ETV Bharat / state

'ঘরবাড়ি জ্বালিয়ে দিচ্ছে, আওয়ামী লীগের কর্মীদের মারছে', বাংলাদেশ থেকে ফিরলেন জীবন - Bangladesh Unrest - BANGLADESH UNREST

Indian Nationals Return from Bangladesh: কোটা নিয়ে ছাত্র আন্দোলন যখন কিছুটা স্তিমিত হয়, তখন বাংলাদেশে আত্মীয়ের বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলেন শিলিগুড়ির বাসিন্দা ৷ স্বপ্নেও ভাবেননি গিয়ে এমন পরিস্থিতির মুখোমুখি হবেন ৷ প্রাণের ঝুঁকি নিয়ে বাড়ি ফিরলেন তিনি ও তাঁর পরিবারের অন্যরা ৷ রইল সেই অভিজ্ঞতা ৷

Bangladesh Violence
শিলিগুড়ির বাড়িতে জীবন ভৌমিক (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 9, 2024, 6:18 PM IST

রায়গঞ্জ, 9 অগস্ট: উদ্বেগ ও আতঙ্ক সঙ্গে নিয়ে বাংলাদেশ থেকে এপারে ঘরে ফিরলেন 6 জন ভারতীয় ৷ প্রতিবেশী দেশের অশান্ত পরিস্থিতিতে এদেশেও অনেকে দুশ্চিন্তায় ছিলেন ৷ কারণ রাজ্যে বহু মানুষের আত্মীয় ওপারে থাকে ৷ এর মধ্যে বৃহস্পতিবার 8 অগস্ট সপরিবার শিলিগুড়িতে বাড়ি ফিরে আসেন জীবন ভৌমিক ৷

বাংলাদেশ থেকে ফিরে এসে সেই অভিজ্ঞতার কথা বললেন জীবন ভৌমিক (ইটিভি ভারত)

তিনি শিলিগুড়ির হাইদারপাড়ার বাসিন্দা ৷ 29 জুলাই জীবন ভৌমিক তাঁর স্ত্রী রানি ভৌমিক, ছেলে রঞ্জন ভৌমিক, মেয়ে প্রিয়াঙ্কা ভৌমিক ঘোষ, জামাই রায়গঞ্জের বাসিন্দা চন্দন ঘোষ, নাতনি অনিন্দিতা ঘোষকে নিয়ে বাংলাদেশে এক আত্মীয়ের বিয়েতে গিয়েছিলেন ৷ বাংলাদেশের সিরাজগঞ্জের কাজিপুর থানার সোনামুখি হাটের তাঁদের আমন্ত্রণ ছিল ৷

বাংলাদেশে আমন্ত্রণ প্রসঙ্গে জীবন ভৌমিক বলেন, "বিয়েবাড়িতে আনন্দ তেমন হয়নি ৷ তার মধ্যে নিরানন্দ শুরু হয়ে গিয়েছিল ৷ যাওয়ার পরে যে এরকম অবস্থা হবে, তা স্বপ্নেও কল্পনা করতে পারিনি ৷ বিয়েবাড়িতে যেরকম লোকজন হওয়ার কথা ছিল, তেমনটা হয়নি ৷ আশপাশের লোকজনেরাই এসেছিল ৷ বাইরে থেকে কেউ আসতে পারেনি ৷ মারামারি, বাড়িঘর জ্বালানোর মধ্যে আর বিশেষ কেউ আসেনি ৷"

আত্মীয়ের বাড়ি থেকে ফিরে এলেও তাঁদের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না, জানালেন জীবন ভৌমিক ৷ তিনি বলেন, "সম্ভবত এখনও নেট সংযোগ বন্ধ রয়েছে ৷" নিজের চোখে চারিদিকে আগুন জ্বলতে দেখেছেন তিনি ৷ আওয়ামী লীগের পার্টি অফিস ভাঙচুরের সাক্ষী থেকেছেন ৷ দেখেছেন মৃতদেহ পড়ে থাকতে দেখেছেন ৷ এই প্রসঙ্গে তিনি বলেন, "আওয়ামী লীগের পার্টি অফিসে ঢুকে তিন জন আওয়ামী লীগ কর্মী, একজন সাংবাদিককে মারধর করা হচ্ছিল ৷ তাঁদের হঠাৎ চারদিক থেকে ঘিরে লাঠি দিয়ে মারচ্ছিল ৷ পরে পার্টি অফিসে গিয়ে দেখি তাঁরা ওই ঘরের মধ্যে মরে পড়ে রয়েছে ৷"

এই দৃশ্য দেখে স্বভাবতই আঁতকে উঠেছিলেন জীবন ভৌমিক ৷ তাঁর কথায়, "ওই বীভৎস দৃশ্য দেখার পর আরও মনে হচ্ছিল, কবে বাংলাদেশ থেকে ভারতে ফিরতে পারব ৷ এরপর খবর নিয়ে অপেক্ষা করছিলাম, কীভাবে এখানে ফেরা যায় ৷ খুব ঝুঁকি নিয়েই চলে এলাম ৷ এখন ভালো লাগছে ৷ কিন্তু ওখানে যাঁরা আছে, তাঁদের জন্য খারাপ লাগছে ৷ আমার ভাই ও অন্যদের জন্য চিন্তা হচ্ছে ৷ যোগাযোগ করার চেষ্টা করছি ৷ কিন্তু হচ্ছে না ৷"

সোমবার, 5 অগস্ট সকাল থেকে উত্তাল হয়ে ওঠে বাংলাদেশ ৷ উদ্বেগেজনক খবরাখবর কানে আসতেই এপারে জীবন ভৌমিকের পরিবারে দুশ্চিন্তা আরও বাড়তে থাকে ৷ এখন তাঁরা ফিরতেই পরিবারে স্বস্তি এসেছে ৷ আত্মীয়স্বজনরা তাঁদের সঙ্গে দেখা করতে আসছেন ৷ তার এক আত্মীয় সহদেব ধর জানান, এতদিন খুব দুশ্চিন্তা হচ্ছিল ৷ বাংলাদেশ আবার শান্ত হলে সেখানে যেতে পারেন, জানালেন জীবন ভৌমিক ৷

রায়গঞ্জ, 9 অগস্ট: উদ্বেগ ও আতঙ্ক সঙ্গে নিয়ে বাংলাদেশ থেকে এপারে ঘরে ফিরলেন 6 জন ভারতীয় ৷ প্রতিবেশী দেশের অশান্ত পরিস্থিতিতে এদেশেও অনেকে দুশ্চিন্তায় ছিলেন ৷ কারণ রাজ্যে বহু মানুষের আত্মীয় ওপারে থাকে ৷ এর মধ্যে বৃহস্পতিবার 8 অগস্ট সপরিবার শিলিগুড়িতে বাড়ি ফিরে আসেন জীবন ভৌমিক ৷

বাংলাদেশ থেকে ফিরে এসে সেই অভিজ্ঞতার কথা বললেন জীবন ভৌমিক (ইটিভি ভারত)

তিনি শিলিগুড়ির হাইদারপাড়ার বাসিন্দা ৷ 29 জুলাই জীবন ভৌমিক তাঁর স্ত্রী রানি ভৌমিক, ছেলে রঞ্জন ভৌমিক, মেয়ে প্রিয়াঙ্কা ভৌমিক ঘোষ, জামাই রায়গঞ্জের বাসিন্দা চন্দন ঘোষ, নাতনি অনিন্দিতা ঘোষকে নিয়ে বাংলাদেশে এক আত্মীয়ের বিয়েতে গিয়েছিলেন ৷ বাংলাদেশের সিরাজগঞ্জের কাজিপুর থানার সোনামুখি হাটের তাঁদের আমন্ত্রণ ছিল ৷

বাংলাদেশে আমন্ত্রণ প্রসঙ্গে জীবন ভৌমিক বলেন, "বিয়েবাড়িতে আনন্দ তেমন হয়নি ৷ তার মধ্যে নিরানন্দ শুরু হয়ে গিয়েছিল ৷ যাওয়ার পরে যে এরকম অবস্থা হবে, তা স্বপ্নেও কল্পনা করতে পারিনি ৷ বিয়েবাড়িতে যেরকম লোকজন হওয়ার কথা ছিল, তেমনটা হয়নি ৷ আশপাশের লোকজনেরাই এসেছিল ৷ বাইরে থেকে কেউ আসতে পারেনি ৷ মারামারি, বাড়িঘর জ্বালানোর মধ্যে আর বিশেষ কেউ আসেনি ৷"

আত্মীয়ের বাড়ি থেকে ফিরে এলেও তাঁদের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না, জানালেন জীবন ভৌমিক ৷ তিনি বলেন, "সম্ভবত এখনও নেট সংযোগ বন্ধ রয়েছে ৷" নিজের চোখে চারিদিকে আগুন জ্বলতে দেখেছেন তিনি ৷ আওয়ামী লীগের পার্টি অফিস ভাঙচুরের সাক্ষী থেকেছেন ৷ দেখেছেন মৃতদেহ পড়ে থাকতে দেখেছেন ৷ এই প্রসঙ্গে তিনি বলেন, "আওয়ামী লীগের পার্টি অফিসে ঢুকে তিন জন আওয়ামী লীগ কর্মী, একজন সাংবাদিককে মারধর করা হচ্ছিল ৷ তাঁদের হঠাৎ চারদিক থেকে ঘিরে লাঠি দিয়ে মারচ্ছিল ৷ পরে পার্টি অফিসে গিয়ে দেখি তাঁরা ওই ঘরের মধ্যে মরে পড়ে রয়েছে ৷"

এই দৃশ্য দেখে স্বভাবতই আঁতকে উঠেছিলেন জীবন ভৌমিক ৷ তাঁর কথায়, "ওই বীভৎস দৃশ্য দেখার পর আরও মনে হচ্ছিল, কবে বাংলাদেশ থেকে ভারতে ফিরতে পারব ৷ এরপর খবর নিয়ে অপেক্ষা করছিলাম, কীভাবে এখানে ফেরা যায় ৷ খুব ঝুঁকি নিয়েই চলে এলাম ৷ এখন ভালো লাগছে ৷ কিন্তু ওখানে যাঁরা আছে, তাঁদের জন্য খারাপ লাগছে ৷ আমার ভাই ও অন্যদের জন্য চিন্তা হচ্ছে ৷ যোগাযোগ করার চেষ্টা করছি ৷ কিন্তু হচ্ছে না ৷"

সোমবার, 5 অগস্ট সকাল থেকে উত্তাল হয়ে ওঠে বাংলাদেশ ৷ উদ্বেগেজনক খবরাখবর কানে আসতেই এপারে জীবন ভৌমিকের পরিবারে দুশ্চিন্তা আরও বাড়তে থাকে ৷ এখন তাঁরা ফিরতেই পরিবারে স্বস্তি এসেছে ৷ আত্মীয়স্বজনরা তাঁদের সঙ্গে দেখা করতে আসছেন ৷ তার এক আত্মীয় সহদেব ধর জানান, এতদিন খুব দুশ্চিন্তা হচ্ছিল ৷ বাংলাদেশ আবার শান্ত হলে সেখানে যেতে পারেন, জানালেন জীবন ভৌমিক ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.