ETV Bharat / state

কোচবিহার মেডিক্যালে বন্ধ এক্স-রে মেশিন, কর্মীদের ধমক পার্থপ্রতিম রায়ের - Partha Pratim Ray

Cooch Behar Medical X-Ray Machine Not Working: কোচবিহার মেডিক্যাল কলেজে এক সপ্তাহ ধরে বন্ধ এক্স রে মেশিন। হয়রানির শিকার রোগীরা ৷ হাসপাতালে গিয়ে এজেন্সির কর্মীদের ধমক দিলেন রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পার্থপ্রতিম রায় ৷

Cooch Behar Medical
কোচবিহার মেডিক্যালে বন্ধ এক্স-রে (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 30, 2024, 3:41 PM IST

কোচবিহার, 29 জুলাই: এক সপ্তাহ ধরে বিকল হয়ে রয়েছে কোচবিহার এমজেএন মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ডিজিটাল এক্স-রে মেশিন। ফলে চরম সমস্যায় পড়েছেন রোগীরা। বাইরে থেকে টাকা খরচ করে এক্স রে করাতে হচ্ছে বলেও অভিযোগ রোগীর পরিজনদের লোকেদের। এই অবস্থায় সংশ্লিষ্ট এজেন্সির কর্মীদের কড়া ভাষায় ভর্ৎসনা করলেন তৃণমূল নেতা পার্থপ্রতিম রায় ৷

কোচবিহার মেডিক্যালে বন্ধ এক্স-রে (ইটিভি ভারত)

সংশ্লিষ্ট এজেন্সিকে বারবার বলেও সমস্যা না মেটায় সোমবার মেডিক্যালে গিয়ে মেজাজ হারালেন রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পার্থপ্রতিম রায় ৷ কড়া ভাষায় এজেন্সির দুই আধিকারিককে একদিনের সময়ও বেঁধে দেন তিনি। পাশাপাশি 24 ঘন্টার মধ্যে এক্স-রে মেশিন ঠিক করার কথাও বলেন। পরে পার্থপ্রতিম রায় বলেন, "রোগীদের সমস্যা হচ্ছে। বাইরে থেকে রোগীদের এক্স রে করাতে হচ্ছে। সেজন্য এজেন্সির আধিকারিকদের বলা হয়েছে 24 ঘণ্টার মধ্যে তাঁরা যেন সমস্যা মিটিয়ে দেন।"

গত এক সপ্তাহ ধরে কোচবিহার এমজেএন মেডিক্য়াল কলেজ ও হাসপাতালের এক্স-রে মেশিন বিকল হওয়ায় চূড়ান্ত ভোগান্তির মধ্যে পড়তে হচ্ছে রোগীদের। টাকা খরচ করে বাইরে থেকে এক্স-রে করতে হচ্ছে। যা নিয়ে কোচবিহার জেলাশাসকের পাশাপাশি নবান্নেও অভিযোগ জমা পড়েছে। আর নবান্নে অভিযোগ জমা পড়তেই রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পার্থপ্রতিম রায় সোমবার দুপুরে কোচবিহার মেডিক্যাল কলেজে যান। এক্স রে বিভাগের কর্মীদের ডেকে জানতে চান কেন এই সমস্যা হচ্ছে। এরপরই কর্মীদের ধমকের সুরে বলেন, "রোগীদের সমস্যা হচ্ছে। কোনওরকম গাফিলতি বরদাস্ত করা হবে না।"

24 ঘণ্টার মধ্যে পরিষেবা স্বাভাবিক করার নির্দেশ দেন। পাশাপাশি এদিন পার্থপ্রতিমবাবু মেডিক্যালে চিকিৎসাধীন রোগীর পরিজনদের সঙ্গে কথা বলেন। সেখানে রান্নাঘর ঘুরে রোগীদের খাবারের মানও খতিয়ে দেখেন তিনি।

কোচবিহার, 29 জুলাই: এক সপ্তাহ ধরে বিকল হয়ে রয়েছে কোচবিহার এমজেএন মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ডিজিটাল এক্স-রে মেশিন। ফলে চরম সমস্যায় পড়েছেন রোগীরা। বাইরে থেকে টাকা খরচ করে এক্স রে করাতে হচ্ছে বলেও অভিযোগ রোগীর পরিজনদের লোকেদের। এই অবস্থায় সংশ্লিষ্ট এজেন্সির কর্মীদের কড়া ভাষায় ভর্ৎসনা করলেন তৃণমূল নেতা পার্থপ্রতিম রায় ৷

কোচবিহার মেডিক্যালে বন্ধ এক্স-রে (ইটিভি ভারত)

সংশ্লিষ্ট এজেন্সিকে বারবার বলেও সমস্যা না মেটায় সোমবার মেডিক্যালে গিয়ে মেজাজ হারালেন রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পার্থপ্রতিম রায় ৷ কড়া ভাষায় এজেন্সির দুই আধিকারিককে একদিনের সময়ও বেঁধে দেন তিনি। পাশাপাশি 24 ঘন্টার মধ্যে এক্স-রে মেশিন ঠিক করার কথাও বলেন। পরে পার্থপ্রতিম রায় বলেন, "রোগীদের সমস্যা হচ্ছে। বাইরে থেকে রোগীদের এক্স রে করাতে হচ্ছে। সেজন্য এজেন্সির আধিকারিকদের বলা হয়েছে 24 ঘণ্টার মধ্যে তাঁরা যেন সমস্যা মিটিয়ে দেন।"

গত এক সপ্তাহ ধরে কোচবিহার এমজেএন মেডিক্য়াল কলেজ ও হাসপাতালের এক্স-রে মেশিন বিকল হওয়ায় চূড়ান্ত ভোগান্তির মধ্যে পড়তে হচ্ছে রোগীদের। টাকা খরচ করে বাইরে থেকে এক্স-রে করতে হচ্ছে। যা নিয়ে কোচবিহার জেলাশাসকের পাশাপাশি নবান্নেও অভিযোগ জমা পড়েছে। আর নবান্নে অভিযোগ জমা পড়তেই রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পার্থপ্রতিম রায় সোমবার দুপুরে কোচবিহার মেডিক্যাল কলেজে যান। এক্স রে বিভাগের কর্মীদের ডেকে জানতে চান কেন এই সমস্যা হচ্ছে। এরপরই কর্মীদের ধমকের সুরে বলেন, "রোগীদের সমস্যা হচ্ছে। কোনওরকম গাফিলতি বরদাস্ত করা হবে না।"

24 ঘণ্টার মধ্যে পরিষেবা স্বাভাবিক করার নির্দেশ দেন। পাশাপাশি এদিন পার্থপ্রতিমবাবু মেডিক্যালে চিকিৎসাধীন রোগীর পরিজনদের সঙ্গে কথা বলেন। সেখানে রান্নাঘর ঘুরে রোগীদের খাবারের মানও খতিয়ে দেখেন তিনি।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.