ETV Bharat / state

শনিতেও ভোগান্তি ! এক-দেড় ঘণ্টা দেরিতে চলছে ট্রেন, নাজেহাল নিত্যযাত্রীরা - Train Cancellation - TRAIN CANCELLATION

Local Train Cancellation: চলছে প্ল্যাটফর্ম সংস্কারের কাজ ৷ বৃহস্পতিবার রাত থেকে শিয়ালদা স্টেশনে বাতিল একাধিক লোকাল ট্রেন ৷ সেকারণে শনিবারও ভোগান্তির শিকার নিত্যযাত্রীরা ৷ তবে রবিবারই সমস্যার সমাধান হয়ে যাবে বলে জানাল পূর্ব রেল ৷

Local Train Cancellation
দেড় ঘণ্টা দেরিতে চলছে ট্রেন (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 8, 2024, 5:59 PM IST

কলকাতা, 8 জুন: ফের ট্রেন-ভোগান্তি নিত্যযাত্রীদের ৷ শিয়ালদা মেন ও বনগাঁ-হাসনাবাদ লাইনের একাধিক লোকাল ট্রেন চলছে এক-দেড়ঘণ্টা দেরিতে । ফলে শুক্রবারের পর শনিবারও ফের ভোগান্তিতে নিত্যযাত্রীরা ।

শিয়ালদার 1 থেকে 5 নম্বর প্ল্যাটফর্মে সংস্কারের কাজ চলার জন্য বৃহস্পতিবার মধ্য রাত থেকে একাধিক ট্রেন বাতিল করা হয় ৷ যার ফলে স্বাভাবিকভাবে শুক্রবার থেকে সমস্যায় পড়েন নিত্যাযাত্রীরা ৷ শনিবার তার অন্যথা হল না ৷ লোকাল ট্রেন বাতিল হওয়ায় বেশ কিছু প্যাসেঞ্জার স্পেশাল ট্রেন চালানো হলেও সেগুলিতেও বাঁদুড়ঝোলা ভিড় ৷ স্বাভাবিকভাবে প্রবল গরমে নাজেহাল নিত্যযাত্রীরা । ক্ষুব্ধ হয়ে তাঁরা ভারতীয় রেলের উপর বিষোদগার করছেন । পাশাপাশি উপায় না পেয়ে রেল কম্পার্টমেন্টে গাদাগাদি করে যাতায়াত করছেন।

রেল সূত্রে খবর, আগামীকাল, রবিবারের মধ্যে সমস্যার সমাধান হয়ে যাবে । শিয়ালদা স্টেশনের 1 থেকে 5 নম্বর প্ল্যাটফর্মের কাজ সম্পন্ন হয়ে যাবে রবিবারের মধ্যেই । তারপর ওইসব প্লাটফর্ম থেকে 12 বগির লোকাল ট্রেন নিয়মিত শিয়ালদা মেন, বনগাঁ ও হাসনাবাদ শাখায় যাতায়াত করবে । সেইসঙ্গে যাত্রী ভোগান্তিও কমবে এই শাখায় ।

রেলের তরফে বিজ্ঞপ্তি দিয়ে বলা হয়েছে, "শিয়ালদা 12-কোচ ইএমইউ ট্রেনের ব্যবস্থা করার জন্য প্ল্যাটফর্মের সম্প্রসারণে নন-ইন্টারলকিং কাজ চলছে । কিছু ট্রেন বাতিল করা হয়েছে । কিছু ট্রেনের যাত্রাপথে কাটছাঁট করা হয়েছে । এই নন-ইন্টারলকিং কাজের লক্ষ্য হল ট্রেন চলাচল উন্নত করা, যানজট কমানো । প্ল্যাটফর্মের ব্যবহার অপ্টিমাইজ করে যাত্রীদের সুবিধা এবং নিরাপত্তা বৃদ্ধি করা ।"

রেল সূত্রে খবর, নন-ইন্টারলকিং কাজের কারণে, 806টি ট্রেনের মধ্যে 147টি ট্রেনের পরিষেবা সংক্ষিপ্ত করা হয়েছে । শহরতলির ট্রেনগুলি দমদম ক্যান্টনমেন্ট স্টেশন পর্যন্ত চলাচল করবে । চার জোড়া মেল এক্সপ্রেস ট্রেন, শিয়ালদা-আজমের এক্সপ্রেস, হাটেবাজারে এক্সপ্রেস, শিয়ালদা-বালুরঘাট এক্সপ্রেস এবং শিয়ালদা-আসানসোল এক্সপ্রেস শিয়ালদা স্টেশনের পরিবর্তে কলকাতা স্টেশন থেকে ছাড়বে । একইভাবে শিয়ালদা-লালগোলা প্যাসেঞ্জারও ছাড়বে কলকাতা স্টেশন থেকে । কলকাতা স্টেশনকেই শেষ স্টেশন হিসেবে ধরা হবে ।"

রেলের এক আধিকারিক জানান, নন-ইন্টারলকিং কাজটি পূর্ব রেলওয়ের আধুনিকীকরণ প্রচেষ্টার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ । ভয়াবহ গরমের প্রভাব থাকা সত্ত্বেও এই নন-ইন্টারলকিং কাজের জন্য প্রায় 400 জন দক্ষ কর্মী কাজ করছেন । তিনি বলেন, "নন-ইন্টারলকিং কাজের পরে শিয়ালদা স্টেশনের 1 থেকে 5 নম্বর বর্ধিত প্ল্যাটফর্মগুলি 12 বগির ট্রেনগুলির কাজ প্রায় শেষের দিকে । এই কাজ সম্পূর্ণ হয়ে গেলে যাত্রীরা আরও বেশি বসার জায়গা পাবেন ৷ সেইসঙ্গে আরামদায়ক ভ্রমণের অভিজ্ঞতাও হবে তাদের । যাত্রীদের এই ন্যূনতম অসুবিধা সহ্য করার এবং এই মহৎ কাজটিকে সমর্থন করার জন্য অনুরোধ করা হচ্ছে ।"

কলকাতা, 8 জুন: ফের ট্রেন-ভোগান্তি নিত্যযাত্রীদের ৷ শিয়ালদা মেন ও বনগাঁ-হাসনাবাদ লাইনের একাধিক লোকাল ট্রেন চলছে এক-দেড়ঘণ্টা দেরিতে । ফলে শুক্রবারের পর শনিবারও ফের ভোগান্তিতে নিত্যযাত্রীরা ।

শিয়ালদার 1 থেকে 5 নম্বর প্ল্যাটফর্মে সংস্কারের কাজ চলার জন্য বৃহস্পতিবার মধ্য রাত থেকে একাধিক ট্রেন বাতিল করা হয় ৷ যার ফলে স্বাভাবিকভাবে শুক্রবার থেকে সমস্যায় পড়েন নিত্যাযাত্রীরা ৷ শনিবার তার অন্যথা হল না ৷ লোকাল ট্রেন বাতিল হওয়ায় বেশ কিছু প্যাসেঞ্জার স্পেশাল ট্রেন চালানো হলেও সেগুলিতেও বাঁদুড়ঝোলা ভিড় ৷ স্বাভাবিকভাবে প্রবল গরমে নাজেহাল নিত্যযাত্রীরা । ক্ষুব্ধ হয়ে তাঁরা ভারতীয় রেলের উপর বিষোদগার করছেন । পাশাপাশি উপায় না পেয়ে রেল কম্পার্টমেন্টে গাদাগাদি করে যাতায়াত করছেন।

রেল সূত্রে খবর, আগামীকাল, রবিবারের মধ্যে সমস্যার সমাধান হয়ে যাবে । শিয়ালদা স্টেশনের 1 থেকে 5 নম্বর প্ল্যাটফর্মের কাজ সম্পন্ন হয়ে যাবে রবিবারের মধ্যেই । তারপর ওইসব প্লাটফর্ম থেকে 12 বগির লোকাল ট্রেন নিয়মিত শিয়ালদা মেন, বনগাঁ ও হাসনাবাদ শাখায় যাতায়াত করবে । সেইসঙ্গে যাত্রী ভোগান্তিও কমবে এই শাখায় ।

রেলের তরফে বিজ্ঞপ্তি দিয়ে বলা হয়েছে, "শিয়ালদা 12-কোচ ইএমইউ ট্রেনের ব্যবস্থা করার জন্য প্ল্যাটফর্মের সম্প্রসারণে নন-ইন্টারলকিং কাজ চলছে । কিছু ট্রেন বাতিল করা হয়েছে । কিছু ট্রেনের যাত্রাপথে কাটছাঁট করা হয়েছে । এই নন-ইন্টারলকিং কাজের লক্ষ্য হল ট্রেন চলাচল উন্নত করা, যানজট কমানো । প্ল্যাটফর্মের ব্যবহার অপ্টিমাইজ করে যাত্রীদের সুবিধা এবং নিরাপত্তা বৃদ্ধি করা ।"

রেল সূত্রে খবর, নন-ইন্টারলকিং কাজের কারণে, 806টি ট্রেনের মধ্যে 147টি ট্রেনের পরিষেবা সংক্ষিপ্ত করা হয়েছে । শহরতলির ট্রেনগুলি দমদম ক্যান্টনমেন্ট স্টেশন পর্যন্ত চলাচল করবে । চার জোড়া মেল এক্সপ্রেস ট্রেন, শিয়ালদা-আজমের এক্সপ্রেস, হাটেবাজারে এক্সপ্রেস, শিয়ালদা-বালুরঘাট এক্সপ্রেস এবং শিয়ালদা-আসানসোল এক্সপ্রেস শিয়ালদা স্টেশনের পরিবর্তে কলকাতা স্টেশন থেকে ছাড়বে । একইভাবে শিয়ালদা-লালগোলা প্যাসেঞ্জারও ছাড়বে কলকাতা স্টেশন থেকে । কলকাতা স্টেশনকেই শেষ স্টেশন হিসেবে ধরা হবে ।"

রেলের এক আধিকারিক জানান, নন-ইন্টারলকিং কাজটি পূর্ব রেলওয়ের আধুনিকীকরণ প্রচেষ্টার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ । ভয়াবহ গরমের প্রভাব থাকা সত্ত্বেও এই নন-ইন্টারলকিং কাজের জন্য প্রায় 400 জন দক্ষ কর্মী কাজ করছেন । তিনি বলেন, "নন-ইন্টারলকিং কাজের পরে শিয়ালদা স্টেশনের 1 থেকে 5 নম্বর বর্ধিত প্ল্যাটফর্মগুলি 12 বগির ট্রেনগুলির কাজ প্রায় শেষের দিকে । এই কাজ সম্পূর্ণ হয়ে গেলে যাত্রীরা আরও বেশি বসার জায়গা পাবেন ৷ সেইসঙ্গে আরামদায়ক ভ্রমণের অভিজ্ঞতাও হবে তাদের । যাত্রীদের এই ন্যূনতম অসুবিধা সহ্য করার এবং এই মহৎ কাজটিকে সমর্থন করার জন্য অনুরোধ করা হচ্ছে ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.