ETV Bharat / state

খোদ ফিরহাদের ওয়ার্ডেই ভেঙে পড়ল বাড়ির কার্নিশ, আতঙ্ক চেতলায় - Building Collapsed in Chetla - BUILDING COLLAPSED IN CHETLA

House Collapsed in Chetla: বিরাটির পর কলকাতার মেয়রের ওয়ার্ড চেতলায় ভেঙে পড়ল বাড়ির বারান্দার কার্নিশের একাংশ ৷ ঘটনার একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে ৷ আতঙ্ক ছড়িয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ৷ ওই বাড়ির তলায় রয়েছে বেশ কয়েকটি দোকান রয়েছে ৷

House Collapsed
House Collapsed
author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 31, 2024, 11:46 AM IST

Updated : Mar 31, 2024, 1:12 PM IST

ফিরহাদের ওয়ার্ডেই ভেঙে পড়ল বাড়ির কার্নিশ

কলকাতা, 31 মার্চ: গার্ডেনরিচকাণ্ডের রেশ কাটতে না কাটতে চেতলায় ভেঙে পড়ল একটি বাড়ির বারান্দার কার্নিশ ৷ রবিবার ভোরবেলায় খোদ কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের ওয়ার্ডে এই ঘটনাটি ঘটেছে ৷ তবে বড় বিপদ থেকে রক্ষা পেয়েছে আশেপাশের বাসিন্দারা ৷ প্রাণহানির ঘটনা ঘটেনি ৷ গার্ডেনরিচকাণ্ডের পর নাগরিক মনে আতঙ্ক চেপে বসেছে । এরপর শনিবার পিকনিক গার্ডেনে ও বিরাটিতে বাড়ির অংশ খসে পড়েছিল ৷ তারপর আজ ফের বাড়ি ভাঙার আতঙ্ক ফিরল চেতলায় ।

জানা গিয়েছে, রবিবার ভোর সাড়ে 4টে নাগাদ কলকাতা পৌরনিগমের 82 নম্বর ওয়ার্ডের আওতাধীন চেতলার 1/3A পরমহংসদেব রোডে একটি তিনতলা বাড়ির একদম ওপরের অংশের বারান্দার একটা অংশের কার্নিশ ভেঙে পড়ে ফুটপাতের উপর । ভোরবেলা ঘটনা ঘটায় আশেপাশে কোন মানুষ ছিলেন না । তাই বড়সড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে । কেউ আহত হয়নি । তবে রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি গাড়ির ক্ষতি হয়েছে । ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায় ।

স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, ভোরবেলায় এই ঘটনা ঘটায় রক্ষা পাওয়া গিয়েছে । কারণ 6টা থেকে পাড়ার মানুষজন অনেকেই প্রাতঃভ্রমণে বের হয় । ওই বাড়ির নীচে বেশ কয়েকটি দোকানও রয়েছে । বেলায় হলে সেখানে বড় বিপদের আশঙ্কা তৈরি হতো ৷ কারণ ওই সমস্ত দোকানে বহু মানুষের যাতায়াত । পুরনো বাড়ি রক্ষণাবেক্ষণ অভাব থেকেই এই ঘটনা ঘটেছে ।

উল্লেখ্য, কয়েকদিন আগে গার্ডেনরিচে নির্মীয়মাণ বহুতল ভেঙে 12 জনের মৃত্যু হয়েছে । শনিবার পিকনিক গার্ডেন এলাকায় নির্মীয়মাণ বাড়ির দেওয়ালে কাঠের পাটায় ঝুলে রঙের কাজ করছিলেন এক শ্রমিক । সেই ধাক্কায় বাড়ির সামান্য অংশ ভেঙে পড়ে । কাউন্সিলর দাবি করেন, বাড়িটা বেআইনি নির্মাণ করা হচ্ছে । তবে আদালত থেকে ভাঙার উপর স্থগিতাদেশ রয়েছে । এরপর গতকাল রাতে বিরাটি এলাকার একটি নির্মীয়মাণ বাড়ির উপর থেকে বেশ কয়েকটি ইট পরে স্থানীয় এক মহিলার মুখ মাথা থেতলে যায় । এলাকায় ক্ষোভ তৈরি হয় । পরে ওই মহিলার মৃত্যু হয়েছে ৷ তারপর আজ সাত সকালে চেতলায় এই ঘটনা ঘটল । একের পর এক ঘটনা মানুষের মনে আতঙ্ক তৈরি করছে ।

আরও পড়ুন:

  1. গার্ডেনরিচের পর বিরাটি, কাউন্সিলরের অফিসের কাছেই নির্মীয়মাণ বহুতলের একাংশ ভেঙে মৃত্যু মহিলার
  2. এসএসকেএমে মৃত আরও এক, গার্ডেনরিচ বিপর্যয়ে নিহতের সংখ্যা বেড়ে
  3. ইঞ্জিনিয়ারের অভাব, শহরে বেআইনি নির্মাণের খোঁজ দেবে সাফাই কর্মী-কেরানিরাও ! পৌর নির্দেশিকা ঘিরে বিতর্ক

ফিরহাদের ওয়ার্ডেই ভেঙে পড়ল বাড়ির কার্নিশ

কলকাতা, 31 মার্চ: গার্ডেনরিচকাণ্ডের রেশ কাটতে না কাটতে চেতলায় ভেঙে পড়ল একটি বাড়ির বারান্দার কার্নিশ ৷ রবিবার ভোরবেলায় খোদ কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের ওয়ার্ডে এই ঘটনাটি ঘটেছে ৷ তবে বড় বিপদ থেকে রক্ষা পেয়েছে আশেপাশের বাসিন্দারা ৷ প্রাণহানির ঘটনা ঘটেনি ৷ গার্ডেনরিচকাণ্ডের পর নাগরিক মনে আতঙ্ক চেপে বসেছে । এরপর শনিবার পিকনিক গার্ডেনে ও বিরাটিতে বাড়ির অংশ খসে পড়েছিল ৷ তারপর আজ ফের বাড়ি ভাঙার আতঙ্ক ফিরল চেতলায় ।

জানা গিয়েছে, রবিবার ভোর সাড়ে 4টে নাগাদ কলকাতা পৌরনিগমের 82 নম্বর ওয়ার্ডের আওতাধীন চেতলার 1/3A পরমহংসদেব রোডে একটি তিনতলা বাড়ির একদম ওপরের অংশের বারান্দার একটা অংশের কার্নিশ ভেঙে পড়ে ফুটপাতের উপর । ভোরবেলা ঘটনা ঘটায় আশেপাশে কোন মানুষ ছিলেন না । তাই বড়সড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে । কেউ আহত হয়নি । তবে রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি গাড়ির ক্ষতি হয়েছে । ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায় ।

স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, ভোরবেলায় এই ঘটনা ঘটায় রক্ষা পাওয়া গিয়েছে । কারণ 6টা থেকে পাড়ার মানুষজন অনেকেই প্রাতঃভ্রমণে বের হয় । ওই বাড়ির নীচে বেশ কয়েকটি দোকানও রয়েছে । বেলায় হলে সেখানে বড় বিপদের আশঙ্কা তৈরি হতো ৷ কারণ ওই সমস্ত দোকানে বহু মানুষের যাতায়াত । পুরনো বাড়ি রক্ষণাবেক্ষণ অভাব থেকেই এই ঘটনা ঘটেছে ।

উল্লেখ্য, কয়েকদিন আগে গার্ডেনরিচে নির্মীয়মাণ বহুতল ভেঙে 12 জনের মৃত্যু হয়েছে । শনিবার পিকনিক গার্ডেন এলাকায় নির্মীয়মাণ বাড়ির দেওয়ালে কাঠের পাটায় ঝুলে রঙের কাজ করছিলেন এক শ্রমিক । সেই ধাক্কায় বাড়ির সামান্য অংশ ভেঙে পড়ে । কাউন্সিলর দাবি করেন, বাড়িটা বেআইনি নির্মাণ করা হচ্ছে । তবে আদালত থেকে ভাঙার উপর স্থগিতাদেশ রয়েছে । এরপর গতকাল রাতে বিরাটি এলাকার একটি নির্মীয়মাণ বাড়ির উপর থেকে বেশ কয়েকটি ইট পরে স্থানীয় এক মহিলার মুখ মাথা থেতলে যায় । এলাকায় ক্ষোভ তৈরি হয় । পরে ওই মহিলার মৃত্যু হয়েছে ৷ তারপর আজ সাত সকালে চেতলায় এই ঘটনা ঘটল । একের পর এক ঘটনা মানুষের মনে আতঙ্ক তৈরি করছে ।

আরও পড়ুন:

  1. গার্ডেনরিচের পর বিরাটি, কাউন্সিলরের অফিসের কাছেই নির্মীয়মাণ বহুতলের একাংশ ভেঙে মৃত্যু মহিলার
  2. এসএসকেএমে মৃত আরও এক, গার্ডেনরিচ বিপর্যয়ে নিহতের সংখ্যা বেড়ে
  3. ইঞ্জিনিয়ারের অভাব, শহরে বেআইনি নির্মাণের খোঁজ দেবে সাফাই কর্মী-কেরানিরাও ! পৌর নির্দেশিকা ঘিরে বিতর্ক
Last Updated : Mar 31, 2024, 1:12 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.