কলকাতা, 30 জুলাই: সম্প্রতি একাধিক ট্রেন দুর্ঘটনায় চূড়ান্ত অস্বস্তিতে মোদি সরকার ৷ এই ইস্যু হাতছাড়া করতে রাজি নয় বিরোধী শিবির। তৃণমূল থেকে শুরু করে কংগ্রেস-সহ একাধিক বিরোধী দল কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করেছে ৷
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে নিশানা করে এক্স হ্যান্ডেলে লেখেন, "আবারও রেল দুর্ঘটনা। চক্রধরপুর ডিভিশনে হাওড়া-মুম্বই মেলের দুর্ঘটনায় বেশ কয়েকজনের প্রাণ গিয়েছে। অনেকে আহতও হয়েছেন। প্রায় প্রতি সপ্তাহে রেলে দুর্ঘটনা ঘটছে। আহত এবং নিহতদের মিছিল দেখছে রেল পথ। আমরা আর কতদিন এসব সহ্য করব? এটাই কি সরকার পরিচালনের উদাহারণ। "
Another disastrous rail accident! Howrah- Mumbai mail derails in Chakradharpur division in Jharkhand today early morning, multiple deaths and huge number of injuries are the tragic consequences.
— Mamata Banerjee (@MamataOfficial) July 30, 2024
I seriously ask: is this governance? This series of nightmares almost every week,…
দুর্ঘটনায় কেন্দ্রীয় সরকারকে কটাক্ষ করেছে কংগ্রেস। দলের এক্স হ্যান্ডেলে করা একটি পোস্টে দাবি করা হয়েছে, শুধুমাত্র জুন এবং জুলাই মাসে রেল দুর্ঘটনায় 21 জনের মৃত্যু হয়েছে । 100রও বেশি মানুষ আহত হয়েছেন। রেলের সামগ্রিক পরিকাঠামের অভাবের জন্য এত মানুষের মৃত্যু হল। তবু কেউ দায়িত্ব নিলেন না। রেলমন্ত্রী ঘটনার দায় নেন না, আর প্রধানমন্ত্রী নিজের দুনিয়া নিয়ে ব্যস্ত। এখান থেকেই এই সরকারের মনোভাব স্পষ্ট হয়।
मोदी सरकार, रेल मंत्रालय और रील मंत्री की गंभीरता को समझिए…👇🏼
— Congress (@INCIndia) July 30, 2024
• जून-जुलाई में हुए रेल हादसों में 21 लोगों की जान चली गई और 100 से ज़्यादा लोग घायल हुए।
खस्ता रेल व्यवस्था से देश में मौत का तांडव चल रहा है, लेकिन किसी की जवाबदेही तय नहीं हो रही।
रेल मंत्री का जिम्मेदारी से…
রেল দুর্ঘটনায় কেন্দ্রীয় সরকারকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের রাজ্যসভার সংসদ সাগরিকা ঘোষ। এক ভিডিও বার্তায় তিনি জানান, বারবার ট্রেন দুর্ঘটনা হচ্ছে । মানুষের প্রাণ যাচ্ছে । অথচ মোদি সরকারের ঘুম ভাঙছে না। সাংসদের আরও দাবি, দেশে এখন কোনও স্থায়ী রেলমন্ত্রী নেই। অশ্বিনী বৈষ্ণব যে সমস্ত রাজ্যে ভোট হচ্ছে, সেখানে বিজেপিকে জেতাতে ব্যস্ত। রেলের কাজকর্ম দেখার সময় তাঁর নেই। মোদি সরকার প্রচার করতেই ব্যস্ত দাবি করে সাগরিকা বলেন, "বিন্দুমাত্র নিরাপত্তার কথা চিন্তা না করে এই সরকার শুধুই নতুন ট্রেনের ঘোষণা করা এবং ছবি তোলায় ব্যস্ত থাকে।"
তৃণমূলের আরেক সাংসদ সুস্মিতা দেবের দাবি, রেল দুর্ঘটনাই এখন দস্তুর হয়ে দাঁড়িয়েছে। রেলমন্ত্রী বা সরকারের কাছে এই ধরনের ঘটনা কেন ঘটছে তার কোনও উত্তর নেই।
দুর্ঘটনায় কেন্দ্রীয় সরকারকে তীব্র কটাক্ষ করেছে ঝাড়খন্ড মুক্তি মোর্চা ৷ হেমন্ত সোরেনের দলের তরফে এক্স হ্যান্ডেলে নিশানা করা হয়েছে ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী বাবুলাল মারান্ডিকে। লেখা হয়েছে, "এই দুর্ঘটনার দায় সম্পূর্ণভাবে আপনার (প্রাক্তন মুখ্যমন্ত্রী) রেলমন্ত্রীর। তাঁকে রিলস না বানিয়ে কাজে মন দিতে অনুরোধ করুন। এই দুর্ঘটনা নেপথ্যে হেমন সোরেন বা ইন্ডিয়া শিবিরের কেউ নেই কথায় কথায় আমাদের ইডি সিবিআইয়ের ভয় দেখানো বন্ধ করুন।"
दिल्ली में बैठे भाजपा के बड़े-बड़े नेता और खुद रील (रेल) मंत्री क्यूँ देश में लगातार हो रही रेल दुर्घटनाओं पर मौन हैं?
— Jharkhand Mukti Morcha (@JmmJharkhand) July 30, 2024
कारण क्या है ??
ঠিক এক সপ্তাহ আগে কেন্দ্রীয় বাজেট পেশ হয়। তাতে রেল বা রেলের নিরাপত্তা নিয়ে শব্দ খরচ না-করায় বিরোধীদের তোপের মুখে পড়তে হয়েছিল কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনকে। রেলের বিভিন্ন প্রকল্পের বরাদ্দ নিয়েও প্রশ্ন তুলেছিলেন অনেকে । এবার দুর্ঘটনাকে হাতিয়ার করে কড়া আক্রমণ করল বিরোধী শিবির।