হুগলি, 31 অগস্ট: প্রশিক্ষণপ্রাপ্ত যুবক-যুবতীদের জন্য চাকরির সুযোগ করে দিল পশ্চিমবঙ্গ সোসাইটি ফর স্কিল ডেভেলপমেন্ট ৷ শুক্রবার শ্রীরামপুরে কানেক্টেড উইথ এপ্লয়ার্স শীর্ষক একটি শিবির অনুষ্ঠিত হয় ৷ এর উদ্দেশ্য, চাকরি প্রার্থীদের বিভিন্ন সংস্থায় আবেদনের সুযোগ করে দেওয়া ৷ পাশাপাশি সরাসরি ইন্টারভিউ দেওয়ার ব্যবস্থা করে দেওয়া ৷
হুগলির শ্রীরামপুরে ডেনিশ গভর্নর হাউসে পশ্চিমবঙ্গ সরকারের উৎকর্ষ বাংলা আয়োজিত এই শিবিরে প্রায় 200 চাকরি পার্থী এদিন যোগ দেন ৷ বিভিন্ন ক্ষেত্রে চাকরি প্রার্থীদের যোগ্যতা অনুযায়ী ইন্টারভিউ দিয়ে কাজের সুযোগ করে দেওয়া হয় এখানে ৷ বেশ কয়েকটি নামী বেসরকারি সংস্থা তাদের প্রয়োজন মতো প্রার্থী বাছাই করে ৷ হুগলির জেলাশাসক মুক্তা আর্য, মহকুমাশাসক শম্ভুদীপ সরকার-সহ জেলা প্রশাসনের উচ্চ আধিকারিকরা এই শিবিরে উপস্থিত ছিলেন ৷
এই শিবির প্রসঙ্গে জেলাশাসক মুক্তা আর্য জানান, উৎকর্ষ বাংলা এবং আইটিআই থেকে প্রশিক্ষিত চাকরি প্রার্থীরা কানেক্টেড উইথ এমপ্লয়ার্সে যোগ দেন ৷ যোগ্যতা অনুযায়ী বিভিন্ন সংস্থা তাঁদের ইন্টারভিউ নিয়েছে ৷ যাঁরা সফল হবেন, তাঁরা চাকরি পাবেন ৷ ফুড, অটোমোবাইল, এইচআর ইন্ডাস্ট্রি থেকে বিভিন্ন ক্ষেত্রে কর্মসংস্থানের খবর এসেছে ৷ নিয়োগকারীরা স্কিল অনুযায়ী প্রার্থীদের বেছে করবেন ৷ যাঁরা স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং নিয়েছেন, তাঁরাই এখানে চাকরির সুযোগ পাচ্ছেন ৷
এদিকে এই সময় সরকারি চাকরিতে কর্মসংস্থানের সুযোগ সীমিত ৷ বহু তরুণ-তরুণী সরকারি চাকরির পরীক্ষা দিলেও অনেক ক্ষেত্রে চাকরি পান না ৷ তখন বাধ্য হয়ে তাঁরা বেসরকারি সংস্থায় চাকরির খোঁজ করেন ৷ সেক্ষেত্রে এই শিবিরে এক ছাদের তলায় বিভিন্ন ক্ষেত্র থেকে কর্মসংস্থানের খবর পেয়েছেন হুগলির তরুণ-তরুণীরা ৷
এক চাকরিপ্রার্থী চৈতালী বাগ বলেন, "আমি সরকারি চাকরির চেষ্টা করছিলাম ৷ তাই দেরি হয়ে গেল ৷ বেসরকারি চাকরি করতে রাজি হইনি ৷ কিন্তু এখানে এসে বুঝলাম, চাকরি না করলে অভিজ্ঞতা বাড়বে না ৷ একটি সংস্থায় কথা বলেছি ৷ আমায় ইন্টারভিউয়ের জন্য ডেকেছেন ৷ সরকারের এই উদ্যোগ দারুণ ৷ আমি সন্তুষ্ট ৷"