর হেলিকপ্টারের জন্য তিনটি অস্থায়ী হেলিপ্যাড তৈরি করা হয়েছিল । সকাল 10টা 40 মিনিট নাগাদ তিনটি বায়ুসেনার হেলিকপ্টার মাধাইপুরে অবতরণ করে ।
হেলিপ্যাড থেকে সভাস্থল পর্যন্ত রাস্তার দুধারে ব্যারিকেডের পেছনে দাঁড়িয়ে বহু মানুষ নরেন্দ্র মোদিকে একঝলক দেখার জন্য অপেক্ষা করছিলেন । প্রধানমন্ত্রীর কনভয় সভাস্থলে পৌঁছনোর পর থেকেই মানুষের মধ্যে উচ্ছ্বাস বেড়ে যায় । মাইকে প্রধানমন্ত্রীর 'জয় মা কালী, জয় মা দুর্গা' শুনতেই ব্যারিকেড ভেঙে সভাস্থলের মাঠে ঢুকে পড়ে হাজার হাজার মানুষ । মাঠে ছাউনিতে জায়গা না থাকলেও প্রখর রোদ মাথায় নিয়েই প্রধানমন্ত্রীর ভাষণ শোনেন কয়েক হাজার মানুষ । সেই মানুষদের কাছে ক্ষমতা প্রার্থনা করতে শোনা যায় নরেন্দ্র মোদিকে ।
তিনি বলেন, "আপনাদের এত উৎসাহ, এত ভালোবাসাকে কুর্নিশ । আপনাদের এত ভালোবাসা দেখে মনে হচ্ছে, হয়তো আমি আগের জন্মে বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছিলাম । নয়তো আগামী জন্মে বাংলার কোনও মায়ের গর্ভে আমার জন্ম হতে চলেছে । এত লোক দূরে দূরে প্রখর রোদের মধ্যে দাঁড়িয়ে রয়েছেন । মাঠ ছোটো হয়ে গিয়েছে, আমাদের ব্যবস্থাপনাও যথেষ্ট নয় বলেই মনে হচ্ছে । যাঁরা রোদে দাঁড়িয়ে রয়েছেন, তাঁদের কষ্ট হচ্ছে । আপনাদের এই কষ্টের জন্য আমি ক্ষমা প্রার্থনা করছি । যারা রোদে কষ্ট পাচ্ছেন, তাঁদের উদ্দেশ্যে বলছি ৷ আপনাদের এই তপস্যা আমি ব্যর্থ হতে দেব না । আপনারা যে কষ্ট করছেন আমি উন্নয়ন করে এর প্রতিদান দেব ।"
আরও পড়ুন: