ETV Bharat / state

আসানসোলে এমন শান্তিপূর্ণ ভোট! বিরোধীরাও অবাক - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024

Lok Sabha Election 2024: সোমবার চতুর্থ দফায় রাজ্যের আটটি লোকসভা আসনে ভোট নেওয়া হচ্ছে ৷ এই আটটি আসনের মধ্য়ে অন্যতম আসানসোল ৷ প্রতিবারই আসানসোলে ভোটের সময় অশান্তির চিত্র সামনে আসে ৷ তবে এ দিন দুপুর পর্যন্ত শান্তিপূর্ণ হয়েছে ভোটগ্রহণ ৷ যা দেখে অবাক বিরোধীরা ৷ সাধারণ শান্তিতে ভোট করানোর জন্য নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানিয়েছেন ৷

Lok Sabha Election 2024
আসানসোলে এমন শান্তিপূর্ণ ভোট! বিরোধীরাও অবাক (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : May 13, 2024, 3:17 PM IST

আসানসোলে এমন শান্তিপূর্ণ ভোট! বিরোধীরাও অবাক (ইটিভি ভারত)

আসানসোল, 13 মে: এ যাবৎকালের এত শান্তিপূর্ণ ভোটদান প্রক্রিয়া চলছে আসানসোলে, তা দেখে বিরোধীরাও অবাক । সবাই এক বাক্যেই স্বীকার করছেন, দু-একটি খুব ছোটখাটো বিক্ষিপ্ত ঘটনা ছাড়া সকাল থেকে নির্বিঘ্নে উৎসবের মেজাজে ভোট চলছে আসানসোলে ।

আসানসোল লোকসভা কেন্দ্র চিরকালই ভোটের দিন নজরে থাকে । এর আগে ভোটে বোমাবাজি, রক্তপাত, খুন, দলীয় অফিস ভাঙচুর থেকে শুরু করে বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া, কতই না ঘটনার সাক্ষী আসানসোল । এমনকি গত পঞ্চায়েত নির্বাচনেও অভিযোগ উঠেছিল ভোট দিতে পারেননি ভোটাররা । বুথ দখল করে অবাধে জিতেছে তৃণমূল ।

Lok Sabha Election 2024
আসানসোলে ভোটদান চলছে৷ (নিজস্ব চিত্র)

সেই আসানসোলে এবার একেবারেই ব্যতিক্রমী চিত্র । সকাল সাতটা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে দুপুর গড়ালেও কোনও বিরাট কিছু অভিযোগ উঠে এল না । এমনকি কোনও পোলিং এজেন্টকে মারধর কিংবা পোলিং এজেন্টকে বসতে না দেওয়া এমন অভিযোগও পাওয়া যায়নি । বোমাবাজি তো দূরের কথা একটি কালি পটকাও ফাটেনি আসানসোলে । এই শান্তিপূর্ণ ভোটের কথা স্বীকার করছেন খোদ বিরোধীরাও ।

বাম যুব সভানেত্রী তথা ডিওয়াইএফআইয়ের রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায় বলেন, "ভোট শান্তিপূর্ণ হচ্ছে এবং যেভাবে মানুষ ভোট দিচ্ছে তাতে তৃণমূল ও বিজেপির বিরুদ্ধেই মানুষ নিজের ভোট দান করছেন ।"

Lok Sabha Election 2024
আসানসোলে ভোটদান চলছে৷ (নিজস্ব চিত্র)

অন্যদিকে ভোটের দিনে আসানসোলে একটি হোটেলে কন্ট্রোল রুম করে বিভিন্ন বুথের খবর নিচ্ছেন বিজেপি প্রার্থী সুরিন্দর সিং আলুওয়ালিয়া । কম্পিউটারে 30 জন আইটি সেক্টরের দক্ষ ছেলে-মেয়ে বসে প্রতিমুহূর্তের খবর আপডেট নিচ্ছেন । রয়েছে কুইক রেসপন্স টিম । যাতে কোথাও কোনও অশান্তির খবর এলেই তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছানো যায় ৷ কিন্তু বেলা 1টা পর্যন্ত সেখানে বিরাট বড় কোনও বিক্ষিপ্ত অশান্তির খবর কিছুই আসেনি ।

স্বয়ং বিজেপি প্রার্থী সুরিন্দর সিং আলুয়ালিয়া স্বীকার করেছেন, "যা ঘটেছে, খুবই ছোটখাটো দুই একটি ঘটনা ঘটেছে । বড় ধরনের কোনও ঘটনা কোনও অশান্তির খবর এখনও পর্যন্ত নেই ।" অন্যদিকে রাজ্যের মন্ত্রী মলয় ঘটক দাবি করেছেন, "আসানসোলে কোনও অশান্তির খবর নেই । তবে এখনও অনেকটা সময় বাকি আছে । তাই সেদিকেও তিনি নজর রেখেছেন ।"

সাধারণ মানুষও বলছেন, এ যাবৎকালের অন্যতম শান্তিপূর্ণ ভোট প্রক্রিয়া চলছে আসানসোলে । তাঁরা নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানিয়েছেন এমন সুষ্ঠুভাবে নির্বাচন প্রক্রিয়া পরিচালনা করার জন্য ।

আরও পড়ুন:

  1. মন্তেশ্বরে দিলীপের গাড়ির সামনে বিক্ষোভ, বহরমপুরে অধীরের কনভয় আটকাল পুলিশ
  2. ভোটারদের উৎসাহিত করতে 'পিঙ্ক বুথ' নির্বাচন কমিশনের
  3. বিজেপি কর্মীদের বেধড়ক মারে অভিযুক্ত তৃণমূল, প্রতিবাদে উত্তাল দুর্গাপুর

আসানসোলে এমন শান্তিপূর্ণ ভোট! বিরোধীরাও অবাক (ইটিভি ভারত)

আসানসোল, 13 মে: এ যাবৎকালের এত শান্তিপূর্ণ ভোটদান প্রক্রিয়া চলছে আসানসোলে, তা দেখে বিরোধীরাও অবাক । সবাই এক বাক্যেই স্বীকার করছেন, দু-একটি খুব ছোটখাটো বিক্ষিপ্ত ঘটনা ছাড়া সকাল থেকে নির্বিঘ্নে উৎসবের মেজাজে ভোট চলছে আসানসোলে ।

আসানসোল লোকসভা কেন্দ্র চিরকালই ভোটের দিন নজরে থাকে । এর আগে ভোটে বোমাবাজি, রক্তপাত, খুন, দলীয় অফিস ভাঙচুর থেকে শুরু করে বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া, কতই না ঘটনার সাক্ষী আসানসোল । এমনকি গত পঞ্চায়েত নির্বাচনেও অভিযোগ উঠেছিল ভোট দিতে পারেননি ভোটাররা । বুথ দখল করে অবাধে জিতেছে তৃণমূল ।

Lok Sabha Election 2024
আসানসোলে ভোটদান চলছে৷ (নিজস্ব চিত্র)

সেই আসানসোলে এবার একেবারেই ব্যতিক্রমী চিত্র । সকাল সাতটা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে দুপুর গড়ালেও কোনও বিরাট কিছু অভিযোগ উঠে এল না । এমনকি কোনও পোলিং এজেন্টকে মারধর কিংবা পোলিং এজেন্টকে বসতে না দেওয়া এমন অভিযোগও পাওয়া যায়নি । বোমাবাজি তো দূরের কথা একটি কালি পটকাও ফাটেনি আসানসোলে । এই শান্তিপূর্ণ ভোটের কথা স্বীকার করছেন খোদ বিরোধীরাও ।

বাম যুব সভানেত্রী তথা ডিওয়াইএফআইয়ের রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায় বলেন, "ভোট শান্তিপূর্ণ হচ্ছে এবং যেভাবে মানুষ ভোট দিচ্ছে তাতে তৃণমূল ও বিজেপির বিরুদ্ধেই মানুষ নিজের ভোট দান করছেন ।"

Lok Sabha Election 2024
আসানসোলে ভোটদান চলছে৷ (নিজস্ব চিত্র)

অন্যদিকে ভোটের দিনে আসানসোলে একটি হোটেলে কন্ট্রোল রুম করে বিভিন্ন বুথের খবর নিচ্ছেন বিজেপি প্রার্থী সুরিন্দর সিং আলুওয়ালিয়া । কম্পিউটারে 30 জন আইটি সেক্টরের দক্ষ ছেলে-মেয়ে বসে প্রতিমুহূর্তের খবর আপডেট নিচ্ছেন । রয়েছে কুইক রেসপন্স টিম । যাতে কোথাও কোনও অশান্তির খবর এলেই তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছানো যায় ৷ কিন্তু বেলা 1টা পর্যন্ত সেখানে বিরাট বড় কোনও বিক্ষিপ্ত অশান্তির খবর কিছুই আসেনি ।

স্বয়ং বিজেপি প্রার্থী সুরিন্দর সিং আলুয়ালিয়া স্বীকার করেছেন, "যা ঘটেছে, খুবই ছোটখাটো দুই একটি ঘটনা ঘটেছে । বড় ধরনের কোনও ঘটনা কোনও অশান্তির খবর এখনও পর্যন্ত নেই ।" অন্যদিকে রাজ্যের মন্ত্রী মলয় ঘটক দাবি করেছেন, "আসানসোলে কোনও অশান্তির খবর নেই । তবে এখনও অনেকটা সময় বাকি আছে । তাই সেদিকেও তিনি নজর রেখেছেন ।"

সাধারণ মানুষও বলছেন, এ যাবৎকালের অন্যতম শান্তিপূর্ণ ভোট প্রক্রিয়া চলছে আসানসোলে । তাঁরা নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানিয়েছেন এমন সুষ্ঠুভাবে নির্বাচন প্রক্রিয়া পরিচালনা করার জন্য ।

আরও পড়ুন:

  1. মন্তেশ্বরে দিলীপের গাড়ির সামনে বিক্ষোভ, বহরমপুরে অধীরের কনভয় আটকাল পুলিশ
  2. ভোটারদের উৎসাহিত করতে 'পিঙ্ক বুথ' নির্বাচন কমিশনের
  3. বিজেপি কর্মীদের বেধড়ক মারে অভিযুক্ত তৃণমূল, প্রতিবাদে উত্তাল দুর্গাপুর
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.