ETV Bharat / state

সন্দেশখালিকাণ্ডে অভিযুক্ত শাহজাহানকে 'ভদ্রলোক' বললেন সেচমন্ত্রী - সন্দেশখালি

Partha Bhowmick on Shahjahan: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পর এবার সন্দেশখালিকাণ্ডে অভিযুক্ত তৃণমূল নেতার পাশে দাঁড়ালেন সেচমন্ত্রী পার্থ ভৌমিক ৷ তাঁর মতে, ইডির খাতায় 'ফেরার' নেতা একজন ভদ্রলোক ৷

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 30, 2024, 4:59 PM IST

পার্থ ভৌমিকের বক্তব্য

ব‍্যারাকপুর, 30 জানুয়ারি: পেরিয়ে গিয়েছে 25টা দিন । কিন্তু কোথায় রয়েছেন সন্দেশখালি কাণ্ডের 'মাস্টারমাইন্ড' শেখ শাহজাহান ? উত্তর নেই কারও কাছেই । সোমবারও ইডির তলবে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে হাজিরা দেননি তিনি । এই পরিস্থিতিতে 'ফেরার' শেখ শাহজাহানকে নিয়ে কি মতের অমিল ক্রমশ চওড়া হচ্ছে তৃণমূলের অন্দরে ? এই প্রশ্ন উঠছে । অভিষেক ঘনিষ্ঠ মন্ত্রী পার্থ ভৌমিকও কার্যত ফিরহাদ হাকিমের উলটো পথে হেঁটে পলাতক তৃণমূল নেতা শেখ শাহজাহানকে 'ভদ্রলোক' বলে সম্বোধন করেছেন ।

মঙ্গলবার ব‍্যারাকপুরে গান্ধিঘাটে মহাত্মা গান্ধির প্রয়াণ দিবসের অনুষ্ঠানে রাজ‍্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে হাজির ছিলেন সেচমন্ত্রী পার্থ ভৌমিক । অনুষ্ঠান শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি শেখ শাহজাহানের 'ফেরার' থাকা প্রসঙ্গে বলেন, "25 দিন ধরে কোথায় রয়েছে ! পুলিশ প্রশাসন যদি তাঁকে খুঁজে না পায় তাহলে কী করা যাবে । একজন ভদ্রলোক, তাঁকে পাওয়া যাচ্ছে না । এখন আমাকে যদি না পাওয়া যায় । তখন আমার পরিবর্তে অন্য কারওকে দিয়ে সংগঠনের কাজ চালাতে হবে । এখানে অস্বস্তির কোনও ব‍্যাপার নেই ।"

এ দিকে, নরেন্দ্রপুরকাণ্ডে হামলাকারী অভিযুক্তরা এখনও গ্রেফতার না হওয়ায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে । এই নিয়ে স্বয়ং রাজ‍্যপাল সিভি আনন্দ বোসও হস্তক্ষেপ করার ইঙ্গিত দিয়েছেন । সেই প্রসঙ্গে এ দিন সেচমন্ত্রী পার্থ ভৌমিক বলেন, "আইন আইনের মতো করে চলবে । এটুকু বলতে পারি, পশ্চিমবঙ্গে কেউ অপরাধী কিংবা দোষ করে থাকলে তার অবশ্যই শাস্তি হবে । মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এবং তাঁর পুলিশ প্রশাসন সেটা করে থাকে । এর বাইরে অন‍্য কেউ কিছু বলে থাকলে সেই নিয়ে কিছু বলার নেই আমার ।"

অন‍্যদিকে, নরেন্দ্রপুর হামলা-কাণ্ডে দোষীদের গ্রেফতারের আশ্বাস দিয়ে তিনি বলেন, "দোষীরা নিশ্চিতভাবেই গ্রেফতার হবে । অপেক্ষা করুন । ধৈর্য্য ধরুন‌ । একজন অপরাধী একমাস পরেও তো গ্রেফতার হয়েছে ! শেষ পর্যন্ত গ্রেফতার হওয়াটাই বড় বিষয় । যার উদাহরণ রয়েছে আগেও ।"

প্রসঙ্গত, শেখ শাহজাহানের বাড়ির সামনে ইডি'র উপর হামলা নিয়ে এর আগে পুরমন্ত্রী তথা কলকাতা পৌরনিগমের মেয়র ফিরহাদ হাকিম বলেছিলেন, "সন্দেশখালিতে যেটা হয়েছে অন্যায় হয়েছে । যা দেখলাম টিভিতে মাথা ফাটিয়েছে । অন্যায় করেছে ।"

অথচ শেখ শাহজাহান ইস্যুতে ফিরহাদ হাকিমের মতের ঠিক ভিন্ন সুর শোনা গিয়েছিল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ডহারবারের সাংসদ অভিষেক বন্দোপাধ্যায়ের গলায় । 'ফেরার' এই তৃণমূল নেতার পাশে দাঁড়িয়ে তিনি বলেন, "শেখ শাহজাহান কী করেছে ? যেদিন ঘটনা ঘটেছে সেদিন শেখ শাহজাহানকে তো ঘটনাস্থলে দেখিনি । কিছু লোকের বিক্ষোভ আমি দেখতে পেয়েছি । তবে যেটা ঘটেছে সেটা অনভিপ্রেত ।" এ বার শেখ শাহজাহান ইস্যুতে অভিষেকের পথেই হাঁটলেন নৈহাটির তৃণমূল বিধায়ক তথা রাজ‍্যের সেচমন্ত্রী পার্থ ভৌমিক ।

আরও পড়ুন :

  1. ইডির হাতে শাহজাহানের বিরুদ্ধে কোনও তথ্য নেই, তাই এখনই পদক্ষপ নয়; জানাল আদালত
  2. তৃণমূল নেতা শাহজাহান অন্যায় করেছেন, প্রথমবার জনসমক্ষে মন্তব্য ফিরহাদের
  3. সন্দেশখালির ঘটনা অনভিপ্রেত, না হলেই ভালো হত: অভিষেক

পার্থ ভৌমিকের বক্তব্য

ব‍্যারাকপুর, 30 জানুয়ারি: পেরিয়ে গিয়েছে 25টা দিন । কিন্তু কোথায় রয়েছেন সন্দেশখালি কাণ্ডের 'মাস্টারমাইন্ড' শেখ শাহজাহান ? উত্তর নেই কারও কাছেই । সোমবারও ইডির তলবে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে হাজিরা দেননি তিনি । এই পরিস্থিতিতে 'ফেরার' শেখ শাহজাহানকে নিয়ে কি মতের অমিল ক্রমশ চওড়া হচ্ছে তৃণমূলের অন্দরে ? এই প্রশ্ন উঠছে । অভিষেক ঘনিষ্ঠ মন্ত্রী পার্থ ভৌমিকও কার্যত ফিরহাদ হাকিমের উলটো পথে হেঁটে পলাতক তৃণমূল নেতা শেখ শাহজাহানকে 'ভদ্রলোক' বলে সম্বোধন করেছেন ।

মঙ্গলবার ব‍্যারাকপুরে গান্ধিঘাটে মহাত্মা গান্ধির প্রয়াণ দিবসের অনুষ্ঠানে রাজ‍্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে হাজির ছিলেন সেচমন্ত্রী পার্থ ভৌমিক । অনুষ্ঠান শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি শেখ শাহজাহানের 'ফেরার' থাকা প্রসঙ্গে বলেন, "25 দিন ধরে কোথায় রয়েছে ! পুলিশ প্রশাসন যদি তাঁকে খুঁজে না পায় তাহলে কী করা যাবে । একজন ভদ্রলোক, তাঁকে পাওয়া যাচ্ছে না । এখন আমাকে যদি না পাওয়া যায় । তখন আমার পরিবর্তে অন্য কারওকে দিয়ে সংগঠনের কাজ চালাতে হবে । এখানে অস্বস্তির কোনও ব‍্যাপার নেই ।"

এ দিকে, নরেন্দ্রপুরকাণ্ডে হামলাকারী অভিযুক্তরা এখনও গ্রেফতার না হওয়ায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে । এই নিয়ে স্বয়ং রাজ‍্যপাল সিভি আনন্দ বোসও হস্তক্ষেপ করার ইঙ্গিত দিয়েছেন । সেই প্রসঙ্গে এ দিন সেচমন্ত্রী পার্থ ভৌমিক বলেন, "আইন আইনের মতো করে চলবে । এটুকু বলতে পারি, পশ্চিমবঙ্গে কেউ অপরাধী কিংবা দোষ করে থাকলে তার অবশ্যই শাস্তি হবে । মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এবং তাঁর পুলিশ প্রশাসন সেটা করে থাকে । এর বাইরে অন‍্য কেউ কিছু বলে থাকলে সেই নিয়ে কিছু বলার নেই আমার ।"

অন‍্যদিকে, নরেন্দ্রপুর হামলা-কাণ্ডে দোষীদের গ্রেফতারের আশ্বাস দিয়ে তিনি বলেন, "দোষীরা নিশ্চিতভাবেই গ্রেফতার হবে । অপেক্ষা করুন । ধৈর্য্য ধরুন‌ । একজন অপরাধী একমাস পরেও তো গ্রেফতার হয়েছে ! শেষ পর্যন্ত গ্রেফতার হওয়াটাই বড় বিষয় । যার উদাহরণ রয়েছে আগেও ।"

প্রসঙ্গত, শেখ শাহজাহানের বাড়ির সামনে ইডি'র উপর হামলা নিয়ে এর আগে পুরমন্ত্রী তথা কলকাতা পৌরনিগমের মেয়র ফিরহাদ হাকিম বলেছিলেন, "সন্দেশখালিতে যেটা হয়েছে অন্যায় হয়েছে । যা দেখলাম টিভিতে মাথা ফাটিয়েছে । অন্যায় করেছে ।"

অথচ শেখ শাহজাহান ইস্যুতে ফিরহাদ হাকিমের মতের ঠিক ভিন্ন সুর শোনা গিয়েছিল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ডহারবারের সাংসদ অভিষেক বন্দোপাধ্যায়ের গলায় । 'ফেরার' এই তৃণমূল নেতার পাশে দাঁড়িয়ে তিনি বলেন, "শেখ শাহজাহান কী করেছে ? যেদিন ঘটনা ঘটেছে সেদিন শেখ শাহজাহানকে তো ঘটনাস্থলে দেখিনি । কিছু লোকের বিক্ষোভ আমি দেখতে পেয়েছি । তবে যেটা ঘটেছে সেটা অনভিপ্রেত ।" এ বার শেখ শাহজাহান ইস্যুতে অভিষেকের পথেই হাঁটলেন নৈহাটির তৃণমূল বিধায়ক তথা রাজ‍্যের সেচমন্ত্রী পার্থ ভৌমিক ।

আরও পড়ুন :

  1. ইডির হাতে শাহজাহানের বিরুদ্ধে কোনও তথ্য নেই, তাই এখনই পদক্ষপ নয়; জানাল আদালত
  2. তৃণমূল নেতা শাহজাহান অন্যায় করেছেন, প্রথমবার জনসমক্ষে মন্তব্য ফিরহাদের
  3. সন্দেশখালির ঘটনা অনভিপ্রেত, না হলেই ভালো হত: অভিষেক
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.