ETV Bharat / state

ফের বহিরাগত আক্রমণে আতঙ্ক যাদবপুর বিশ্ববিদ্যালয়ে, জরুরি বৈঠকে কর্তারা

ফের বহিরাগত আক্রমণে আতঙ্ক ছড়াল যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ৷ এই নিয়ে জরুরি বৈঠক ডাকা হচ্ছে ৷ এছাড়াও ফের জারি হয়েছে এই সংক্রান্ত নির্দেশিকা ৷

ETV BHARAT
ফের বহিরাগত আক্রমণে আতঙ্ক যাদবপুর বিশ্ববিদ্যালয়ে (ফাইল চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 6, 2024, 3:29 PM IST

কলকাতা, 6 নভেম্বর: ফের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বহিরাগত হামলার অভিযোগ । সোমবার রাতে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে বহিরাগতদের হাতে আক্রান্ত হলেন তিনজন নিরাপত্তারক্ষী । এই ঘটনায় ইতিমধ্যেই যাদবপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে । অন্যদিকে, বিশ্ববিদ্যালয়ের তরফে বহিরাগতদের প্রবেশ নিয়ে বিজ্ঞপ্তিটি আবারও প্রকাশ করা হয়েছে । এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে ছাত্র ও শিক্ষক-সহ সবার মধ্যে ৷

জানা গিয়েছে, সোমবার রাতে একদল বহিরাগত মোটরবাইকে চড়ে বিশ্ববিদ্যালয়ের ভিতর প্রবেশ করেন । নিরাপত্তা রক্ষী স্বপন অধিকারী বলেন, "ওই সময় বাবলু ঘোড়ুই নামে একজন দায়িত্বে ছিলেন । বিশ্ববিদ্যালয়ের ভিতরে 15 কিলোমিটারের বেশি গতিবেগ বাড়ানো নিষিদ্ধ । একটা মোটরবাইক প্রায় 70 কিলোমিটার বেগে আসছিল । সেই মোটরবাইককে আটকানোর চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি । কিছুটা দূরে সেই মোটরবাইকটি নিজেই থামান চালক । তারপর তিনি বাবলু ঘোড়ুইয়ের উপর চড়াও হন । অন্য একজন নিরাপত্তা রক্ষী আমাদের খবর দেন । আমরাও সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে যাই ৷ তখন আমাদেরকেও আক্রমণ করা হয় ।" এই ঘটনায় প্রায় তিনজন নিরাপত্তা রক্ষী আক্রান্ত হয়েছেন ।

পরের দিন সকালেই বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বিষয়টি উপাচার্যের নজরে আনেন । রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসু বলেন, "অনেক সময় স্টাফদের যে কোয়ার্টার সেখানে তাঁদের আত্মীয়-স্বজনরা আসেন । তাঁরাই এ ধরনের ঘটনা ঘটিয়ে থাকেন । বিষয়টা আমরা খতিয়ে দেখব ।" তবে এই ঘটনার পরেই ফের জারি করা হয়েছে বহিরাগত প্রবেশ নিয়ে নির্দেশিকা, যা 2018 সালে জারি করা হয়েছিল । গতবছর ব়্যাগিংয়ের ঘটনার পরও এটি জারি করা হয় ৷

ওই নির্দেশিকায় বলা হয়েছে, কর্তৃপক্ষের দেওয়া বৈধ পরিচয় পত্র না থাকলে রাত আটটা থেকে সকাল সাতটা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ভিতর কেউ প্রবেশ করতে পারবেন না । পড়ুয়াদেরও সেই বৈধ পরিচয়পত্রও দেখাতে হবে । এছাড়াও প্রত্যেকটি গেটের রেজিস্টারের একটি খাতা থাকবে । যেখানে কে, কেন, কার সঙ্গে এবং কখন দেখা করতে যাচ্ছেন, তার সমস্ত তথ্য লেখা থাকবে । যে কোনও গাড়ি ঢোকার সময় সেখানে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দেওয়া বৈধ স্টিকার থাকবে । যদি স্টিকার না-থাকে, সে ক্ষেত্রে ওই রেজিস্টারে তা লিখে রাখতে হবে ৷ তবে এই সমস্ত নির্দেশিকা ছাড়াও জরুরি ভিত্তিতে একটি বৈঠক ডাকা হবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে । সেখানেই এই ধরনের ঘটনা নিয়ে কথা হবে বলে বিশ্ববিদ্যালয় সূত্রে খবর ।

কলকাতা, 6 নভেম্বর: ফের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বহিরাগত হামলার অভিযোগ । সোমবার রাতে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে বহিরাগতদের হাতে আক্রান্ত হলেন তিনজন নিরাপত্তারক্ষী । এই ঘটনায় ইতিমধ্যেই যাদবপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে । অন্যদিকে, বিশ্ববিদ্যালয়ের তরফে বহিরাগতদের প্রবেশ নিয়ে বিজ্ঞপ্তিটি আবারও প্রকাশ করা হয়েছে । এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে ছাত্র ও শিক্ষক-সহ সবার মধ্যে ৷

জানা গিয়েছে, সোমবার রাতে একদল বহিরাগত মোটরবাইকে চড়ে বিশ্ববিদ্যালয়ের ভিতর প্রবেশ করেন । নিরাপত্তা রক্ষী স্বপন অধিকারী বলেন, "ওই সময় বাবলু ঘোড়ুই নামে একজন দায়িত্বে ছিলেন । বিশ্ববিদ্যালয়ের ভিতরে 15 কিলোমিটারের বেশি গতিবেগ বাড়ানো নিষিদ্ধ । একটা মোটরবাইক প্রায় 70 কিলোমিটার বেগে আসছিল । সেই মোটরবাইককে আটকানোর চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি । কিছুটা দূরে সেই মোটরবাইকটি নিজেই থামান চালক । তারপর তিনি বাবলু ঘোড়ুইয়ের উপর চড়াও হন । অন্য একজন নিরাপত্তা রক্ষী আমাদের খবর দেন । আমরাও সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে যাই ৷ তখন আমাদেরকেও আক্রমণ করা হয় ।" এই ঘটনায় প্রায় তিনজন নিরাপত্তা রক্ষী আক্রান্ত হয়েছেন ।

পরের দিন সকালেই বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বিষয়টি উপাচার্যের নজরে আনেন । রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসু বলেন, "অনেক সময় স্টাফদের যে কোয়ার্টার সেখানে তাঁদের আত্মীয়-স্বজনরা আসেন । তাঁরাই এ ধরনের ঘটনা ঘটিয়ে থাকেন । বিষয়টা আমরা খতিয়ে দেখব ।" তবে এই ঘটনার পরেই ফের জারি করা হয়েছে বহিরাগত প্রবেশ নিয়ে নির্দেশিকা, যা 2018 সালে জারি করা হয়েছিল । গতবছর ব়্যাগিংয়ের ঘটনার পরও এটি জারি করা হয় ৷

ওই নির্দেশিকায় বলা হয়েছে, কর্তৃপক্ষের দেওয়া বৈধ পরিচয় পত্র না থাকলে রাত আটটা থেকে সকাল সাতটা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ভিতর কেউ প্রবেশ করতে পারবেন না । পড়ুয়াদেরও সেই বৈধ পরিচয়পত্রও দেখাতে হবে । এছাড়াও প্রত্যেকটি গেটের রেজিস্টারের একটি খাতা থাকবে । যেখানে কে, কেন, কার সঙ্গে এবং কখন দেখা করতে যাচ্ছেন, তার সমস্ত তথ্য লেখা থাকবে । যে কোনও গাড়ি ঢোকার সময় সেখানে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দেওয়া বৈধ স্টিকার থাকবে । যদি স্টিকার না-থাকে, সে ক্ষেত্রে ওই রেজিস্টারে তা লিখে রাখতে হবে ৷ তবে এই সমস্ত নির্দেশিকা ছাড়াও জরুরি ভিত্তিতে একটি বৈঠক ডাকা হবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে । সেখানেই এই ধরনের ঘটনা নিয়ে কথা হবে বলে বিশ্ববিদ্যালয় সূত্রে খবর ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.