ETV Bharat / state

গরমের ছুটির হাত ধরে স্কুলে স্কুলে ফিরছে অনলাইন ক্লাস - Online Class in Summer Vacation - ONLINE CLASS IN SUMMER VACATION

Summer Vacation in School: সোমবার থেকে সরকারি স্কুলগুলিতে গরমের ছুটি পড়ছে ৷ বেসরকারি বেশ কিছু স্কুল মে মাস থেকে গরমের ছুটি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ৷ তবে আবহাওয়ার অবনতি হলে দ্রুত ছুটি ঘোষণা করা হতে পারে বলে জানিয়েছে স্কুল কর্তৃপক্ষ ৷ সেক্ষেত্রে শুরু হবে অনলাইন ক্লাস ৷

Etv Bharat
গরমের ছুটিতে শুরু হতে চলেছে অনলাইন ক্লাস
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 19, 2024, 9:41 AM IST

কলকাতা, 19 এপ্রিল: প্রখর তাপে নাজেহাল দক্ষিণবঙ্গ । হাওয়া অফিসের তরফে জারি করা হয়েছে তাপপ্রবাহের সতর্কতা । প্রয়োজন ছাড়া রাস্তায় বেরোতে মানা করছেন চিকিৎসকরা । এর জেরেই রাজ্য সরকারের সমস্ত স্কুলে এগিয়ে আনা হয়েছে গরমের ছুটি । আগামী সোমবার থেকেই ছুটি পড়ছে রাজ্যের সমস্ত সরকারি স্কুলে। এই বিষয়ে শিক্ষা দফতর বৃহস্পতিবার বিজ্ঞপ্তি জারি করেছে । এর পাশাপাশিই বেসরকারি স্কুলগুলিকেও বিবেচনা করতে বলেছে শিক্ষা দফতর । যাতে তাঁরা ছুটি বা বিকল্প কোনও ব্যবস্থা নেয় । সেই কথা মতো বেশ কিছু স্কুল গরমের ছুটি দিলেও তাঁরা চালু করবে অনলাইন ক্লাস ।

এই বিষয়ে সেন্ট জুডস হাইস্কুলের প্রিন্সিপাল অদিতি রায় বলেন, "আমাদের ছুটির ক্যালেন্ডার ইতিমধ্যেই প্রকাশিত হয়ে গিয়েছে । গরমের ছুটি 13 মে থেকে শুরু হবে । এ বার সরকারি নির্দেশিকা প্রকাশিত হওয়ায় পড়ুয়াদের স্বার্থে ক্লাসের সময় পরিবর্তন করার বিষয়টি বিবেচনা করে দেখছে স্কুল কর্তৃপক্ষ । প্রয়োজনে অনলাইনেও ক্লাস করানো হবে ।"

অপরদিকে শ্রী শিক্ষায়তন স্কুলেই ইতিমধ্যেই পঞ্চম শ্রেণি পর্যন্ত শুরু হয়েছে সকালে স্কুল । তবে অবস্থার অবনতি হলে তাঁরাও হাঁটবেন অনলাইনের পথে । স্কুলের প্রিন্সিপাল সঙ্গীতা ট্যান্ডনের কথায়, "আমাদের 11 মে থেকে গরমের ছুটি শুরু হওয়ার কথা । যদি তার মধ্যে আবহাওয়ার আরও অবনতি হয় তাহলে স্কুল বন্ধ করে অনলাইন ক্লাস শুরু করব ।"

ন্যাশনাল হাইস্কুলের তরফে প্রিন্সিপল উমা ভেঙ্কটরমন জানিয়েছেন, অনলাইনে কিছু ক্লাসের পঠনপাঠন চলবে । বাকি ক্লাসের সময় বদলে দেওয়া হবে । তবে, 8 মে থেকে স্কুল ক্যালেন্ডার অনুযায়ী গরমের ছুটি শুরু হবে । অন্যদিকে সোমবার থেকেই বন্ধ হচ্ছে লা মার্টিন বয়েজ ও গার্লস । তবে স্কুল বন্ধ হলেও সমানতালে তাঁদের শুরু হবে অনলাইন ক্লাস ।

অন্যদিকে, সিলভার পয়েন্ট স্কুলের প্রধান শিক্ষিকা সুচরিতা রায় চৌধুরি বলেন, "আমাদের সব ক্লাসে এসি আছে । তাই আপাতত ক্লাস 2 পর্যন্ত ছুটি দেব । কিন্তু ওদের অনলাইন ক্লাস চলবে । তবে বৈঠকের পর উঁচু ক্লাসের সিদ্ধান্ত নেওয়া হবে ।" তেমনি ছুটি নিয়ে আলোচনায় জন্য বৈঠক ডাকা হয়েছে অভিনব ভারতী এবং ডিপিএস রুবি পার্কের মতো স্কুলেও ।

আরও পড়ুন :

  1. দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের সতর্কতা, বৃষ্টি কবে ? সুখবর নেই হাওয়া অফিসের কাছে
  2. মে মাসের শুরুতে মাধ্যমিকের ফল ! প্রস্তুত উচ্চ মাধ্যমিকও
  3. এগোল গরমের ছুটি, পরে প্রয়োজনে বাড়তি ক্লাস; বিজ্ঞপ্তি জারি শিক্ষা দফতরের

কলকাতা, 19 এপ্রিল: প্রখর তাপে নাজেহাল দক্ষিণবঙ্গ । হাওয়া অফিসের তরফে জারি করা হয়েছে তাপপ্রবাহের সতর্কতা । প্রয়োজন ছাড়া রাস্তায় বেরোতে মানা করছেন চিকিৎসকরা । এর জেরেই রাজ্য সরকারের সমস্ত স্কুলে এগিয়ে আনা হয়েছে গরমের ছুটি । আগামী সোমবার থেকেই ছুটি পড়ছে রাজ্যের সমস্ত সরকারি স্কুলে। এই বিষয়ে শিক্ষা দফতর বৃহস্পতিবার বিজ্ঞপ্তি জারি করেছে । এর পাশাপাশিই বেসরকারি স্কুলগুলিকেও বিবেচনা করতে বলেছে শিক্ষা দফতর । যাতে তাঁরা ছুটি বা বিকল্প কোনও ব্যবস্থা নেয় । সেই কথা মতো বেশ কিছু স্কুল গরমের ছুটি দিলেও তাঁরা চালু করবে অনলাইন ক্লাস ।

এই বিষয়ে সেন্ট জুডস হাইস্কুলের প্রিন্সিপাল অদিতি রায় বলেন, "আমাদের ছুটির ক্যালেন্ডার ইতিমধ্যেই প্রকাশিত হয়ে গিয়েছে । গরমের ছুটি 13 মে থেকে শুরু হবে । এ বার সরকারি নির্দেশিকা প্রকাশিত হওয়ায় পড়ুয়াদের স্বার্থে ক্লাসের সময় পরিবর্তন করার বিষয়টি বিবেচনা করে দেখছে স্কুল কর্তৃপক্ষ । প্রয়োজনে অনলাইনেও ক্লাস করানো হবে ।"

অপরদিকে শ্রী শিক্ষায়তন স্কুলেই ইতিমধ্যেই পঞ্চম শ্রেণি পর্যন্ত শুরু হয়েছে সকালে স্কুল । তবে অবস্থার অবনতি হলে তাঁরাও হাঁটবেন অনলাইনের পথে । স্কুলের প্রিন্সিপাল সঙ্গীতা ট্যান্ডনের কথায়, "আমাদের 11 মে থেকে গরমের ছুটি শুরু হওয়ার কথা । যদি তার মধ্যে আবহাওয়ার আরও অবনতি হয় তাহলে স্কুল বন্ধ করে অনলাইন ক্লাস শুরু করব ।"

ন্যাশনাল হাইস্কুলের তরফে প্রিন্সিপল উমা ভেঙ্কটরমন জানিয়েছেন, অনলাইনে কিছু ক্লাসের পঠনপাঠন চলবে । বাকি ক্লাসের সময় বদলে দেওয়া হবে । তবে, 8 মে থেকে স্কুল ক্যালেন্ডার অনুযায়ী গরমের ছুটি শুরু হবে । অন্যদিকে সোমবার থেকেই বন্ধ হচ্ছে লা মার্টিন বয়েজ ও গার্লস । তবে স্কুল বন্ধ হলেও সমানতালে তাঁদের শুরু হবে অনলাইন ক্লাস ।

অন্যদিকে, সিলভার পয়েন্ট স্কুলের প্রধান শিক্ষিকা সুচরিতা রায় চৌধুরি বলেন, "আমাদের সব ক্লাসে এসি আছে । তাই আপাতত ক্লাস 2 পর্যন্ত ছুটি দেব । কিন্তু ওদের অনলাইন ক্লাস চলবে । তবে বৈঠকের পর উঁচু ক্লাসের সিদ্ধান্ত নেওয়া হবে ।" তেমনি ছুটি নিয়ে আলোচনায় জন্য বৈঠক ডাকা হয়েছে অভিনব ভারতী এবং ডিপিএস রুবি পার্কের মতো স্কুলেও ।

আরও পড়ুন :

  1. দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের সতর্কতা, বৃষ্টি কবে ? সুখবর নেই হাওয়া অফিসের কাছে
  2. মে মাসের শুরুতে মাধ্যমিকের ফল ! প্রস্তুত উচ্চ মাধ্যমিকও
  3. এগোল গরমের ছুটি, পরে প্রয়োজনে বাড়তি ক্লাস; বিজ্ঞপ্তি জারি শিক্ষা দফতরের
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.