দার্জিলিং, 1 মার্চ: উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী কর্মীদের বেতন বৃদ্ধির সিদ্ধান্ত বাতিল করে দিয়েছেন রাজ্যপাল তথা আচার্য সিভি আনন্দ বোস ৷ বিষয়টি জানতে পেরে বুধবার থেকে আন্দোলন শুরু করেছে সারা বাংলা তৃণমূল কংগ্রেস শিক্ষা বন্ধু সমিতি। বৃহস্পতিবারও চলে বিক্ষোভ ৷ অচলাবস্থা কাটাতে অবশেষে শুক্রবার বৈঠকের বসার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ৷
সম্প্রতি অস্থায়ী কর্মীদের দাবি মতো 16 শতাংশের জায়গায় রাজ্য সরকারের অনুমোদন অনুযায়ী 10 শতাংশ বেতন বৃদ্ধি করা হয়। বৈঠকে সেই সিদ্ধান্ত নিয়েছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কিন্তু আচমকা রাজ্যপাল তথা উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের আচার্য সিভি আনন্দ বোসের নির্দেশে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হোয়াটসঅ্যাপে সেই বেতন বৃদ্ধির সিদ্ধান্তকে বাতিল করে দেন। শুধু তাই নয়, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার-সহ প্রশাসনিক আধিকারিকদেরও উপাচার্য ওই সিদ্ধান্ত বাতিলের জন্য অনৈতিক চাপ দেন বলে অভিযোগ ৷
বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী কর্মীদের বিক্ষোভে থমকে যায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাজ ৷ তৃণমূল কংগ্রেস শিক্ষা বন্ধু সমিতির পক্ষ থেকে বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার-সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকদের কার্যালয় আটকে রেখে ঘেরাও করে চলে বিক্ষোভ। অবশেষে জটিলতা কাটাতে বিশ্ববিদ্যালয়ের যুগ্মরেজিস্ট্রার পুরো বিষয়টি জানান উপাচার্যকে ৷ জটিলতা কাটাতে শুক্রবার বৈঠক ডাকা হয়েছে বিশ্ববিদ্যালয়ে।
সারা বাংলা তৃণমূল কংগ্রেস শিক্ষা বন্ধু সমিতির মুখপাত্র তন্ময় বাগচী বলেন, "রাজ্যপাল বিশ্ববিদ্যালয় স্বশাসনে অনৈতিক হস্তক্ষেপ করছেন। এটা কোনওভাবেই মানা যায় না। আমরা বর্ধিত বেতন না-পেলে আন্দোলন চালিয়ে যাব।" অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বপন কুমার রক্ষিত বলেন, "আমার কর্তব্যই হল উপাচার্যের নির্দেশ পালন করা । তবে জটিলতার বিষয়টি উপাচার্যকে জানানো হয়েছে । শুক্রবার একটি বৈঠকে ডাকা হয়েছে। প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে আলোচনার মাধ্যমে এই সমস্যার সমাধান করার চেষ্টা করা হচ্ছে ।"
আরও পড়ুন: