ETV Bharat / state

'দলীয় শৃংখলার উর্ধ্বে কেউ নয়', কুণাল প্রসঙ্গে দাবি অভিষেকের - Kunal Ghosh - KUNAL GHOSH

Abhishek on Kunal Ghosh: "দলীয় শৃংখলার ঊর্ধ্বে কেউ নয় ।" কুণাল ঘোষ প্রসঙ্গে সাফ জানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ।

Abhishek Banerjee about Kunal Ghosh
কুণাল প্রসঙ্গে অভিষেক (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : May 4, 2024, 11:05 PM IST

কলকাতা, 4 মে: নির্বাচনের মধ্যেই কুণাল ঘোষকে নিয়ে বেশ অস্বস্তিতে পড়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। এবার তাঁকে নিয়ে কড়া বার্তা দিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় । সাফ বললেন, "দলীয় শৃংখলার ঊর্ধ্বে কেউ নয় ।" শনিবার সন্দেশখালির ভাইরাল ভিডিয়ো প্রসঙ্গে হওয়া সাংবাদিক সম্মেলনে কুণালের বিষয়টি নিয়ে প্রশ্ন করা হয় অভিষেককে ।

প্রশ্নের উত্তরে তিনি স্পষ্ট বলেন, "দলের শৃঙ্খলার উপরে কেউ নয় । সবাইকেই এই বিষয়টি মাথায় রাখতে হবে ৷ দলের মনে হয়েছে উনি শৃঙ্খলা ভেঙেছেন । তাই দল ব্যবস্থা নিয়েছে। এটাকে এত গুরুত্ব দেওয়ার কিছু নেই ।" শনিবার ডেরেক ও'ব্রায়েনের সঙ্গে কুণালের বৈঠক নিয়েও তাঁকে প্রশ্ন করা হয় ৷ উত্তরে অভিষেক বলেন, "এই বিষয়ে আমার কিছু জানা নেই । ডেরেক ও'ব্রায়েন এখানেই আছেন । তাঁকেই জিজ্ঞাসা করুন ৷ তিনি এই বিষয়ে কিছু বলতে পারবেন ।"

এদিন রাজ্যসভায় তৃণমূল কংগ্রেসের দলনেতা ডেরেক ও’ব্রায়েনের সঙ্গে বৈঠক করেন কুণাল ৷ প্রায় একঘণ্টা ধরে ডেরেকের বেকবাগানের অফিসে বৈঠক করেন কুণাল ঘোষ, ব্রাত্য বসু এবং ডেরেক ও'ব্রায়েন । বৈঠক শেষে বেড়িয়ে এসে স্বস্তির হাসি ধরা পড়ে কুণাল এবং ব্রাত্যের মুখে । কুণাল বলেন, "সময় দিন ৷ সব দেখতে পাবেন । আমি দলে আছি । দলও আমায় আস্থা ও স্নেহ রেখে থাকার অধিকার দিচ্ছে ।" অন্যদিকে ব্রাত্য বলেন, "আমরা দুজনই তৃণমূলের লোক । আর এক তৃণমূলের লোকের সঙ্গে কথা বলতে এসেছিলাম । এতে আবাক হওয়ার কী আছে?" ডেরেক অবশ্য এই নিয়ে কোনও মন্তব্য করেননি ৷

গত বুধবার এক রক্তদান শিবির কলকাতা উত্তর লোকসভা আসনের বিজেপি প্রার্থী তাপস রায়ের প্রশংসা করেন কুণাল ৷ সেইস ঙ্গে ছাপ্পা ভোটবন্ধ করার ডাকও দেন তিনি ৷ এর কয়েকঘণ্টা পরই রাজ্যের সাধারণ সম্পাদকের পদ থেকে কুণালকে সরিয়ে দেয় তৃণমূল কংগ্রেস ৷ সেই নিয়ে পালটা তোপ দাগেন কুণাল ৷ ডেরেককে 'কুইজ মাস্টার' বলে কটাক্ষও করেন তিনি ৷ এই নিয়ে শুরু হয় বিস্তর জল্পনা ৷ অবশেষে সমস্যার সমাধানে আসরে নামেন ব্রাত্য ৷ তবে আজকের বৈঠক কতটা ফলপ্রসূ হয়েছে, তা সময় বলবে ৷

আরও পড়ুন:

কলকাতা, 4 মে: নির্বাচনের মধ্যেই কুণাল ঘোষকে নিয়ে বেশ অস্বস্তিতে পড়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। এবার তাঁকে নিয়ে কড়া বার্তা দিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় । সাফ বললেন, "দলীয় শৃংখলার ঊর্ধ্বে কেউ নয় ।" শনিবার সন্দেশখালির ভাইরাল ভিডিয়ো প্রসঙ্গে হওয়া সাংবাদিক সম্মেলনে কুণালের বিষয়টি নিয়ে প্রশ্ন করা হয় অভিষেককে ।

প্রশ্নের উত্তরে তিনি স্পষ্ট বলেন, "দলের শৃঙ্খলার উপরে কেউ নয় । সবাইকেই এই বিষয়টি মাথায় রাখতে হবে ৷ দলের মনে হয়েছে উনি শৃঙ্খলা ভেঙেছেন । তাই দল ব্যবস্থা নিয়েছে। এটাকে এত গুরুত্ব দেওয়ার কিছু নেই ।" শনিবার ডেরেক ও'ব্রায়েনের সঙ্গে কুণালের বৈঠক নিয়েও তাঁকে প্রশ্ন করা হয় ৷ উত্তরে অভিষেক বলেন, "এই বিষয়ে আমার কিছু জানা নেই । ডেরেক ও'ব্রায়েন এখানেই আছেন । তাঁকেই জিজ্ঞাসা করুন ৷ তিনি এই বিষয়ে কিছু বলতে পারবেন ।"

এদিন রাজ্যসভায় তৃণমূল কংগ্রেসের দলনেতা ডেরেক ও’ব্রায়েনের সঙ্গে বৈঠক করেন কুণাল ৷ প্রায় একঘণ্টা ধরে ডেরেকের বেকবাগানের অফিসে বৈঠক করেন কুণাল ঘোষ, ব্রাত্য বসু এবং ডেরেক ও'ব্রায়েন । বৈঠক শেষে বেড়িয়ে এসে স্বস্তির হাসি ধরা পড়ে কুণাল এবং ব্রাত্যের মুখে । কুণাল বলেন, "সময় দিন ৷ সব দেখতে পাবেন । আমি দলে আছি । দলও আমায় আস্থা ও স্নেহ রেখে থাকার অধিকার দিচ্ছে ।" অন্যদিকে ব্রাত্য বলেন, "আমরা দুজনই তৃণমূলের লোক । আর এক তৃণমূলের লোকের সঙ্গে কথা বলতে এসেছিলাম । এতে আবাক হওয়ার কী আছে?" ডেরেক অবশ্য এই নিয়ে কোনও মন্তব্য করেননি ৷

গত বুধবার এক রক্তদান শিবির কলকাতা উত্তর লোকসভা আসনের বিজেপি প্রার্থী তাপস রায়ের প্রশংসা করেন কুণাল ৷ সেইস ঙ্গে ছাপ্পা ভোটবন্ধ করার ডাকও দেন তিনি ৷ এর কয়েকঘণ্টা পরই রাজ্যের সাধারণ সম্পাদকের পদ থেকে কুণালকে সরিয়ে দেয় তৃণমূল কংগ্রেস ৷ সেই নিয়ে পালটা তোপ দাগেন কুণাল ৷ ডেরেককে 'কুইজ মাস্টার' বলে কটাক্ষও করেন তিনি ৷ এই নিয়ে শুরু হয় বিস্তর জল্পনা ৷ অবশেষে সমস্যার সমাধানে আসরে নামেন ব্রাত্য ৷ তবে আজকের বৈঠক কতটা ফলপ্রসূ হয়েছে, তা সময় বলবে ৷

আরও পড়ুন:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.