ETV Bharat / state

মহম্মদ আলিপার্কের কাছে তেলের ট্যাঙ্কার উলটে ভয়াবহ আগুন, মৃত চালক - ভয়াবহ অগ্নিকাণ্ড

Fire in Kolkata: বুধবার সাতসকালে ভয়াবহ অগ্নিকাণ্ড মহম্মদ আলিপার্কে ৷ তেলের ট্যাঙ্কার উলটে দাউদাউ করে জ্বলল আগুন ৷ দুর্ঘটনাস্থলে তড়িঘড়ি পৌঁছয় দমকলের 10টি ইঞ্জিন ৷ তবে তার আগেই অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হল ট্যাঙ্কার চালকের ৷

মহম্মদ আলিপার্কে আগুন
Fire in Kolkata
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 28, 2024, 8:43 AM IST

Updated : Feb 28, 2024, 9:45 AM IST

তেলের ট্যাঙ্কার উলটে ভয়াবহ আগুন

কলকাতা, 28 ফেব্রুয়ারি: ভোরের আলো ফুটতেই সেন্ট্রাল অ্যাভিনিউয়ের মহম্মদ আলিপার্কে দুর্ঘটনা। বুধবার সকালে তেলের ট্যাঙ্কার উলটে লাগল আগুন ৷ দুর্ঘটনায় ট্যাঙ্কার চালকের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। ঘটনাস্থলে দমকলের 10টি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এই ঘটনার জেরে সাতসকালে সেন্ট্রাল অ্যাভিনিউ দীর্ঘক্ষণ বন্ধ ছিল যান চলাচল। তেলের ট্যাঙ্কারটি উলটে গিয়ে ধাক্কা মারে পার্শ্ববর্তী একটি বাড়িতে। বাড়ির ভিতরেও আগুন লেগে ধোঁয়া বেরতে শুরু করে। আতঙ্কিত হয়ে পড়েন এলাকার বাসিন্দারা। গ্যাস কাটার নিয়ে আসা হয়। ইতিমধ্যেই চালকের দেহ ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে।

দমকল বাহিনীর সদস্যরা বলেন, "আজ ভোর পাঁচটা নাগাদ ধর্মতলাগামী একটা তেলের ট্যাঙ্কার নিয়ন্ত্রণ হারিয়ে মহম্মদ আলিপার্কের কাছে উলটে যায়। ট্যাঙ্কার ভরতি তেল থাকায় তা রাস্তায় পড়ে যায় এবং আগুন লেগে যায়। নিমেষে দাউ দাউ করে ট্যাঙ্কাকারটি পুড়ে যায়। পাশের একটি বাড়িতেও আগুন লেগে যায়। প্রাথমিকভাবে দমকলের দু'টি ইঞ্জিন আগুন নেভানোর কাজ শুরু করে। তবে আগুনের ভয়াবহতা অনুমান করে দমকলের আরও আটটি ইঞ্জিন পরে ঘটনাস্থলে এসে পৌঁছয়।"

তিনি আরও বলেন, "এদিকে দ্রুত আগুন গঠন সংলগ্ন এলাকায় ছড়িয়ে পড়ে। ফলে, ঘন জনবসতিপূর্ণ এলাকার বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন।" স্থানীয়দের একাংশের দাবি, দমকলের 10টি ইঞ্জিন একসঙ্গে কাজ করলেও আগুনকে নিয়ন্ত্রণে আনতে যথেষ্ট বেগ পেতে হয়। জল দিয়েও যখন আগুন নিয়ন্ত্রণে আনা যাচ্ছিল না, তখন ফোম ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণে আনেন দমকল কর্মীরা। প্রায় ঘণ্টাখানেকের চেষ্টায় সকাল 7টা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসে।

এরপর, তেলের ট্যাঙ্কারটি সোজা করা হয় ৷ আগুন লেগেছে যে বাড়িতে সেখানে ভিতরে কেউ আটকে রয়েছেন কি না, তাও খতিয়ে দেখেন দমকল ও পুলিশকর্মীরা।" এখনও পর্যন্ত একজনের মৃত্যুর খবর পাওয়া গেলেও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। একইভাবে মৃত ওই ট্যাঙ্কার চালকের পরিচয় বিস্তারিত জানা যায়নি বলেই পুলিশ সূত্রের দাবি।

আরও পড়ুন:

  1. ঘুমের মধ্যে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু 2 জনের, লিলুয়ার ঘটনায় অন্তর্ঘাতের আশঙ্কা
  2. পুড়ে ছাই 60টিরও বেশি ঝুপড়ি, বিভীষিকা আনন্দপুরের বস্তি
  3. শনির সকালে দাউ দাউ করে জ্বলছে ফোমের গুদাম, আতঙ্ক এলাকায়

তেলের ট্যাঙ্কার উলটে ভয়াবহ আগুন

কলকাতা, 28 ফেব্রুয়ারি: ভোরের আলো ফুটতেই সেন্ট্রাল অ্যাভিনিউয়ের মহম্মদ আলিপার্কে দুর্ঘটনা। বুধবার সকালে তেলের ট্যাঙ্কার উলটে লাগল আগুন ৷ দুর্ঘটনায় ট্যাঙ্কার চালকের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। ঘটনাস্থলে দমকলের 10টি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এই ঘটনার জেরে সাতসকালে সেন্ট্রাল অ্যাভিনিউ দীর্ঘক্ষণ বন্ধ ছিল যান চলাচল। তেলের ট্যাঙ্কারটি উলটে গিয়ে ধাক্কা মারে পার্শ্ববর্তী একটি বাড়িতে। বাড়ির ভিতরেও আগুন লেগে ধোঁয়া বেরতে শুরু করে। আতঙ্কিত হয়ে পড়েন এলাকার বাসিন্দারা। গ্যাস কাটার নিয়ে আসা হয়। ইতিমধ্যেই চালকের দেহ ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে।

দমকল বাহিনীর সদস্যরা বলেন, "আজ ভোর পাঁচটা নাগাদ ধর্মতলাগামী একটা তেলের ট্যাঙ্কার নিয়ন্ত্রণ হারিয়ে মহম্মদ আলিপার্কের কাছে উলটে যায়। ট্যাঙ্কার ভরতি তেল থাকায় তা রাস্তায় পড়ে যায় এবং আগুন লেগে যায়। নিমেষে দাউ দাউ করে ট্যাঙ্কাকারটি পুড়ে যায়। পাশের একটি বাড়িতেও আগুন লেগে যায়। প্রাথমিকভাবে দমকলের দু'টি ইঞ্জিন আগুন নেভানোর কাজ শুরু করে। তবে আগুনের ভয়াবহতা অনুমান করে দমকলের আরও আটটি ইঞ্জিন পরে ঘটনাস্থলে এসে পৌঁছয়।"

তিনি আরও বলেন, "এদিকে দ্রুত আগুন গঠন সংলগ্ন এলাকায় ছড়িয়ে পড়ে। ফলে, ঘন জনবসতিপূর্ণ এলাকার বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন।" স্থানীয়দের একাংশের দাবি, দমকলের 10টি ইঞ্জিন একসঙ্গে কাজ করলেও আগুনকে নিয়ন্ত্রণে আনতে যথেষ্ট বেগ পেতে হয়। জল দিয়েও যখন আগুন নিয়ন্ত্রণে আনা যাচ্ছিল না, তখন ফোম ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণে আনেন দমকল কর্মীরা। প্রায় ঘণ্টাখানেকের চেষ্টায় সকাল 7টা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসে।

এরপর, তেলের ট্যাঙ্কারটি সোজা করা হয় ৷ আগুন লেগেছে যে বাড়িতে সেখানে ভিতরে কেউ আটকে রয়েছেন কি না, তাও খতিয়ে দেখেন দমকল ও পুলিশকর্মীরা।" এখনও পর্যন্ত একজনের মৃত্যুর খবর পাওয়া গেলেও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। একইভাবে মৃত ওই ট্যাঙ্কার চালকের পরিচয় বিস্তারিত জানা যায়নি বলেই পুলিশ সূত্রের দাবি।

আরও পড়ুন:

  1. ঘুমের মধ্যে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু 2 জনের, লিলুয়ার ঘটনায় অন্তর্ঘাতের আশঙ্কা
  2. পুড়ে ছাই 60টিরও বেশি ঝুপড়ি, বিভীষিকা আনন্দপুরের বস্তি
  3. শনির সকালে দাউ দাউ করে জ্বলছে ফোমের গুদাম, আতঙ্ক এলাকায়
Last Updated : Feb 28, 2024, 9:45 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.