কৃষ্ণগঞ্জ, 28 মে: সীমান্তবর্তী হাসপাতাল নদিয়ার কৃষ্ণগঞ্জের বানপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র । যার উপর নির্ভরশীল সাধারণ মানুষ থেকে শুরু করে বিএসএফ কর্মীরা ৷ সেই হাসপাতালেই তিন দিন ধরে বিদ্যুৎ নেই ৷ ফলে পরিষেবা পেতে চরম ভোগান্তির মুখে পড়ছেন রোগীরা ৷ অসুস্থদের দশ থেকে বারো কিলোমিটার দূরে কৃষ্ণগঞ্জ গ্রামীণ হাসপাতালে যেতে হচ্ছে । বিদ্যুৎ দফতরকে বারবার জানিয়েও কোনও কাজ হয়নি বলে অভিযোগ ৷
সীমান্ত লাগোয়া গ্রামগুলিতে এমনিতেই রাতের বেলায় বাড়ি থেকে খুব একটা বের হন না মানুষজন । যানবাহনও সে রকম ভাবে পাওয়া যায় না । ফলে বানপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে বিদ্যুৎ না থাকায় জীবনদায়ী অক্সিজেন ও ওষুধ না-পেয়ে হয়রানির মুখে পড়তে হচ্ছে ৷ দূরের হাসপাতালে যেতে গিয়ে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে স্থানীয়দের ৷ হাসপাতালে সব রকম পরিষেবা চালু থাকলেও বিদ্যুৎ না-থাকায় সবই অচল হয়ে পড়েছে । হাসপাতাল কর্তৃপক্ষ বিদ্যুৎ দফতরকে বারবার জানালেও কোনও সুরাহা হয়নি বলে অভিযোগ ।
গ্রামবাসীরাও বিদ্যুৎ দফতরকে সমস্যার কথা জানিয়েছেন ৷ রোগীর পরিবার পরিজনেরা জানান, প্রসূতি বিভাগের কাজও বন্ধ রয়েছে বিদ্যুৎ না-থাকার জন্য । হাসপাতাল থেকে পরিষেবা না-পেয়ে ক্যামেরার সামনে ক্ষোভ উগড়ে দেন রোগীর পরিবার পরিজনেরা ৷ বিদ্যুৎ না-থাকায় হাসপাতালের বিভিন্ন যন্ত্রও বিকল হয়ে যাওয়ার আশঙ্কা করছেন কর্মীরা ৷ কর্তব্যরত চিকিৎসককে এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি ঘটনার কথা স্বীকার করে নেন ৷ তবে ক্যামেরার সামনে এই নিয়ে কিছু বলতে চাননি তিনি ।