নন্দীগ্রাম, 25 মে: ষষ্ঠদফা নির্বাচনের আগে থেকেই সংবাদ শিরোনামে নন্দীগ্রামের সোনাচূড়ার মনসাতলা বাজার এলাকা ৷ দু’দিন আগে রাত পাহারার সময় খুন হন বিজেপির মহিলা কর্মী রথিবালা আড়ি ৷ আততায়ীদের হাতে আক্রান্ত হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তাঁর ছেলে সঞ্জয় আড়ি ৷ এই পরিবার যে বুথের ভোটার, সেখানে পৌঁছে গিয়েছিল ইটিভি ভারত ৷ মোটের উপর পরিস্থিতি শান্তিপূর্ণ নির্বাচন হলেও, রাজনৈতিক দলের স্থানীয় 'দাদা'-দের নজর রয়েছে ভোট কেন্দ্রে ৷ বিশেষ করে সংবাদমাধ্যমের উপর ৷
সাউদখালি ভজহরি বোর্ড প্রাথমিক বিদ্যালয় ৷ মনসাতলা বাজার থেকে গলিপথে প্রায় এক কিলোমিটার ভিতরে গেলে দেখা মেলে এই স্কুলের ৷ আজ ষষ্ঠ দফার লোকসভা নির্বাচনে গোটা চত্বর কেন্দ্রীয় বাহিনীতে মুড়ে ফেলা হয়েছে ৷ কয়েকদিন আগেই একটা খুনের ঘটনা ঘটে গিয়েছে এই মনসাতলা বাজার এলাকায় ৷ তাও আবার বিজেপির মহিলা কর্মীর ৷ তাই অতিরিক্ত বাহিনী মোতায়েন রয়েছে সেখানে ৷ কিন্তু, এই রাস্তার বিভিন্ন প্রান্তে ছিল ছোট ছোট জটলা ৷ কোথাও মাচার উপর বসে জনা চারেক লোক নীরবে নজর রাখছেন সবকিছুর উপর ৷
আরও পড়ুন: গড়বেতায় উত্তেজনা, লাঠি-বাঁশ নিয়ে বিজেপি প্রার্থীকে তাড়া
কীসের নজরদারি ? এই গ্রামে বিরোধী বলতে যাঁরা ছিলেন, তাঁদের বড় অংশই ঘরছাড়া ৷ বাড়ি ছেড়ে তাঁরা আশ্রয় নিয়েছেন ক্যাম্পে ৷ অভিযোগ যাঁরা গ্রামে আছেন, তাঁদের উপরে আড়াল থেকে চলছে নজরদারি ৷ যদিও, বুথে পৌঁছলে প্রাথমিকভাবে বোঝার উপায় নেই ৷ মনে হবে সবটাই শান্তিপূর্ণ ৷ কিন্তু, ক্যামেরা বন্ধ হতেই কয়েকজন এসে হাজির হয় আমাদের সামনে ৷ জানতে চায় কোন চ্যানেল ? কেন এসেছি আমরা ? যদিও বা এসেছি, আমরা যেন বেশিক্ষণ না থাকি ! সহজভাবে বললে, দ্রুত এলাকা ছাড়তে বলে হুমকি ৷
আরও পড়ুন: 'হতাশা থেকে অশান্তি করছে তৃণমূল', ভোট দিয়ে কটাক্ষ ছুড়লেন দিলীপ
ইটিভি ভারতের প্রতিনিধি যখন প্রাথমিকভাবে মানুষের সঙ্গে কথা বলছিল, তখন একদল ছেলে গোটা কর্মকাণ্ড ক্যামেরাবন্দি করেন ৷ দূর থেকে একটা গলা ভেসে আসে, এখানে যারা খুন করল, তারা ক্যাম্পে গিয়ে মিডিয়ার কাছে হিরো হয়ে যাচ্ছে ৷ সত্যি কথা কেউ বলছে না ৷ বোঝাই যাচ্ছে বাহিনী থাকলেও, একই সঙ্গে চাপা ক্ষোভ রয়েছে ৷
আমরা ঘটনাস্থল থেকে বেরিয়ে, সামনে থাকা পুলিশদের সঙ্গে কথা বলেছিলাম ৷ তারা ক্যামেরার আড়ালে আমাদের জানিয়েছেন, সকাল থেকে এলাকায় সেভাবে মানুষজন বাইরে বেরোচ্ছে না ৷ তাঁরা মূলত বীরভূম থেকে এসেছেন ৷ তাই অতীতে কী হয়েছে এলাকায়, তা তাদের বিশেষ জানা নেই ৷ তবে, ভোররাত থেকে ঘনঘন বোমের আওয়াজ পেয়েছে কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ কর্মীরা ৷ ফলে তাঁরাও মনে করছেন, এলাকায় আতঙ্ক আছে ৷ আর তাই আপাত শান্তিপূর্ণ মনসাতলার ভোটেও থাকছে প্রশ্ন ৷ এই নীরবতা বা শান্তির পিছনে অন্য ছবি নেই তো ?
আরও পড়ুন: 'তৃণমূলকে সাফ করে দিয়েছি', ভোট দিয়েই হুঙ্কার শুভেন্দুর