ETV Bharat / state

শিশুকন্যা খুনে গণপিটুনিতে এক অভিযুক্তের মৃত্যুর পর আত্মসমর্পণ আরেকজনের

শুক্রবারের ঘটনায় এক অভিযুক্তকে পিটিয়ে মারার অভিযোগ উঠেছে স্থানীয়দের বিরুদ্ধে ৷ ঘটনাকে কেন্দ্র করে গতকাল উত্তপ্ত হয়ে ওঠে ফালাকাটার জটেশ্বর এলাকা ৷

GIRL CHILD MURDER CASE
ফালাকাটায় 5 বছরের শিশুকন্যাকে খুনের অভিযোগে গ্রেফতার 1 (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : 2 hours ago

আলিপুরদুয়ার, 2 নভেম্বর: ফালাকাটায় 5 বছরের শিশুকন্যাকে খুনের ঘটনায় গ্রেফতার আরও এক অভিযুক্ত ৷ শুক্রবার বাড়ির কাছে একটি পুকুর থেকে তার দেহ উদ্ধার হয় ৷ ঘটনায় মূল অভিযুক্ত মনা রায়ের গণপ্রহারে মৃত্যু হয়েছে ৷ এরপরেই পুলিশের কাছে গিয়ে আরেক অভিযুক্ত ভক্ত রায় (38) পুলিশের কাছে গিয়ে আত্মসমর্পণ করেন বলে জানা গিয়েছে ৷

এ নিয়ে আলিপুরদুয়ারের পুলিশ সুপার ওয়াই রঘুবংশী বলেন, "নাবালিকাকে খুনের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে ৷ নাবালিকার দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ৷ ঘটনার তদন্ত চলছে ৷’’

তিনি আরও বলেন, ‘‘গতকাল দুপুরে নিখোঁজ শিশুটির দেহ উদ্ধারের পরেই প্রতিবেশী মনা রায়কে ধরে ফেলে স্থানীয়রা ৷ তাঁকে গাছে বেঁধে মারধর করেন তাঁরা ৷ মারধরের জেরে ওই অভিযুক্তের মৃত্যু হয়েছে ৷" যদিও, কেউ-কেউ অভিযোগ করছেন, শিশুকন্যাকে মনা রায় এবং তাঁর সঙ্গী ভক্ত রায় গণধর্ষণ করেছেন ৷ যদিও, পুলিশের তরফে এ নিয়ে কোনও মন্তব্য করা হয়নি ৷

পুলিশ সূত্রে খবর, গতকাল বাড়ির সামনেই খেলছিল 5 বছরের শিশুকন্যাটি ৷ সেই সময় মাঠে চাষের কাজ করছিলেন, তার বাবা-মা ৷ বাড়িতে ফিরে মেয়েকে দেখতে না-পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন তাঁরা ৷ তখনই একটি পুকুরের ধার থেকে শিশুর দেহ উদ্ধার হয় ৷ কয়েকজন প্রতিবেশী জানান, তাঁরা মনা রায়ের সঙ্গে শিশুটিকে শেষবার দেখেছিলেন ৷ এরপরেই তাঁকে ধরে জিজ্ঞাসাবাদ শুরু করেন মৃত শিশুর পরিবারের সদস্যরা ৷ তাঁর কথায় অসঙ্গতি লক্ষ্য করায় স্থানীয়রা মনা রায়কে মারধর শুরু করেন ৷

স্থানীয়রা মনা রায় নামে ওই ব্যক্তিকে গাছের সঙ্গে বেঁধে মারধর করে বলে অভিযোগ ৷ খবর পেয়ে ফালাকাটা থানা ও জটেশ্বর ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় ৷ পুলিশকে ঘিরেও বিক্ষোভ দেখায় স্থানীয়রা ৷ আক্রান্ত হন জটেশ্বর ফাঁড়ির ওসি অসীম মজুমদারও ৷ পরে মনা রায়কে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে, চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন ৷ পুলিশ জানিয়েছে, সঙ্গীর মৃত্যুর পরেই ফালাকাটা থানায় গিয়ে আত্মসমর্পণ করেন ভক্ত রায় ৷ মৃত শিশুর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ৷

আলিপুরদুয়ার, 2 নভেম্বর: ফালাকাটায় 5 বছরের শিশুকন্যাকে খুনের ঘটনায় গ্রেফতার আরও এক অভিযুক্ত ৷ শুক্রবার বাড়ির কাছে একটি পুকুর থেকে তার দেহ উদ্ধার হয় ৷ ঘটনায় মূল অভিযুক্ত মনা রায়ের গণপ্রহারে মৃত্যু হয়েছে ৷ এরপরেই পুলিশের কাছে গিয়ে আরেক অভিযুক্ত ভক্ত রায় (38) পুলিশের কাছে গিয়ে আত্মসমর্পণ করেন বলে জানা গিয়েছে ৷

এ নিয়ে আলিপুরদুয়ারের পুলিশ সুপার ওয়াই রঘুবংশী বলেন, "নাবালিকাকে খুনের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে ৷ নাবালিকার দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ৷ ঘটনার তদন্ত চলছে ৷’’

তিনি আরও বলেন, ‘‘গতকাল দুপুরে নিখোঁজ শিশুটির দেহ উদ্ধারের পরেই প্রতিবেশী মনা রায়কে ধরে ফেলে স্থানীয়রা ৷ তাঁকে গাছে বেঁধে মারধর করেন তাঁরা ৷ মারধরের জেরে ওই অভিযুক্তের মৃত্যু হয়েছে ৷" যদিও, কেউ-কেউ অভিযোগ করছেন, শিশুকন্যাকে মনা রায় এবং তাঁর সঙ্গী ভক্ত রায় গণধর্ষণ করেছেন ৷ যদিও, পুলিশের তরফে এ নিয়ে কোনও মন্তব্য করা হয়নি ৷

পুলিশ সূত্রে খবর, গতকাল বাড়ির সামনেই খেলছিল 5 বছরের শিশুকন্যাটি ৷ সেই সময় মাঠে চাষের কাজ করছিলেন, তার বাবা-মা ৷ বাড়িতে ফিরে মেয়েকে দেখতে না-পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন তাঁরা ৷ তখনই একটি পুকুরের ধার থেকে শিশুর দেহ উদ্ধার হয় ৷ কয়েকজন প্রতিবেশী জানান, তাঁরা মনা রায়ের সঙ্গে শিশুটিকে শেষবার দেখেছিলেন ৷ এরপরেই তাঁকে ধরে জিজ্ঞাসাবাদ শুরু করেন মৃত শিশুর পরিবারের সদস্যরা ৷ তাঁর কথায় অসঙ্গতি লক্ষ্য করায় স্থানীয়রা মনা রায়কে মারধর শুরু করেন ৷

স্থানীয়রা মনা রায় নামে ওই ব্যক্তিকে গাছের সঙ্গে বেঁধে মারধর করে বলে অভিযোগ ৷ খবর পেয়ে ফালাকাটা থানা ও জটেশ্বর ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় ৷ পুলিশকে ঘিরেও বিক্ষোভ দেখায় স্থানীয়রা ৷ আক্রান্ত হন জটেশ্বর ফাঁড়ির ওসি অসীম মজুমদারও ৷ পরে মনা রায়কে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে, চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন ৷ পুলিশ জানিয়েছে, সঙ্গীর মৃত্যুর পরেই ফালাকাটা থানায় গিয়ে আত্মসমর্পণ করেন ভক্ত রায় ৷ মৃত শিশুর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.