ETV Bharat / state

নিয়ম ভাঙার অভিযোগ আইনমন্ত্রীর বিরুদ্ধে, সময়ের আগে মাদ্রাসা ছুটি দিয়ে জনসভা নানুরে - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024

Lok Sabha Election 2024: বোলপুর লোকসভার তৃণমূল প্রার্থী অসিত মালের হয়ে প্রচার করবেন মন্ত্রী মলয় ঘটক ৷ তাই সভার অনেক আগেই হাইমাদ্রাসায় ছুটি ঘোষণা করে দিতে হল কর্তৃপক্ষকে ৷ যা নিয়ে শুরু হয়েছে বিতর্ক ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 29, 2024, 6:21 PM IST

মন্ত্রী মলয় ঘটকের প্রচারসভার জেরে নানুরে সময়ের আগে হাইমাদ্রাসায় ছুটি

নানুর, 29 মার্চ: সময়ের আগেই মাদ্রাসা ছুটি দিলেন রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক ৷ কিন্তু, কেন ? কারণ, বোলপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী অসিত মালের সমর্থনে জনসভা করবেন আইনমন্ত্রী ৷ যে জনসভায় উপস্থিত ছিলেন, বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ও লোকসভার কেন্দ্রের বিধায়করা ৷ ঘটনাটি নানুরের পাপুড়ি হাইমাদ্রাসার ৷ তৃণমূলের দলীয় পতাকায় মুড়ে দিয়ে, মাইক ও বক্স বাজিয়ে জনসভা করল তৃণমূল ৷ কিন্তু, বিকেলে জনসভা হওয়ার কথা থাকলেও, সময়ের অনেক আগেই স্কুল ছুটি দিয়ে দেওয়া হল ৷

বৃহস্পতিবার বিকেল 3টে থেকে জনসভা হওয়ার কথা ছিল ৷ কিন্তু, তার আগে সকাল থেকেই স্কুল মাঠে মঞ্চ বানিয়ে প্রস্তুতি চলতে থাকে ৷ ফলে কান পাতলেই লোকমুখে একটা কথা, রাজ্যের আইনমন্ত্রীই তাহলে আইন ভেঙে জনসভা করলেন ! তবে, পাপুড়ি হাইমাদ্রাসার প্রধান শিক্ষক ফকরুল আলম বিতর্ক এড়ালেন ৷ তাঁর দাবি, "সকাল 11টা থেকে বিকেল 4টে 14 মিনিট পর্যন্ত আমাদের ক্লাস হয় ৷ আমাদের ছুটি পড়ে যাচ্ছে রোজার জন্য ৷ তাই আজ এক-দুই পিরিয়ড করিয়ে ছুটি দিয়ে দিয়েছি ৷"

নানুরের পাপুড়ি হাইমাদ্রাসার মাঠে ছিল তৃণমূলের এই জনসভা ৷ সকাল 11টা থেকে বিকেল 4টে পর্যন্ত মাদ্রাসার ক্লাস হয় সরকারি নিয়ম অনুযায়ী ৷ কিন্তু, দেখা যায় বিকেল 3টে থেকে জনসভা হওয়ার কথা থাকলেও, তার বহু আগে ছুটি হয়ে গিয়েছে মাদ্রাসার ৷ আর সেটি যে মাদ্রাসা, তা চেনার উপায় ছিল না ৷ কয়েক ঘণ্টার মধ্যে মাদ্রাসা তৃণমূলের দলীয় পতাকায় মুড়ে ফেলা হয় বলে অভিযোগ ৷ বড় বড় মাইক, বক্স লাগিয়ে দুপুর থেকেই জনসভার প্রস্তুতি শুরু করে দেয় তৃণমূলের নেতারা ৷

জানা গিয়েছে, এই জনসভার ডাক দিয়েছিলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ স্বয়ং ৷ উপস্থিত ছিলেন খোদ রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক-সহ নানুরের বিধায়ক বিধানচন্দ্র মাজি, লাভপুরের বিধায়ক অভিজিৎ সিংহ, সিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরী, বোলপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী অসিত কুমার মাল, কেতুগ্রামের বিধায়ক শেখ শাহনাওয়াজ প্রমুখ ৷ সময়ের আগেই মাদ্রাসা ছুটি দিয়ে জনসভা করা নিয়ে প্রশ্ন উঠছে ৷ এনিয়ে বিরোধীদের অভিযোগ, খোদ রাজ্যের আইনমন্ত্রী কীভাবে এহেন কাজ করতে পারেন ? বিজেপির জেলা যুব মোর্চার সভাপতি সব্যসাচী রায় বলেন, "আইন ভাঙায় ওস্তাদ তৃণমূল ৷ কীভাবে মাদ্রাসা ছুটি দিয়ে রাজ্যের আইনমন্ত্রী সভা করেন ? এই প্রশ্ন তুলে আমরা নির্বাচন কমিশনকে চিঠি দিচ্ছি আজই ৷"

আরও পড়ুন:

  1. এপিক কার্ড না থাকলেও দেওয়া যাবে ভোট: কমিশন
  2. ঘরেও চাপে স্বপন, বিজেপি প্রার্থীর বিরুদ্ধে কমিশনে নালিশ দলেরই 2 কর্মীর
  3. লোকসভায় তৃণমূলের অস্ত্র বর্ধিত লক্ষ্মীর ভাণ্ডার, শুভেচ্ছাপত্র নিয়ে দুয়ারে পৌঁছবে শাসকদল

মন্ত্রী মলয় ঘটকের প্রচারসভার জেরে নানুরে সময়ের আগে হাইমাদ্রাসায় ছুটি

নানুর, 29 মার্চ: সময়ের আগেই মাদ্রাসা ছুটি দিলেন রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক ৷ কিন্তু, কেন ? কারণ, বোলপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী অসিত মালের সমর্থনে জনসভা করবেন আইনমন্ত্রী ৷ যে জনসভায় উপস্থিত ছিলেন, বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ও লোকসভার কেন্দ্রের বিধায়করা ৷ ঘটনাটি নানুরের পাপুড়ি হাইমাদ্রাসার ৷ তৃণমূলের দলীয় পতাকায় মুড়ে দিয়ে, মাইক ও বক্স বাজিয়ে জনসভা করল তৃণমূল ৷ কিন্তু, বিকেলে জনসভা হওয়ার কথা থাকলেও, সময়ের অনেক আগেই স্কুল ছুটি দিয়ে দেওয়া হল ৷

বৃহস্পতিবার বিকেল 3টে থেকে জনসভা হওয়ার কথা ছিল ৷ কিন্তু, তার আগে সকাল থেকেই স্কুল মাঠে মঞ্চ বানিয়ে প্রস্তুতি চলতে থাকে ৷ ফলে কান পাতলেই লোকমুখে একটা কথা, রাজ্যের আইনমন্ত্রীই তাহলে আইন ভেঙে জনসভা করলেন ! তবে, পাপুড়ি হাইমাদ্রাসার প্রধান শিক্ষক ফকরুল আলম বিতর্ক এড়ালেন ৷ তাঁর দাবি, "সকাল 11টা থেকে বিকেল 4টে 14 মিনিট পর্যন্ত আমাদের ক্লাস হয় ৷ আমাদের ছুটি পড়ে যাচ্ছে রোজার জন্য ৷ তাই আজ এক-দুই পিরিয়ড করিয়ে ছুটি দিয়ে দিয়েছি ৷"

নানুরের পাপুড়ি হাইমাদ্রাসার মাঠে ছিল তৃণমূলের এই জনসভা ৷ সকাল 11টা থেকে বিকেল 4টে পর্যন্ত মাদ্রাসার ক্লাস হয় সরকারি নিয়ম অনুযায়ী ৷ কিন্তু, দেখা যায় বিকেল 3টে থেকে জনসভা হওয়ার কথা থাকলেও, তার বহু আগে ছুটি হয়ে গিয়েছে মাদ্রাসার ৷ আর সেটি যে মাদ্রাসা, তা চেনার উপায় ছিল না ৷ কয়েক ঘণ্টার মধ্যে মাদ্রাসা তৃণমূলের দলীয় পতাকায় মুড়ে ফেলা হয় বলে অভিযোগ ৷ বড় বড় মাইক, বক্স লাগিয়ে দুপুর থেকেই জনসভার প্রস্তুতি শুরু করে দেয় তৃণমূলের নেতারা ৷

জানা গিয়েছে, এই জনসভার ডাক দিয়েছিলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ স্বয়ং ৷ উপস্থিত ছিলেন খোদ রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক-সহ নানুরের বিধায়ক বিধানচন্দ্র মাজি, লাভপুরের বিধায়ক অভিজিৎ সিংহ, সিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরী, বোলপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী অসিত কুমার মাল, কেতুগ্রামের বিধায়ক শেখ শাহনাওয়াজ প্রমুখ ৷ সময়ের আগেই মাদ্রাসা ছুটি দিয়ে জনসভা করা নিয়ে প্রশ্ন উঠছে ৷ এনিয়ে বিরোধীদের অভিযোগ, খোদ রাজ্যের আইনমন্ত্রী কীভাবে এহেন কাজ করতে পারেন ? বিজেপির জেলা যুব মোর্চার সভাপতি সব্যসাচী রায় বলেন, "আইন ভাঙায় ওস্তাদ তৃণমূল ৷ কীভাবে মাদ্রাসা ছুটি দিয়ে রাজ্যের আইনমন্ত্রী সভা করেন ? এই প্রশ্ন তুলে আমরা নির্বাচন কমিশনকে চিঠি দিচ্ছি আজই ৷"

আরও পড়ুন:

  1. এপিক কার্ড না থাকলেও দেওয়া যাবে ভোট: কমিশন
  2. ঘরেও চাপে স্বপন, বিজেপি প্রার্থীর বিরুদ্ধে কমিশনে নালিশ দলেরই 2 কর্মীর
  3. লোকসভায় তৃণমূলের অস্ত্র বর্ধিত লক্ষ্মীর ভাণ্ডার, শুভেচ্ছাপত্র নিয়ে দুয়ারে পৌঁছবে শাসকদল
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.