ETV Bharat / state

'অপরাজিতা' বিল পাশের মাঝেই শিশুকে যৌন নির্যাতন প্রৌঢ়ের - Child Sexual Harassment

Sexual Assault in Singur: বিধানসভায় মঙ্গলে পাশ হয়েছে 'অপরাজিতা ওম্যান অ্যান্ড চাইল্ড বিল 2024' ৷ আর সোমবার দুপুরে শিশুকে যৌন নির্যানতের অভিযোগ উঠল সিঙ্গুরে ৷ অভিযুক্ত এক প্রতিবেশী প্রৌঢ় ৷ সে পাঁচ বছরের ওই শিশুকে বাড়িতে ডেকে নিয়ে গিয়ে যৌন নির্যাতন করে, এমনটাই পরিবারের অভিযোগ ৷

Sexual assault in Singur
সিঙ্গুর থানা (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 3, 2024, 6:48 PM IST

Updated : Sep 3, 2024, 7:07 PM IST

সিঙ্গুর, 3 সেপ্টেম্বর: মুখ্যমন্ত্রী বিধানসভায় আরজি কর মেডিক্যাল কলেজের ডাক্তারি পড়ুয়ার সুবিচার চেয়ে আইন আনার কথা বলছেন। তার মাঝেই রাজ্যে ফের যৌন নির্যাতনের অভিযোগ উঠছে। হুগলির সিঙ্গুরে পাঁচ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ উঠল, এক প্রতিবেশী প্রৌঢ়ের বিরুদ্ধে। তাকে সিঙ্গুর থানার পুলিশ গ্রেফতার করেছে। শিশুর বাবার দাবি, অভিযুক্তকে কঠোর সাজার ব্যবস্থা করুক প্রশাসন।

শিশুকে যৌন নির্যাতন প্রৌঢ়ের, কী বলছেন আইনজীবী (ইটিভি ভারত)

পুলিশ ও পরিবার সূত্রে খবর, হুগলির সিঙ্গুরের বৈঁচিপোতায় বছর পাঁচেকের এক শিশু সোমবার দুপুরে বাড়ির সামনে খেলা করছিল। সেইসময় ওই প্রৌঢ় তাকে বাড়িতে ডেকে নিয়ে যায়। দরজা বন্ধ করে শিশুটিকে মারধর ও যৌন নির্যাতন করে বলে অভিযোগ। মেয়েটি কাঁদতে থাকলে শিশুকে ঘর থেকে বার করে দেয়। এরপরই শিশুটি সমস্ত কথা তার পরিবারকে জানায় ৷ তাঁরা ওই প্রৌঢ়ের বাড়িতে গেলে দরজা বন্ধ করে দেয়। বাধ্য হয়ে সুবিচারের আশায় সিঙ্গুর থানায় লিখিত অভিযোগ জানায় পরিবার। শিশুর পরিবার দাবি, অভিযুক্তকে কঠোর সাজার ব্যবস্থা করুক প্রশাসন।

বাংলার 'অপরাজিতা' বিলে ধর্ষণ-খুনে কী কী শাস্তি? জানতে পড়ুন...

সিঙ্গুর পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে। পকসো মামলা রুজু হয় ধৃতের বিরুদ্ধে। মঙ্গলবার চন্দননগর আদালতে তাকে পেশ করা হয়। যদিও অভিযুক্ত সমস্ত অভিযোগ অস্বীকার করেন। তার দাবি, স্ত্রী মেয়ের বাড়ি গিয়েছিল। সে বাড়িতে একাই ছিল। স্নান করে ঘরে ছিল, সেসময় শিশুটি ঘরে ঢুকে পড়ে। চুঁচুড়ার এক আইনজীবী স্বপন পাল বলেন, "আরজি কর মেডিক্যালে যা ঘটেছে তারপরও এমন! সিঙ্গুরে যেটা ঘটেছে সেটা অত্যন্ত নিন্দনীয়। এরাজ্যে একজন মুখ্যমন্ত্রী মহিলা, সেখানে মহিলারাই অত্যাচারিত হচ্ছে ৷ আমরা এর নিন্দা করছি ধিক্কার জানাচ্ছি।"

নাবালককে যৌন নির্যাতন প্রতিবেশী বন্ধুদের ! ধৃত তিন কিশোর

সিঙ্গুর, 3 সেপ্টেম্বর: মুখ্যমন্ত্রী বিধানসভায় আরজি কর মেডিক্যাল কলেজের ডাক্তারি পড়ুয়ার সুবিচার চেয়ে আইন আনার কথা বলছেন। তার মাঝেই রাজ্যে ফের যৌন নির্যাতনের অভিযোগ উঠছে। হুগলির সিঙ্গুরে পাঁচ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ উঠল, এক প্রতিবেশী প্রৌঢ়ের বিরুদ্ধে। তাকে সিঙ্গুর থানার পুলিশ গ্রেফতার করেছে। শিশুর বাবার দাবি, অভিযুক্তকে কঠোর সাজার ব্যবস্থা করুক প্রশাসন।

শিশুকে যৌন নির্যাতন প্রৌঢ়ের, কী বলছেন আইনজীবী (ইটিভি ভারত)

পুলিশ ও পরিবার সূত্রে খবর, হুগলির সিঙ্গুরের বৈঁচিপোতায় বছর পাঁচেকের এক শিশু সোমবার দুপুরে বাড়ির সামনে খেলা করছিল। সেইসময় ওই প্রৌঢ় তাকে বাড়িতে ডেকে নিয়ে যায়। দরজা বন্ধ করে শিশুটিকে মারধর ও যৌন নির্যাতন করে বলে অভিযোগ। মেয়েটি কাঁদতে থাকলে শিশুকে ঘর থেকে বার করে দেয়। এরপরই শিশুটি সমস্ত কথা তার পরিবারকে জানায় ৷ তাঁরা ওই প্রৌঢ়ের বাড়িতে গেলে দরজা বন্ধ করে দেয়। বাধ্য হয়ে সুবিচারের আশায় সিঙ্গুর থানায় লিখিত অভিযোগ জানায় পরিবার। শিশুর পরিবার দাবি, অভিযুক্তকে কঠোর সাজার ব্যবস্থা করুক প্রশাসন।

বাংলার 'অপরাজিতা' বিলে ধর্ষণ-খুনে কী কী শাস্তি? জানতে পড়ুন...

সিঙ্গুর পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে। পকসো মামলা রুজু হয় ধৃতের বিরুদ্ধে। মঙ্গলবার চন্দননগর আদালতে তাকে পেশ করা হয়। যদিও অভিযুক্ত সমস্ত অভিযোগ অস্বীকার করেন। তার দাবি, স্ত্রী মেয়ের বাড়ি গিয়েছিল। সে বাড়িতে একাই ছিল। স্নান করে ঘরে ছিল, সেসময় শিশুটি ঘরে ঢুকে পড়ে। চুঁচুড়ার এক আইনজীবী স্বপন পাল বলেন, "আরজি কর মেডিক্যালে যা ঘটেছে তারপরও এমন! সিঙ্গুরে যেটা ঘটেছে সেটা অত্যন্ত নিন্দনীয়। এরাজ্যে একজন মুখ্যমন্ত্রী মহিলা, সেখানে মহিলারাই অত্যাচারিত হচ্ছে ৷ আমরা এর নিন্দা করছি ধিক্কার জানাচ্ছি।"

নাবালককে যৌন নির্যাতন প্রতিবেশী বন্ধুদের ! ধৃত তিন কিশোর

Last Updated : Sep 3, 2024, 7:07 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.