আসানসোল, 17 জুন: রানিগঞ্জে সোনার দোকানে ডাকাতির ঘটনায় আরও এক কুখ্যাত দুষ্কৃতীকে গ্রেফতার করল পুলিশ । রবিবার বিহারের ছাপড়া জেলার মানজি থানার মোবারকপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় ৷ ধৃতের নাম নগেন্দ্র যাদব । বিহার এসটিএফের সাহায্যে রানিগঞ্জ থানার পুলিশ তাকে গ্রেফতার করে । বিহারের মইনপুরের বাসিন্দা নগেন্দ্র ছাপড়া জেলায় পিসির বাড়িতে গা ঢাকা দিয়েছিল । পুলিশকে যথেষ্ট বেগ পেতে হয় তাকে গ্রেফতার করতে । সোমবার ওই দুষ্কৃতীকে বিহার থেকে এনে আসানসোল আদালতে পেশ করা হয় ।
গত রবিবার রানিগঞ্জের তারবাংলা এলাকায় একটি সোনার দোকানে ডাকাতি হয় । ডাকাতি রুখতে জামুড়িয়ার শ্রীপুর ফাঁড়ির আইসি মেঘনাদ মণ্ডল একা ডাকাতদলের সঙ্গে গুলির লড়াই চালিয়ে যান । তাঁর গুলির আঘাতেই জখম হন এই ডাকাতির মাস্টারমাইন্ড সোনু সিং । ডাকাতদলটি পালিয়ে গেলেও ঘটনার দিন রাতেই গিরিডি থেকে গ্রেফতার করা হয় সুরজ সিং নামে এক দুষ্কৃতীকে । এরপর ধানবাদে চিকিৎসা করাতে গিয়ে গ্রেফতার হয় মাস্টারমাইন্ড সোনু সিং । দু'জনকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করার পর পুলিশ অন্ডাল থেকে শশী মালি নামে আরও এক ব্যক্তিকে গ্রেফতার করে ।
রানিগঞ্জ কাণ্ডে শেষমেশ গ্রেফতার বিহারের 'মোস্ট ওয়ান্টেড' সোনু সিং
তদন্তে এই ডাকাতির ঘটনায় যুক্ত দুষ্কৃতী নগেন্দ্র যাদবের নাম পায় পুলিশ । পুলিশ আরও জানতে পারে নগেন্দ্রর বাড়ি বিহারের মইনপুর । আসানসোল-দুর্গাপুর পুলিশের গোয়েন্দা বিভাগ খোঁজ নিয়ে জানে নগেন্দ্র ছাপড়া জেলায় মানজি থানার মোবারকপুর গ্রামে পিসির বাড়িতে গা ঢাকা দিয়ে আছে । পুলিশের দল সাদা পোশাকে ওই এলাকায় ঘিঞ্জি জনবসতির মধ্যে নগেন্দ্রর খোঁজ চালাতে থাকে । বিহার এসটিএফও রানিগঞ্জ থানার পুলিশকে এই কাজে সহায়তা করে । এরপরে শনিবার রাতে নগেন্দ্রর পিসির বাড়িটি চিহ্নিত করে তার উপর নজরদারি চালাতে থাকে পুলিশ ।
রবিবার সকালে পাঁচিল ডিঙিয়ে নগেন্দ্র পালাতে গেলে পুলিশ তাকে ধরে ফেলে । সেখানে বসিয়েই তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ একটি ব্যাগ পায় । তাতে প্রচুর সোনার গয়না উদ্ধার হয়েছে । সোমবার আসানসোলে নিয়ে আসা হয় কুখ্যাত দুষ্কৃতী নগেন্দ্র যাদবকে । আসানসোল আদালতে তোলা হলে বিচারক ধৃতকে 11 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন ।
ধৃত এই তিনজন দুষ্কৃতীকে জিজ্ঞাসাবাদ করে ঘটনায় জড়িত বাকিদের খুব দ্রুত ধরে ফেলতে চাইছে পুলিশ । তার সঙ্গে ডাকাতি হওয়া সোনার গয়না অনেকটাই উদ্ধার হয়েছে । বাকি সোনার গয়নার উদ্দেশ্যেও তল্লাশি চালাবে পুলিশ ।
রানিগঞ্জ ডাকাতিকাণ্ডে বিহার যোগ, ঝাড়খণ্ড থেকে গ্রেফতার কুখ্যাত সূরজ সিং