ETV Bharat / state

রাতের মহানগরে বাড়ছে প্রমীলা বাহিনীর সংখ্যা, কেন ? - Winners Team at Night Kolkata - WINNERS TEAM AT NIGHT KOLKATA

Kolkata Police Winners Team: রাতের মহানগরে আরও বেশি করে দেখা যাবে কলকাতা পুলিশের প্রমীলা বাহিনী ৷ দু'টি শিফটে ধর্মতলা, পার্ক স্ট্রিট, শেক্সপিয়ার সরণি এলাকায় পাহারায় থাকবেন মহিলা পুলিশকর্মীরা ৷ রইল তার কারণ ৷

Kolkata Police Winners Team
রাতের কলকাতায় প্রমীলা বাহিনী (ফাইল চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 23, 2024, 8:30 PM IST

কলকাতা, 23 জুলাই: রাতের শহরে মহানগরে বাড়ছে প্রমীলা বাহিনীর সংখ্যা । মূলত পার্ক স্ট্রিট, শেক্সপিয়ার সরণি, ধর্মতলা-সহ একাধিক গুরুত্বপূর্ণ জায়গায় লালবাজারের তরফে রাতে টহলদারি বাড়াতে মহিলা পুলিশের গাড়ির সংখ্যা বাড়ানো হচ্ছে । এর কারণ নিয়ে লালবাজারের তরফ থেকে স্পষ্টভাবে কিছু জানানো হয়নি ৷ তবে সূত্রের খবর, এবার বিকেল পাঁচটার পর থেকেই ধর্মতলা, পার্ক স্ট্রিট, শেক্সপিয়ার সরণি এলাকায় আরও বেশি সংখ্যায় থাকবেন মহিলা পুলিশকর্মীরা ।

এই বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের এক আধিকারিক বলেন, "আমরা মূলত দু'টি শিফটে মহিলা পুলিশকর্মীদের এই সব রাস্তায় নামাচ্ছি ৷ একটি শিফটে দুপুর 12টা থেকে প্রায় রাত 9টা পর্যন্ত ৷ আরেকটি শিফট হবে রাত 9টা থেকে ভোর 5টা পর্যন্ত ৷ দ্বিতীয় শিফট রাখার কারণ এই যে, অনেক সময় রাতের শহরে মহিলা হেনস্থার খবর সামনে আসে ৷ সেই সময় লালবাজার থেকে মহিলা পুলিশ কর্মীদের ঘটনাস্থলে আনা হয় এবং সেটি সময় সাপেক্ষ ব্যাপার । ফলে এই ব্যবস্থা করা হয়েছে ।"

লালবাজার তরফে জানা গিয়েছে, গত কয়েক মাসে একটি সমীক্ষা চালিয়ে তার রিপোর্ট হাতে পেয়েছেন কলকাতা পুলিশের কর্তারা ৷ সংশ্লিষ্ট রিপোর্টে উল্লেখ করা হয়েছে, গত বছরের এপ্রিল থেকে এ বছরের ফেব্রুয়ারি মাস পর্যন্ত কলকাতার নিউ মার্কেট, রফি আহমেদ কিদোয়াই রোড, ধর্মতলা, পার্ক স্ট্রিট, শেক্সপিয়ার সরণি এলাকায় চুরি, ছিনতাই ও পকেটমারির সংখ্যা বেড়েছে ।

লালবাজারের তরফে এই বিষয় অভিযান চালিয়ে একাধিক অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে ৷ তাদের মধ্যে অধিকাংশই মহিলা ৷ ফলে এই অপরাধের প্রবণতা হ্রাস করার জন্যই এবার এই সব এলাকায় কলকাতা পুলিশের প্রমীলা বাহিনীকে নামানো হচ্ছে ৷

এমনিতেই কলকাতার নগরপাল বিনীত গোয়েল প্রতিটি থানার ওসি ও অতিরিক্ত ওসিদের রাত পর্যন্ত থানায় থাকার নির্দেশ দিয়েছিলেন ৷ সেটিই কার্যকর রয়েছে ৷ লালবাজার সূত্রের খবর, ইতিমধ্যেই শহরের প্রতিটি থানাকে নিজ নিজ এলাকায় রাতে ও দিনে টহল দিতে নির্দেশ দেওয়া হয়েছে ৷

কলকাতা, 23 জুলাই: রাতের শহরে মহানগরে বাড়ছে প্রমীলা বাহিনীর সংখ্যা । মূলত পার্ক স্ট্রিট, শেক্সপিয়ার সরণি, ধর্মতলা-সহ একাধিক গুরুত্বপূর্ণ জায়গায় লালবাজারের তরফে রাতে টহলদারি বাড়াতে মহিলা পুলিশের গাড়ির সংখ্যা বাড়ানো হচ্ছে । এর কারণ নিয়ে লালবাজারের তরফ থেকে স্পষ্টভাবে কিছু জানানো হয়নি ৷ তবে সূত্রের খবর, এবার বিকেল পাঁচটার পর থেকেই ধর্মতলা, পার্ক স্ট্রিট, শেক্সপিয়ার সরণি এলাকায় আরও বেশি সংখ্যায় থাকবেন মহিলা পুলিশকর্মীরা ।

এই বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের এক আধিকারিক বলেন, "আমরা মূলত দু'টি শিফটে মহিলা পুলিশকর্মীদের এই সব রাস্তায় নামাচ্ছি ৷ একটি শিফটে দুপুর 12টা থেকে প্রায় রাত 9টা পর্যন্ত ৷ আরেকটি শিফট হবে রাত 9টা থেকে ভোর 5টা পর্যন্ত ৷ দ্বিতীয় শিফট রাখার কারণ এই যে, অনেক সময় রাতের শহরে মহিলা হেনস্থার খবর সামনে আসে ৷ সেই সময় লালবাজার থেকে মহিলা পুলিশ কর্মীদের ঘটনাস্থলে আনা হয় এবং সেটি সময় সাপেক্ষ ব্যাপার । ফলে এই ব্যবস্থা করা হয়েছে ।"

লালবাজার তরফে জানা গিয়েছে, গত কয়েক মাসে একটি সমীক্ষা চালিয়ে তার রিপোর্ট হাতে পেয়েছেন কলকাতা পুলিশের কর্তারা ৷ সংশ্লিষ্ট রিপোর্টে উল্লেখ করা হয়েছে, গত বছরের এপ্রিল থেকে এ বছরের ফেব্রুয়ারি মাস পর্যন্ত কলকাতার নিউ মার্কেট, রফি আহমেদ কিদোয়াই রোড, ধর্মতলা, পার্ক স্ট্রিট, শেক্সপিয়ার সরণি এলাকায় চুরি, ছিনতাই ও পকেটমারির সংখ্যা বেড়েছে ।

লালবাজারের তরফে এই বিষয় অভিযান চালিয়ে একাধিক অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে ৷ তাদের মধ্যে অধিকাংশই মহিলা ৷ ফলে এই অপরাধের প্রবণতা হ্রাস করার জন্যই এবার এই সব এলাকায় কলকাতা পুলিশের প্রমীলা বাহিনীকে নামানো হচ্ছে ৷

এমনিতেই কলকাতার নগরপাল বিনীত গোয়েল প্রতিটি থানার ওসি ও অতিরিক্ত ওসিদের রাত পর্যন্ত থানায় থাকার নির্দেশ দিয়েছিলেন ৷ সেটিই কার্যকর রয়েছে ৷ লালবাজার সূত্রের খবর, ইতিমধ্যেই শহরের প্রতিটি থানাকে নিজ নিজ এলাকায় রাতে ও দিনে টহল দিতে নির্দেশ দেওয়া হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.