কলকাতা, 11 জুলাই: রাজ্যে নিয়োগ দুর্নীতি মামলায় ফের তৎপর সিবিআই। নিয়োগ দুর্নীতি মামলায় ওএমআর শিট দুর্নীতিকাণ্ডে অভিযুক্ত দক্ষিণ কলকাতার এস বসু রায়ের সংস্থা ৷ সেই সংস্থার সার্ভার-সহ একাধিক ইলেকট্রনিক ডিভাইস ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠাতে চলেছে সিবিআইয়ের তদন্তকারী আধিকারিকরা।
চলতি সপ্তাহে বেশ কয়েকদিন ধরে সিবিআই আধিকারিক এবং সিবিআইয়ের সাইবার বিশেষজ্ঞরা তল্লাশি চালান। বৃহস্পতিবারই সংস্থার বেশ কিছু নথিপত্র বাজেয়াপ্ত করা হয় বলে জানা গিয়েছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, দক্ষিণ কলকাতার এই সংস্থার সার্ভার ও ইলেকট্রনিক ডিভাইস থেকে বেশ কিছু ডেটা নষ্টের ইঙ্গিত মিলেছে ৷ ইচ্ছা করেই গুরুত্বপূর্ণ তথ্য ও প্রমাণ নষ্ট করা হয়েছে ৷ প্রাথমিকভাবে এমনটাই অনুমান সিবিআইয়ের সাইবার বিশেষজ্ঞদের। ফলে এই বিষয়টি নিশ্চিত হতেই ফরেনসিক পরীক্ষার প্রয়োজন রয়েছে বলে দাবি করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই ৷
নিয়োগ দুর্নীতিকাণ্ডে দীর্ঘদিন ধরেই তদন্ত চলছে ৷ এই পরিস্থিকতিতে ডিলিট করে দেওয়া গুরুত্বপূর্ণ তথ্য পুনঃউদ্ধারের জন্য চেষ্টা চালাচ্ছেন সিবিআইয়ের সাইবার বিশেষজ্ঞরা । সিবিআই সূত্রের খবর, এখনও পর্যন্ত দুটি সার্ভার উদ্ধার করা হয়েছে। নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নেমে বেশ কয়েকজন রাজনৈতিক প্রভাবশালীদের গ্রেফতার করে সিবিআই। পরে জানা যায় এই ঘটনায় শুধু যে রাজনৈতিক ব্যক্তিত্বরা যুক্ত তা নয়, তদন্তে উঠে আসে একাধিক সরকারি আধিকারিকের নামও ৷ তদন্তকারীরা আরও জানতে পারেন যে, পরীক্ষা হয়েছিল ওএমআর শিটে ৷ কিন্তু উত্তর পত্র ফাঁকা থাকা সত্ত্বেও অনেকে চাকরি পেয়েছে ৷ সিবিআই-এর নজরে এই সংস্থা আসতেই তথ্যপ্রমাণ লোপাটের অভিযোগ উঠেছে সংস্থার পক্ষ থেকে ৷ ইতিমধ্যেই আদালতে তরফ থেকে বলা হয়, ওএমআর শিটে যে সকল তথ্য মিসিং আছে, সেই সকল তথ্য অবিলম্বে খুঁজে বার করতে হবে সিবিআইয়ের গোয়েন্দাদের।