মালদা, 11 জুন: আদিনা মৃগদাব ডিয়ার পার্কের 93টি হরিণকে দত্তক নিল এনটিপিসি ৷ এর জন্য বছরে প্রায় 10 লাখ টাকা খরচ করবে কর্তৃপক্ষ ৷ এমনটাই জানিয়েছেন, সংস্থার কমার্শিয়াল জেনারেল ম্যানেজার সতীশ এস ৷ তিনি বলেন, "আপাতত এক বছরের জন্য আমরা আদিনা মৃগদাবের 93টি হরিণকে দত্তক নিয়েছি ৷ এর জন্য মালদার বন দফতরের কর্তাদের সঙ্গে যাবতীয় কথা হয়েছে ৷ মালদা জেলা প্রশাসনের সঙ্গেও আলোচনা হয়েছে ৷ পরবর্তী কালে দত্তক নেওয়ার সময়সীমা আরও বাড়ানো হতে পারে ৷"
বন দফতরের মালদা বিভাগীয় বনাধিকারিক জিজু জেসফাস এস বলেন, "ফরাক্কার এনটিপিসি কর্তৃপক্ষ এক বছরের জন্য আদিনা মৃগদাবের 93টি হরিণকে দত্তক নিয়েছে ৷ তারা বছরে প্রায় 10 লাখ টাকা এই খাতে খরচ করবে ৷ সেই টাকা হরিণের চিকিৎসা সংক্রান্ত কাজেই মূলত খরচ করা হবে ৷ আমরা আদিনা মৃগদাবকে আরও আকর্ষণীয় করে তোলার পরিকল্পনা করেছি ৷ সম্প্রতি গোটা মৃগদাব সংস্কার করা হয়েছে ৷"
তিনি আরও জানান, ঝিলে বোটিং চালু করার উদ্যোগ নেওয়া হচ্ছে ৷ এই ডিয়ার পার্কে আরও বেশি মাত্রায় হরিণের প্রজনন করানোর পরিকল্পনাও নেওয়া হচ্ছে ৷ পাশাপাশি এখানে অন্য কোনও জীবজন্তু নিয়ে আসা যায় কি না সেটাও ভাবা হচ্ছে ৷ এসব পরিকল্পনা বাস্তবায়িত হলে আরও বেশি পর্যটক মৃগদাবে আসবেন বলে তাঁদের অনুমান ৷
জেলা বন দফতর সূত্রে জানা গিয়েছে, এই মুহূর্তে আদিনা মৃতদাবে 93টি হরিণ রয়েছে ৷ হরিণের চিকিৎসা সংক্রান্ত যাবতীয় খরচও বহন করবে এনটিপিসি কর্তৃপক্ষ ৷ উল্লেখ্য, মালদা জেলায় পর্যটনের কথা চিন্তা করে 1982 সালে গাজোল ব্লকের আদিনা মৌজায় প্রায় 10 হেক্টর জমির উপর গড়ে তোলা হয়েছিল এই মৃগদাব ৷
মৃগদাবের মধ্যে রয়েছে দুটি জলাশয় ৷ একটি ছোট হলেও অন্যটি আয়তনে বিরাট ৷ পরবর্তীতে এই মৃগদাবকে মিনি চিড়িয়াখানা হিসেবে স্বীকৃতি দেয় সেন্ট্রাল জু অথরিটি ৷ বর্তমানে এখানে 93টি হরিণের সঙ্গে আটটি নীলগাই রয়েছে ৷ এছাড়া বিশালাকার খাঁচায় ছাড়া হয়েছে বেশ কিছু পাখি ৷ গোটা বছরই পর্যটকরা এখানে সময় কাটাতে আসেন ৷ তবে শীতকালে এবং ছুটির দিনগুলিতে মানুষের ঢল নামে বেশি ৷