ETV Bharat / state

অফিস টাইমে কলকাতায় চলন্ত বাসে আগুন আতঙ্ক - Fire in Mini Bus - FIRE IN MINI BUS

Fire in Mini Bus: সাতসকালে কলকাতায় মিনি বাস থেকে কালো ধোঁয়া বের হওয়ায় আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা ৷ কালো ধোঁয়ায় এলাকা ঢেকে যায় ৷ ঘটনাটি ঘটেছে সেন্ট্রাল অ্যাভিনিউয়ে মহাজাতি সদনের কাছে ৷

Fire in Mini Bus
বাস থেকে কালো ধোঁয়া বের হতে থাকে (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 25, 2024, 10:03 AM IST

Updated : Jul 25, 2024, 10:52 AM IST

কলকাতা, 25 জুলাই: সাতসকালে মহানগরে আগুন আতঙ্ক ৷ বিরাটি-বিবাদী বাগ রুটের একটি মিনি বাস থেকে কালো ধোঁয়া বের হতে থাকে ৷ তাতেই আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা ৷ তবে যাত্রীদের সকলকে নিরাপদে বাস থেকে নামানো হয় ৷

অফিস টাইমে কলকাতায় চলন্ত বাসে আগুন আতঙ্ক (ইটিভি ভারত)

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে সকাল 8:30 নাগাদ সেন্ট্রাল অ্যাভিনিউয়ের মহাজাতি সদনের কাছে ৷ সেখানে এসে বাসটি দাঁড়াতেই ধোঁয়া বের হতে দেখেন চালক । তড়িঘড়ি বাসে যে কয়েকজন যাত্রী ছিলেন তাঁদেরকে নামিয়ে দেন তিনি ৷ যত সময় গড়ায় ধোঁয়া ক্রমশ বেশি হতে থাকে । কালো ধোঁয়ায় এলাকা ঢেকে যায় ৷ খবর দেওয়া হয় দমকলে ৷ এরপর দমকলের একটি ইঞ্জিন এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ৷ ঘটনাস্থলে আসে জোড়াসাঁকো থানার পুলিশ ৷ যদিও এই ঘটনায় কেউ আহত বা হতাহত হয়নি ৷ জোড়াসাঁকো থানার পুলিশ ঘটনার তদন্তে নেমেছে । প্রাথমিকভাবে অনুমান, বিরাটি-বিবাদী বাগ রুটের মিনি বাসে যান্ত্রিক ত্রুটির কারণেই এই দুর্ঘটনা ঘটেছে ৷

তবে যেভাবে বাসের ধোঁয়া গোটা এলাকা ঢেকে নেয়, তাতে আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীদের পাশাপাশি অন্যান্য পথচারীরাও । কেউ কেউ দাঁড়িয়ে পড়েন রাস্তায় । মোবাইলে ওই মুহূর্ত বন্দি করতে থাকেন । তবে এক প্রত্যক্ষদর্শী জানান, "ওই মিনি বাসের চালকই প্রথম ধোঁয়া বের হওয়ার বিষয়টি লক্ষ্য করেন । তিনি তৎপরতা নিয়ে বাসটি দাঁড় করিয়ে দেন রাস্তায় । যে কয়েকজন যাত্রী ছিলেন বাসে তাঁদের নেমে যেতে বলেন । বাস খালি করে দমকলে খবর দেওয়া হয় । মহম্মদ আলি পার্কের কাছেই দমকল অফিস ৷ ফলে কিছুক্ষণের মধ্যেই দমকলের একটি ইঞ্জিনে এসে পৌঁছয় ঘটনাস্থলে । জল দিয়ে ধোঁয়া নিয়ন্ত্রণে আনা হয় । চালকের তৎপরতায় যাত্রীদের কোনও ক্ষতি হয়নি ৷"

কলকাতা, 25 জুলাই: সাতসকালে মহানগরে আগুন আতঙ্ক ৷ বিরাটি-বিবাদী বাগ রুটের একটি মিনি বাস থেকে কালো ধোঁয়া বের হতে থাকে ৷ তাতেই আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা ৷ তবে যাত্রীদের সকলকে নিরাপদে বাস থেকে নামানো হয় ৷

অফিস টাইমে কলকাতায় চলন্ত বাসে আগুন আতঙ্ক (ইটিভি ভারত)

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে সকাল 8:30 নাগাদ সেন্ট্রাল অ্যাভিনিউয়ের মহাজাতি সদনের কাছে ৷ সেখানে এসে বাসটি দাঁড়াতেই ধোঁয়া বের হতে দেখেন চালক । তড়িঘড়ি বাসে যে কয়েকজন যাত্রী ছিলেন তাঁদেরকে নামিয়ে দেন তিনি ৷ যত সময় গড়ায় ধোঁয়া ক্রমশ বেশি হতে থাকে । কালো ধোঁয়ায় এলাকা ঢেকে যায় ৷ খবর দেওয়া হয় দমকলে ৷ এরপর দমকলের একটি ইঞ্জিন এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ৷ ঘটনাস্থলে আসে জোড়াসাঁকো থানার পুলিশ ৷ যদিও এই ঘটনায় কেউ আহত বা হতাহত হয়নি ৷ জোড়াসাঁকো থানার পুলিশ ঘটনার তদন্তে নেমেছে । প্রাথমিকভাবে অনুমান, বিরাটি-বিবাদী বাগ রুটের মিনি বাসে যান্ত্রিক ত্রুটির কারণেই এই দুর্ঘটনা ঘটেছে ৷

তবে যেভাবে বাসের ধোঁয়া গোটা এলাকা ঢেকে নেয়, তাতে আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীদের পাশাপাশি অন্যান্য পথচারীরাও । কেউ কেউ দাঁড়িয়ে পড়েন রাস্তায় । মোবাইলে ওই মুহূর্ত বন্দি করতে থাকেন । তবে এক প্রত্যক্ষদর্শী জানান, "ওই মিনি বাসের চালকই প্রথম ধোঁয়া বের হওয়ার বিষয়টি লক্ষ্য করেন । তিনি তৎপরতা নিয়ে বাসটি দাঁড় করিয়ে দেন রাস্তায় । যে কয়েকজন যাত্রী ছিলেন বাসে তাঁদের নেমে যেতে বলেন । বাস খালি করে দমকলে খবর দেওয়া হয় । মহম্মদ আলি পার্কের কাছেই দমকল অফিস ৷ ফলে কিছুক্ষণের মধ্যেই দমকলের একটি ইঞ্জিনে এসে পৌঁছয় ঘটনাস্থলে । জল দিয়ে ধোঁয়া নিয়ন্ত্রণে আনা হয় । চালকের তৎপরতায় যাত্রীদের কোনও ক্ষতি হয়নি ৷"

Last Updated : Jul 25, 2024, 10:52 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.