ETV Bharat / state

সাইকেল চালিয়ে ন্যায় যাত্রায় প্রিয় নেতাকে অনুসরণ সত্তরোর্ধ্ব 'যুবকের' - Rahul Gandhi

Bharat Jodo Nyay Yatra: বয়স সত্তর পেরিয়ে গিয়েছে ৷ তাতে কী ৷ মনের জোরে সাইকেল চালিয়েই প্রিয় নেতাকে অনুসরণ করে চলেছেন ভারত জোড়ো ন্যায় যাত্রার পথে ৷ ইতিমধ্যেই 2 হাজার কিমিরও বেশি রাস্তা পেরিয়ে গিয়েছেন তিনি ৷

Etv Bharat
সাইকেল চালিয়ে ন্যায় যাত্রায় রাহুলকে অনুসরণ কংগ্রেস আদর্শে বিশ্বাসী বৃদ্ধের
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 30, 2024, 9:31 PM IST

সাইকেল চালিয়ে ন্যায় যাত্রায় রাহুলকে অনুসরণ বৃদ্ধের

মালদা, 30 জানুয়ারি: প্রিয় নেতার ন্যায় যাত্রায় অংশ নিয়ে নাগাল্যান্ড থেকে রাহুল গান্ধির সঙ্গে সঙ্গেই সাইকেল চালিয়ে যাচ্ছেন সত্তরোর্ধ্ব বৃদ্ধ ৷ ইতিমধ্যেই 2 হাজার কিলোমিটারেরও বেশি পথ সাইকেলে পার করেছেন তিনি ৷ নেতার সঙ্গে সাইকেল নিয়ে যাওয়ার ইচ্ছে মুম্বই পর্যন্ত ৷ শরীর যদি বাধা না-হয়ে দাঁড়ায়, তবে তিনি মুম্বইয়ে তাঁর নেতার সঙ্গেই নিজের সাইকেল যাত্রা শেষ করতে চান ৷ সাইকেল চালিয়ে সোমবার রাতে তিনি এসে পৌঁছেছেন মালদায় ৷ জেলা কংগ্রেস কার্যালয়ে রাত কাটিয়ে মঙ্গলবার তিনি গন্তব্যে এগিয়ে চলেছেন ৷ তাঁর এতবড় ভক্তের কথা কি জানা রয়েছে রাহুলের ?

বৃদ্ধের নাম প্রভাত দাস ৷ বাড়ি পূর্ব বর্ধমান জেলার কালনা থানার সিমলন গ্রামে ৷ ছোট থেকেই জাতীয় কংগ্রেসের মতাদর্শে বিশ্বাসী ৷ সাম্প্রতিক সময়ে দেশের পরিস্থিতি নাড়া দিয়েছিল তাঁকে ৷ সেই সময়ই রাহুল গান্ধি ভারত জোড়ো ন্যায় যাত্রার ডাক দেন ৷ নেতার ডাক উপেক্ষা করতে পারেননি সত্তরোর্ধ্ব এই 'যুবক' ৷ সিদ্ধান্ত নেন, সাইকেল নিয়ে নেতার রুট ধরে তিনিও ন্যায় যাত্রায় অংশ নেবেন ৷ যেমন ভাবা তেমন কাজ ৷ সাইকেলে বাক্স-প্যাঁটরা বেঁধে চাপ দিয়েছেন প্যাডেলে ৷ সেই প্যাডেল মুম্বইয়ের থামবে বলে জানিয়েছেন তিনি ৷

প্রভাতবাবুর কথায়, "রাহুল গান্ধির ন্যায় যাত্রায় অংশ নিতে গত 22 ডিসেম্বর বাড়ি থেকে রওনা দিয়েছি ৷ সাইকেল চালিয়ে প্রথমে ডিমাপুরে যাই ৷ পথে সাধারণ মানুষ আমার সাইকেলে লাগানো হাতের ঝান্ডাকে যেভাবে সমর্থন করেছে তাতে আমি আপ্লুত ৷ প্রতিটি মানুষ আমাকে সাদরে গ্রহণ করেছে ৷ আমার খাবার কিংবা থাকার ব্যবস্থা করেছে ৷ এর থেকেই বোঝা যাচ্ছে, মানুষ কংগ্রেসকে বার্তা দিচ্ছে ৷ কংগ্রেস যেমন দেশের স্বাধীনতা আন্দোলনে উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছিল, আজও দেশের এই দুর্দিনে কংগ্রেসকেই প্রয়োজন ৷"

সনিয়া-পুত্রের একনিষ্ঠ সমর্থক আরও বলেন, "ডিমাপুরে গিয়ে আমি জানতে পারি, আমাকে মণিপুরে ঢুকতে দেওয়া হবে না ৷ তাই পরদিন আমি অনেক কষ্ট করে নাগাল্যান্ডের কোহিমায় চলে যাই ৷ পার্টি অফিসে রাত কাটাই ৷ সেখানে মানুষের ভাষা, সংস্কৃতি না-বুঝলেও তারাও আমাকে বার্তা দিয়েছে, দেশে কংগ্রেসকেই প্রয়োজন ৷ সেখান থেকে রাহুলজির সঙ্গে সঙ্গে এখানে এসে পৌঁছেছি ৷ তবে তাঁরা গাড়িতে যাচ্ছেন বলে আমি সব জায়গায় তাঁদের সঙ্গে থাকতে পারছি না ৷ কিছু জায়গা বাদ দিয়ে আমাকে এগোতে হচ্ছে ৷ গতকাল রাতে মালদা পার্টি অফিসে রাত কাটিয়েছি ৷ আজ আমি মুর্শিদাবাদের দিকে যাচ্ছি ৷ আমি মুম্বই পর্যন্ত রাহুলজির সঙ্গে যেতে চাই ৷ এখনও পর্যন্ত প্রায় 2300 কিমি পথ সাইকেলে পেরিয়েছি ৷ আমার একটাই লক্ষ্য, ভারতবর্ষে ন্যায় প্রতিষ্ঠা করা ৷ ন্যায় প্রতিষ্ঠিত হলেই দেশের মানুষ সব পাবে ৷ ভারতবর্ষ উন্নত দেশ হিসাবে প্রতিষ্ঠিত হবে ৷ এটা আমার অনুমান নয়, বিশ্বাস ৷"

আরও পড়ুন :

  1. ভোটের মুখে কাছাকাছি বাম-কংগ্রেস, রাহুলের ন্যায় যাত্রায় শতরূপ-সোমনাথ-সেলিম-সুজন
  2. কোথাও বাধা পেলে সেখানে জনসংযোগ সারবেন রাহুল, জানাল মালদা জেলা কংগ্রেস
  3. বহরমপুরে রাত্রিবাসের জায়গা হল না রাহুলের, রাজ্যের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ কংগ্রেসের

সাইকেল চালিয়ে ন্যায় যাত্রায় রাহুলকে অনুসরণ বৃদ্ধের

মালদা, 30 জানুয়ারি: প্রিয় নেতার ন্যায় যাত্রায় অংশ নিয়ে নাগাল্যান্ড থেকে রাহুল গান্ধির সঙ্গে সঙ্গেই সাইকেল চালিয়ে যাচ্ছেন সত্তরোর্ধ্ব বৃদ্ধ ৷ ইতিমধ্যেই 2 হাজার কিলোমিটারেরও বেশি পথ সাইকেলে পার করেছেন তিনি ৷ নেতার সঙ্গে সাইকেল নিয়ে যাওয়ার ইচ্ছে মুম্বই পর্যন্ত ৷ শরীর যদি বাধা না-হয়ে দাঁড়ায়, তবে তিনি মুম্বইয়ে তাঁর নেতার সঙ্গেই নিজের সাইকেল যাত্রা শেষ করতে চান ৷ সাইকেল চালিয়ে সোমবার রাতে তিনি এসে পৌঁছেছেন মালদায় ৷ জেলা কংগ্রেস কার্যালয়ে রাত কাটিয়ে মঙ্গলবার তিনি গন্তব্যে এগিয়ে চলেছেন ৷ তাঁর এতবড় ভক্তের কথা কি জানা রয়েছে রাহুলের ?

বৃদ্ধের নাম প্রভাত দাস ৷ বাড়ি পূর্ব বর্ধমান জেলার কালনা থানার সিমলন গ্রামে ৷ ছোট থেকেই জাতীয় কংগ্রেসের মতাদর্শে বিশ্বাসী ৷ সাম্প্রতিক সময়ে দেশের পরিস্থিতি নাড়া দিয়েছিল তাঁকে ৷ সেই সময়ই রাহুল গান্ধি ভারত জোড়ো ন্যায় যাত্রার ডাক দেন ৷ নেতার ডাক উপেক্ষা করতে পারেননি সত্তরোর্ধ্ব এই 'যুবক' ৷ সিদ্ধান্ত নেন, সাইকেল নিয়ে নেতার রুট ধরে তিনিও ন্যায় যাত্রায় অংশ নেবেন ৷ যেমন ভাবা তেমন কাজ ৷ সাইকেলে বাক্স-প্যাঁটরা বেঁধে চাপ দিয়েছেন প্যাডেলে ৷ সেই প্যাডেল মুম্বইয়ের থামবে বলে জানিয়েছেন তিনি ৷

প্রভাতবাবুর কথায়, "রাহুল গান্ধির ন্যায় যাত্রায় অংশ নিতে গত 22 ডিসেম্বর বাড়ি থেকে রওনা দিয়েছি ৷ সাইকেল চালিয়ে প্রথমে ডিমাপুরে যাই ৷ পথে সাধারণ মানুষ আমার সাইকেলে লাগানো হাতের ঝান্ডাকে যেভাবে সমর্থন করেছে তাতে আমি আপ্লুত ৷ প্রতিটি মানুষ আমাকে সাদরে গ্রহণ করেছে ৷ আমার খাবার কিংবা থাকার ব্যবস্থা করেছে ৷ এর থেকেই বোঝা যাচ্ছে, মানুষ কংগ্রেসকে বার্তা দিচ্ছে ৷ কংগ্রেস যেমন দেশের স্বাধীনতা আন্দোলনে উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছিল, আজও দেশের এই দুর্দিনে কংগ্রেসকেই প্রয়োজন ৷"

সনিয়া-পুত্রের একনিষ্ঠ সমর্থক আরও বলেন, "ডিমাপুরে গিয়ে আমি জানতে পারি, আমাকে মণিপুরে ঢুকতে দেওয়া হবে না ৷ তাই পরদিন আমি অনেক কষ্ট করে নাগাল্যান্ডের কোহিমায় চলে যাই ৷ পার্টি অফিসে রাত কাটাই ৷ সেখানে মানুষের ভাষা, সংস্কৃতি না-বুঝলেও তারাও আমাকে বার্তা দিয়েছে, দেশে কংগ্রেসকেই প্রয়োজন ৷ সেখান থেকে রাহুলজির সঙ্গে সঙ্গে এখানে এসে পৌঁছেছি ৷ তবে তাঁরা গাড়িতে যাচ্ছেন বলে আমি সব জায়গায় তাঁদের সঙ্গে থাকতে পারছি না ৷ কিছু জায়গা বাদ দিয়ে আমাকে এগোতে হচ্ছে ৷ গতকাল রাতে মালদা পার্টি অফিসে রাত কাটিয়েছি ৷ আজ আমি মুর্শিদাবাদের দিকে যাচ্ছি ৷ আমি মুম্বই পর্যন্ত রাহুলজির সঙ্গে যেতে চাই ৷ এখনও পর্যন্ত প্রায় 2300 কিমি পথ সাইকেলে পেরিয়েছি ৷ আমার একটাই লক্ষ্য, ভারতবর্ষে ন্যায় প্রতিষ্ঠা করা ৷ ন্যায় প্রতিষ্ঠিত হলেই দেশের মানুষ সব পাবে ৷ ভারতবর্ষ উন্নত দেশ হিসাবে প্রতিষ্ঠিত হবে ৷ এটা আমার অনুমান নয়, বিশ্বাস ৷"

আরও পড়ুন :

  1. ভোটের মুখে কাছাকাছি বাম-কংগ্রেস, রাহুলের ন্যায় যাত্রায় শতরূপ-সোমনাথ-সেলিম-সুজন
  2. কোথাও বাধা পেলে সেখানে জনসংযোগ সারবেন রাহুল, জানাল মালদা জেলা কংগ্রেস
  3. বহরমপুরে রাত্রিবাসের জায়গা হল না রাহুলের, রাজ্যের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ কংগ্রেসের
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.