আলিপুরদুয়ার, 29 মে: পাহাড়ি নদীর হড়পা বান গাড়ি সমেত ভাসিয়ে নিয়ে গেল পঞ্চায়েত সমিতির সভাপতিকে । কোনও ক্রমে চার ঘণ্টা নদীর পাশে থাকা ঝোপ জঙ্গল ধরে প্রাণে বাঁচলেন সভাপতি আশা বোমজান । মঙ্গলবার রাতে ব্যাপক ঝড়বৃষ্টির জেরে মাদারিহাট থেকে ভারত ভূটান সীমান্ত টোটোপাড়ার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে । হান্টাপাড়া এলাকায় হড়পা বানে সেখানকার সড়ক ধসে গিয়েছে ৷ পাহাড়ি ঝোড়ার জলের প্রবল স্রোতে ভেঙে গিয়েছে সড়কের প্রায় 20 মিটার অংশ ৷ বর্তমানে মাদারিহাট থেকে টোটোপাড়া, বল্লালগুড়ির যোগাযোগ পুরোপুরি বন্ধ ।
মঙ্গলবার রাত থেকে লাগাতার বৃষ্টির জেরে মাদারিহাট থেকে টোটোপাড়া যাওয়ার পথে দয়ামাড়া নদীতে হড়পা বানের কবলে পড়েন মাদারিহাট বীরপাড়ার পঞ্চায়েত সমিতির সভাপতি আশা এস বোমজান । প্রায় ঘণ্টাচারেক হড়পা বানের ফলে নদীর পাড়ে আটকে পড়েন গাড়ির চালক ও তিনি । অবশেষে জল কমে গেলে ভোর চারটেয় সেখান থেকে বাড়ি ফেরেন পঞ্চায়েত সমিতির সভাপতি ।
বিষয়টি নিয়ে সভাপতি বোমজান বলেন, "অফিসের একটি মিটিং সেরে রাতে মাদারিহাট থেকে টোটোপাড়ার বাড়ি ফিরছিলাম । দয়ামাড়া এসে পৌঁছনোর সময় নদীতে জল বেড়ে যায় । আমাদের গাড়ি হড়পা বানের কবলে পড়ে । নদীতে বড় বড় গাছ, পাথর ভাসিয়ে নিয়ে যাচ্ছে ৷ গাড়িতে কিছুক্ষণ বসে থাকি ৷ পরবর্তীতে আমি আর আমার গাড়ির চালক প্রাণ বাঁচাতে গাড়ি থেকে নেমে পড়ি । জলের স্রোত আমাদের প্রায় 80 মিটার ভাসিয়ে নিয়ে যায় ৷ অনেক কষ্টে প্রাণে বাঁচি । চারপাশে জঙ্গল । আর ওই জঙ্গলে আমি আর আমার চালক প্রায় চার ঘণ্টা দাঁড়িয়ে থাকি ৷ এরপর ভোর চারটে নাগাদ ঘর ফিরি ।