ব্যারাকপুর, 6 জুন: হিংসা নয় ! শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে ব্যারাকপুরে গান্ধিগিরি ও সৌজন্যতার রাজনীতি শুরু তৃণমূলের জয়ী প্রার্থী পার্থ ভৌমিকের ৷ বিজেপি নেতা-কর্মীদের বাড়ি গিয়ে 'অভয়' বাণী দিলেন পার্থ'র দূত তথা শাসকদলের কাউন্সিলর। নির্ভয়ে রাজনীতি করার বার্তার পাশাপাশি পরিবারের হাতে তুলে দেওয়া হল মিষ্টির প্যাকেট ৷
ব্যারাকপুরে জয়ী তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক বলেন, "ভোটের ফলাফল প্রকাশের পর গোটা ব্যারাকপুরে তিনটি বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে। সেখানে আমি ও আমার দলের নেতারা গিয়ে পরিবারের সদস্যদের পাশে থাকার বার্তা দিয়ে এসেছি। এবারের ভোটে আমার স্লোগানই ছিল গুন্ডারাজ খতম করে ব্যারাকপুরে শান্তি প্রতিষ্ঠা করা। তাই, কোনও ধরনের অশান্তি আমরা বরদাস্ত করব না। যাঁরা এই ধরনের ঘটনা ঘটাবে পুলিশ প্রশাসন তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে। এটুকু বলব, বিরোধী রাজনৈতিক দলের নেতা, কর্মীরা নির্ভয়ে রাজনীতি করতে পারবেন। কোনও সমস্যা হবে না তাঁদের।"
ঘাটালে ভোট পরবর্তী হিংসা, কর্মীর দোকান ভাঙচুরে অবরোধ বিজেপির; পালটা তৃণমূলের
ব্যারাকপুরের 7 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর জয়দীপ দাস বিজেপি নেতা-কর্মীদের বাড়ি গিয়ে আশ্বাস দিয়ে বলেন, "যে দলই করুন না কেন, কোনও রকম সমস্যা হলে তাঁদের পাশে রয়েছি আমরা ৷ নির্ভয়ে রাজনীতি করুন ৷ কোনও রকম সমস্যা হলে তাঁদের পাশে থাকব আমরা ৷" এই লোকসভা কেন্দ্রে বিজেপির অর্জুন সিংকে হারিয়ে জয়ী হয়েছেন তৃণমূলের পার্থ ভৌমিক ৷ তারপরেই তিনি জানিয়েছেন, ব্যারাকপুরে আর নয় গুণ্ডারাজ! বদলে চলবে সৌজন্যের রাজনীতি। ফলে বিজেপি কর্মীদের আশ্বস্ত করতে সটান তাঁদের বাড়ি গিয়ে হাতে তুলে দেওয়া হয়েছে মিষ্টির প্যাকেট ৷ উল্লেখ্য, মঙ্গলবার বুথ ফেরত সমীক্ষার ফল বাস্তবে প্রতিফলিত হয়নি ৷
দিলীপ ঘোষের ছবি ‘কবর’ দিয়ে বৃক্ষরোপণ, টিএমসিপি-র ‘কীর্তি’তে সমালোচনা দুর্গাপুরে