ETV Bharat / state

বৃষ্টির শহরে বজ্রপাতে ক্ষতিগ্রস্ত মেট্রো সিনেমার বিল্ডিং, ভেঙে পড়ল পিলারের একাংশ - Shopping Mall Piller Collapsed - SHOPPING MALL PILLER COLLAPSED

Lightning in Dharmatala: বাজ পড়ে ভেঙে পড়ল শপিংমলের একাংশ ৷ ঘটনায় আতঙ্ক ধর্মতলা চত্বরে ৷ তবে হতাহতের কোনও খবর নেই ৷

Shopping Mall Collapsed
বজ্রপাত ভেঙে পড়ল শপিংমলের পিলার
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 7, 2024, 2:21 PM IST

Updated : Apr 7, 2024, 4:21 PM IST

কলকাতা, 7 এপ্রিল: ভরদুপুরে বজ্রাঘাতে ভেঙে পড়ে ধর্মতলার একটি শপিং মলে পিলারের একাংশ ৷ শপিংমলে বজ্রপাতের ঘটনায় স্বভাবতই আতঙ্ক গ্রাস করে স্থানীয়দের মধ্যে। যদিও হতাহতের কোনও খবর নেই। স্থানীয়দের দাবি, "রাস্তার উপর ওই মলের উপরে বাজ পড়ে ৷ পিলারের একটি অংশ ভেঙে যায় ৷" বহুতল মলের পিলারের অংশ ভেঙে যাওয়ায় আতঙ্ক ছড়ায় । তবে কোনও বড়সড় বিপদ ঘটেনি ৷

রবিবার ছুটির দিন সাধারণত ধর্মতলা চত্বরে ভিড় থাকে ৷ তবে এদিন সকাল থেকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি পড়ছিল ৷ ফলে অন্যান্য দিনের থেকে ভিড় কম ছিল ৷ তারমধ্যেই দুপুর নাগাদ এই বজ্রপাত হয় ৷ তার জেরে ভেঙে পড়ে শপিং মলের একাংশ ৷ খবর পেয়েই ঘটনাস্থলে উপস্থিত হয় কলকাতা পৌরসভার আধিকারিকরা ৷ তাঁরা পিলারের ভাঙা অংশটিকে ভেঙে ফেলার ব্যবস্থা করেন ৷ যাতে কোনওরকম দুর্ঘটনা না-ঘটে ৷

মলের নিরাপত্তারক্ষী রঞ্জিত সাহার দাবি, "বেলা একটা নাগাদ ঝিরঝিরে বৃষ্টি পড়ছিল। তখন আচমকাই বজ্রপাতের শব্দ। সঙ্গে সঙ্গে ছোট ইট, বালিসিমেন্টের জমাট বাঁধা টুকরো নীচে পড়তে শুরু। আমি সরে আসি। অন্যরাও সরে। কারও লাগেনি।" এদিকে এই ঘটনার পরে খবর পৌঁছায় লালবাজারে। লালবাজারের প্রতিনিধিরা এসে ঘটনাস্থল পরিদর্শন করেন। কলকাতা পৌরসভার বিল্ডিং বিভাগের আধিকারিকরা স্থলে আসেন।

মলের ছাদে পৌঁছে ভেঙে পড়া পিলারের অংশ খতিয়ে দেখেন তারা। পরে ভেঙে যাওয়ার পিলারের বাকি অংশ ভেঙে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও পৌরনিগমের বিল্ডিং বিভাগের কর্মী দেবারতি চক্রবর্তীর দাবি, "খোঁজ পেয়ে পুরসভার বিল্ডিং বিভাগের কর্মীরা ও ডেমলিশন স্কোয়াড এসেছে। কলকাতা পুলিশ আছে। খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণ করা হবে। বাকিটা উচ্চ কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবেন।"

আরও পড়ুন:

  1. আবহাওয়া খারাপ, আকাশ ছেড়ে সড়কপথে পুরুলিয়া রওনা মমতার
  2. বৃষ্টি এল ঝেঁপে! দহনজ্বালা জুড়িয়ে ক্ষণিকের স্বস্তি ফিরল দক্ষিণবঙ্গে
  3. নিউটাউনে আন্তর্জাতিক মানের শপিং মল তৈরি করবে লুলু গ্রুপ, মুখ্যমন্ত্রীকে আশ্বাস

কলকাতা, 7 এপ্রিল: ভরদুপুরে বজ্রাঘাতে ভেঙে পড়ে ধর্মতলার একটি শপিং মলে পিলারের একাংশ ৷ শপিংমলে বজ্রপাতের ঘটনায় স্বভাবতই আতঙ্ক গ্রাস করে স্থানীয়দের মধ্যে। যদিও হতাহতের কোনও খবর নেই। স্থানীয়দের দাবি, "রাস্তার উপর ওই মলের উপরে বাজ পড়ে ৷ পিলারের একটি অংশ ভেঙে যায় ৷" বহুতল মলের পিলারের অংশ ভেঙে যাওয়ায় আতঙ্ক ছড়ায় । তবে কোনও বড়সড় বিপদ ঘটেনি ৷

রবিবার ছুটির দিন সাধারণত ধর্মতলা চত্বরে ভিড় থাকে ৷ তবে এদিন সকাল থেকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি পড়ছিল ৷ ফলে অন্যান্য দিনের থেকে ভিড় কম ছিল ৷ তারমধ্যেই দুপুর নাগাদ এই বজ্রপাত হয় ৷ তার জেরে ভেঙে পড়ে শপিং মলের একাংশ ৷ খবর পেয়েই ঘটনাস্থলে উপস্থিত হয় কলকাতা পৌরসভার আধিকারিকরা ৷ তাঁরা পিলারের ভাঙা অংশটিকে ভেঙে ফেলার ব্যবস্থা করেন ৷ যাতে কোনওরকম দুর্ঘটনা না-ঘটে ৷

মলের নিরাপত্তারক্ষী রঞ্জিত সাহার দাবি, "বেলা একটা নাগাদ ঝিরঝিরে বৃষ্টি পড়ছিল। তখন আচমকাই বজ্রপাতের শব্দ। সঙ্গে সঙ্গে ছোট ইট, বালিসিমেন্টের জমাট বাঁধা টুকরো নীচে পড়তে শুরু। আমি সরে আসি। অন্যরাও সরে। কারও লাগেনি।" এদিকে এই ঘটনার পরে খবর পৌঁছায় লালবাজারে। লালবাজারের প্রতিনিধিরা এসে ঘটনাস্থল পরিদর্শন করেন। কলকাতা পৌরসভার বিল্ডিং বিভাগের আধিকারিকরা স্থলে আসেন।

মলের ছাদে পৌঁছে ভেঙে পড়া পিলারের অংশ খতিয়ে দেখেন তারা। পরে ভেঙে যাওয়ার পিলারের বাকি অংশ ভেঙে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও পৌরনিগমের বিল্ডিং বিভাগের কর্মী দেবারতি চক্রবর্তীর দাবি, "খোঁজ পেয়ে পুরসভার বিল্ডিং বিভাগের কর্মীরা ও ডেমলিশন স্কোয়াড এসেছে। কলকাতা পুলিশ আছে। খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণ করা হবে। বাকিটা উচ্চ কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবেন।"

আরও পড়ুন:

  1. আবহাওয়া খারাপ, আকাশ ছেড়ে সড়কপথে পুরুলিয়া রওনা মমতার
  2. বৃষ্টি এল ঝেঁপে! দহনজ্বালা জুড়িয়ে ক্ষণিকের স্বস্তি ফিরল দক্ষিণবঙ্গে
  3. নিউটাউনে আন্তর্জাতিক মানের শপিং মল তৈরি করবে লুলু গ্রুপ, মুখ্যমন্ত্রীকে আশ্বাস
Last Updated : Apr 7, 2024, 4:21 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.