ETV Bharat / state

বন্দে ভারত এক্সপ্রেসের ভিতর ছাতা মাথায় যাত্রী, হলটা কী ? - AC PROBLEM IN VANDE BHARAT

Vande Bharat AC Problem: টপটপ করে পড়ছে জল ৷ তার জেরেই বন্দে ভারত ট্রেনের ভিতরে ছাতা মাথায় বসে রয়েছেন যাত্রী ৷ কিন্তু হঠাৎ জল পড়ার কারণ কী ?

Vande Bharat
বন্দে ভারতে এসি বিভ্রাট (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : May 21, 2024, 10:44 PM IST

Updated : May 21, 2024, 11:01 PM IST

জল পড়ছে বন্দে ভারতের ভিতরে (নিজস্ব ভিডিয়ো)

বোলপুর, 21 মে: সুপারফাস্ট এসি বন্দে ভারত ট্রেনের সি 13 কামরা ৷ সেখানে ছাতা মাথায় দিয়ে বসে রয়েছেন এক যাত্রী ৷ বাকিরাও ইতস্ততভাবে এদিক-ওদিক ঘুরছেন ৷ সকলের চোখে মুখেই একটা বিরক্তির ছাপ ৷ কাছে গিয়ে জিজ্ঞাসা করতেই বিষয়টি পরিষ্কার হল ৷ এসি বিকল হয়ে যাওয়ায় তা থেকে টপটপ করে জল পড়ছে ৷ তার জেরেই এই অবস্থা ৷ কেউ ভালো করে বসতে পারছেন না সিটে ৷ খেতে গেলেও অসুবিধা ৷ তাতেও জল পড়ছে ৷

মঙ্গলবার শিলিগুড়ি থেকে হাওড়াগামী বন্দে ভারত এক্সপ্রেসে এমনই দৃশ্য ধরা পড়েছে ইটিভি ভারতের ক্যামেরায় ৷ বোলপুর স্টেশনে ট্রেন ঢুকতেই ক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা ৷ রেলকর্মীরা জল মুছে কোনওরকমে বিষয়টি সামাল দিলেও একবারে সুরাহা হয়নি ৷ টেকনিশিয়ান এলেও তিনি সমস্যা সমাধানে ব্যর্থ হন ৷ যাত্রীদের থেকে জানা যায়, সোমবার থেকেই এই অব্যবস্থা ট্রেনের ৷ এভাবেই জল পড়ছে ৷ তবুও কোনও স্থায়ী ব্যবস্থা নেয়নি রেল কর্তৃপক্ষ ৷

দুপুর 3টে নাগাদ মালদা স্টেশনের পর থেকেই এসি থেকে জল পড়তে শুরু করে ৷ জল থেকে বাঁচতে ট্রেনের মধ্যেই ছাতা মাথায় বসে থাকতে হয় যাত্রীদের । এরপর সন্ধে নাগাদ ট্রেন বোলপুর শান্তিনিকেতন স্টেশনে পৌঁছতেই যাত্রীরা বিক্ষোভ দেখান ৷ তাঁদের অভিযোগ, এসি বিকল হওয়ায় রীতিমতো অস্বস্তিতে পড়তে হয় ৷ তার উপর জল পড়া শুরু হয় ৷ টিকিট কালেক্টর বা রেলকর্মীদের ডেকেও কোনও লাভ হয়নি ।

যাত্রীদের কথায়, "এত টাকা দিয়ে টিকিট কাটতে হয় ৷ ফাস্ট ক্লাস একটা ট্রেনের পরিষেবা কেন এত নিম্নমানের হবে ? আমরা টিটিকে বারবার বলেছি, উনি কোনও ব্যবস্থা করতেই পারেননি ৷ ট্রেনের মধ্যে জানলা নেই, এসি খারাপ, জল পড়ছে ভাবুন তো কী অবস্থা । শ্বাসকষ্ট হচ্ছে ৷ ট্রেন চললেই গরম বাড়ছে ৷"

আরও পড়ুন :

  1. আন্তর্জাতিক জাদুঘর দিবসে মেট্রো-বন্দে ভারত স্থান পেল বিড়লা মিউজিয়ামে
  2. ট্রেনের কামরা নাকি বিলাসবহুল হোটেল ! বন্দে ভারত স্লিপারের নকশায় বিস্মিত দেশবাসী

জল পড়ছে বন্দে ভারতের ভিতরে (নিজস্ব ভিডিয়ো)

বোলপুর, 21 মে: সুপারফাস্ট এসি বন্দে ভারত ট্রেনের সি 13 কামরা ৷ সেখানে ছাতা মাথায় দিয়ে বসে রয়েছেন এক যাত্রী ৷ বাকিরাও ইতস্ততভাবে এদিক-ওদিক ঘুরছেন ৷ সকলের চোখে মুখেই একটা বিরক্তির ছাপ ৷ কাছে গিয়ে জিজ্ঞাসা করতেই বিষয়টি পরিষ্কার হল ৷ এসি বিকল হয়ে যাওয়ায় তা থেকে টপটপ করে জল পড়ছে ৷ তার জেরেই এই অবস্থা ৷ কেউ ভালো করে বসতে পারছেন না সিটে ৷ খেতে গেলেও অসুবিধা ৷ তাতেও জল পড়ছে ৷

মঙ্গলবার শিলিগুড়ি থেকে হাওড়াগামী বন্দে ভারত এক্সপ্রেসে এমনই দৃশ্য ধরা পড়েছে ইটিভি ভারতের ক্যামেরায় ৷ বোলপুর স্টেশনে ট্রেন ঢুকতেই ক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা ৷ রেলকর্মীরা জল মুছে কোনওরকমে বিষয়টি সামাল দিলেও একবারে সুরাহা হয়নি ৷ টেকনিশিয়ান এলেও তিনি সমস্যা সমাধানে ব্যর্থ হন ৷ যাত্রীদের থেকে জানা যায়, সোমবার থেকেই এই অব্যবস্থা ট্রেনের ৷ এভাবেই জল পড়ছে ৷ তবুও কোনও স্থায়ী ব্যবস্থা নেয়নি রেল কর্তৃপক্ষ ৷

দুপুর 3টে নাগাদ মালদা স্টেশনের পর থেকেই এসি থেকে জল পড়তে শুরু করে ৷ জল থেকে বাঁচতে ট্রেনের মধ্যেই ছাতা মাথায় বসে থাকতে হয় যাত্রীদের । এরপর সন্ধে নাগাদ ট্রেন বোলপুর শান্তিনিকেতন স্টেশনে পৌঁছতেই যাত্রীরা বিক্ষোভ দেখান ৷ তাঁদের অভিযোগ, এসি বিকল হওয়ায় রীতিমতো অস্বস্তিতে পড়তে হয় ৷ তার উপর জল পড়া শুরু হয় ৷ টিকিট কালেক্টর বা রেলকর্মীদের ডেকেও কোনও লাভ হয়নি ।

যাত্রীদের কথায়, "এত টাকা দিয়ে টিকিট কাটতে হয় ৷ ফাস্ট ক্লাস একটা ট্রেনের পরিষেবা কেন এত নিম্নমানের হবে ? আমরা টিটিকে বারবার বলেছি, উনি কোনও ব্যবস্থা করতেই পারেননি ৷ ট্রেনের মধ্যে জানলা নেই, এসি খারাপ, জল পড়ছে ভাবুন তো কী অবস্থা । শ্বাসকষ্ট হচ্ছে ৷ ট্রেন চললেই গরম বাড়ছে ৷"

আরও পড়ুন :

  1. আন্তর্জাতিক জাদুঘর দিবসে মেট্রো-বন্দে ভারত স্থান পেল বিড়লা মিউজিয়ামে
  2. ট্রেনের কামরা নাকি বিলাসবহুল হোটেল ! বন্দে ভারত স্লিপারের নকশায় বিস্মিত দেশবাসী
Last Updated : May 21, 2024, 11:01 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.