কলকাতা, 14 নভেম্বর: এ কী কাণ্ড ! আরজি কর হাসপাতালে ভেঙে পড়ল অপারেশন থিয়েটারের ছাদ ৷ ব্যাহত অস্ত্রোপচার পরিষেবা । ইতিমধ্যেই এই নিয়ে সরব হয়েছেন জুনিয়র চিকিৎসকদের একাংশ । এ দিনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় আবারও খবরের শিরোনামে উঠে এল আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল ।
হাসপাতালের তরফে জানা গিয়েছে, বৃহস্পতিবার হাসপাতালের ভিতরের অপারেশন থিয়েটারের ফলস সিলিং ভেঙে পড়ে । এটি মূলত ল্যাপরোস্কপির সার্জারি ঘর । আরজি কর হাসপাতালের ন্যায্যমূল্যে যে ওষুধের দোকান, ঠিক তার বিপরীতে রয়েছে এই সার্জারি বিভাগ । সেখানে আজ আচমকা এই বিপত্তি ঘটে । যদিও ওই সময় কোনও অস্ত্রপচার চলছিল না অল্পের জন্য রক্ষা পাওয়া গিয়েছে ।
জুনিয়র চিকিৎসকরা আন্দোলনের প্রথম থেকেই সরকারি হাসপাতালের পরিকাঠামো উন্নতির দাবি জানিয়ে এসেছিলেন । আরজি কর হাসপাতালে এই ঘটনা আরও একবার তাঁদের সেই দাবিকে জোরালো করছে ।
এ দিনের ঘটনা নিয়ে আরজি কর হাসপাতালের সার্জারি বিভাগের পিজিটি চিকিৎসক সংকেত দাস বলেন, "আমাদের সার্জারির জন্য চারটে ঘর আছে । সেখানে ল্যাপরোস্কপির জন্য এই ঘরটা ব্যবহার করা হয় ।
কিন্তু শেষ ছয় মাস এই ঘরটা ব্যবহার করা হচ্ছে না । কারণ, এই ঘরটার বেশ কিছু জায়গা ভেঙে গিয়েছিল । আমরা বলেছি, একাধিকবার ঘর মেরামতির জন্য, তা হয়নি । আজ সকালে যখন ঘরটা খোলা হয়, আমরা দেখি হুরমুড় করে বেশ কিছুটা অংশ ভেঙে পড়ল ।"
হাসপাতাল সূত্রে খবর, সকাল সাড়ে দশটার সময় আরজি কর হাসপাতালে সার্জারি বিভাগে এই ঘটনা ঘটে । যা নিয়ে ইতিমধ্যেই উত্তেজনা ছড়িয়েছে । চিকিৎসক সংকেত দাস আরও বলেন, "আজকে আমরা অল্পের জন্য বেঁচে গিয়েছি । কিন্তু একটা ঘরের সঙ্গে পাশের ঘরগুলোও তো যুক্ত রয়েছে । যদি কালকে পাশের ঘরটা ভেঙে পড়ে । তখন কী হবে ! আজ ওই ঘরে কোনও অপারেশন চলছিল না । কিন্তু যদি অন্য কোনও ঘরে এই ঘটনা ঘটে এবং সেখানে যদি অপারেশন চলে, তখন চিকিৎসক থেকে শুরু করে রোগী সকলের জীবন নিয়ে প্রশ্ন উঠবে । এর দায়টা কার?" এদিনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় জুনিয়র চিকিৎসকদের পাশাপাশি ভয় ধরেছে নার্সদের মনেও ।