মেদিনীপুর, 10 সেপ্টেম্বর: যত্রতত্র কেস দেওয়া বন্ধ করা-সহ সাত দফা দাবিতে 72 ঘণ্টা ধর্মঘটের ডাক দিল ট্রাক অপারেটরস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন । আগামী 11, 12 ও 13 সেপ্টেম্বর ট্রাক ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে ৷ এর ফলে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র আমদানি ও রফতানির ক্ষেত্রে সমস্যা তৈরি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে ৷ ফলে বাড়তে পারে দাম ৷ তাদের দাবি না-মানা হলে পুজোর মুখে বড় আন্দোলনের হুমকি দিয়েছে ট্রাকচালকদের সংগঠন ।
ফের পুজোর আগে পরিবহণে বড় ধাক্কা । ট্রাক ধর্মঘটে নামতে চলেছে ট্রাক অপারেটরস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ।মূলত তারা সাত দফা দাবিকে সামনে রেখে এই ধর্মঘটে সামিল হতে চলেছে ৷ গোটা রাজ্যজুড়ে ওভারলোড বন্ধ করা, পরিবহণের ক্ষেত্রে পুলিশ ও সিভিক ভলান্টিয়ারদের অত্যাচার বন্ধ, যত্রতত্র অনলাইন কেস দেওয়া বন্ধ, রাতের অন্ধকারে টাকা নিয়ে ওভারলোডিং গাড়ি পাস করানো বন্ধ, আন্তর্জাতিক ক্ষেত্রে ট্রাকচালকদের উপর বাংলাদেশিদের অত্যাচার বন্ধ-সহ মোট সাত দফা দাবি তারা তুলে ধরেছে । একইসঙ্গে তারা মোহনপুর ব্রিজে গাড়ি যাতায়াতের জন্য ব্যবস্থা অথবা সেতুর নীচ দিয়ে ট্রাক যাতায়াতের বিকল্প ব্যবস্থারও দাবি জানিয়েছে ।
এদিন এই নিয়ে তারা জেলাশাসক ও পুলিশ সুপারকে লিখিত স্মারকলিপি জমা দেয় । গোটা জেলাজুড়ে এই সংগঠনের প্রায় চার হাজার সদস্য রয়েছেন এবং ট্রাক রয়েছে প্রায় দশ হাজার । এই ধর্মঘটের ফলে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কেনাবেচায় সমস্যা তৈরি হওয়ায় দাম বৃদ্ধির আশঙ্কা রয়েছে ৷ সংগঠনের দাবি, এই নিয়ে ঝাড়গ্রামে বৃহত্তর মিছিল এবং আন্দোলন করা হয়েছে ।
সংগঠনের সম্পাদক প্রদীপ মণ্ডল বলেন, "আমরা মোট সাত দফা দাবিতেই এই 72 ঘণ্টার ধর্মঘটের ডাক দিয়েছি । আমরা এর আগেও বড় আন্দোলন করেছি । প্রশাসনকে বারবার জানিয়েছি । রাজ্য সরকারের কাছে দাবি জানানো হয়েছে । তারপরও আমাদের উপর জুলুমবাজি বন্ধ হয়নি । আমরা আমাদের দাবিগুলি নিয়েই 72 ঘণ্টা ধর্মঘটের ডাক দিয়েছি । তবে সরকার পক্ষ যদি দাবি না-মানে, তবে আমরা পুজোর আগে লাগাতার আন্দোলন চালিয়ে যাব ।"