কলকাতা, 26 এপ্রিল: মনোনয়ন বাতিলের বিরুদ্ধে মামলার জরুরি শুনানি হাইকোর্টে হয়নি, তাই এ বার সুপ্রিম কোর্টে যাওয়ার কথা ভাবছেন বীরভূমের বিজেপি প্রার্থী প্রাক্তন আইপিএস দেবাশিস ধর । স্ক্রুটিনির সময় তাঁর মনোনয়ন বাতিল হওয়ার পর তিনি কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের দ্বারস্থ হন ৷ তবে আদালত তা গ্রহণ না-করায় প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেন দেবাশিস ধর । প্রধান বিচারপতি মামলাটি দায়ের করার অনুমতি দিলেও জরুরি ভিত্তিতে শুনানি করতে পারবেন না বলে জানিয়ে দেন ৷ এরপরই দেবাশিস ধরের আইনজীবীরা জানান যে, এবার সুপ্রিম কোর্টে যাওয়া ছাড়া আর কোনও বিকল্প নেই তাঁদের হাতে ৷ তাঁরা শীর্ষ আদালতের দ্বারস্থ হওয়ার ভাবনাচিন্তা করছেন বলে জানিয়েছেন ৷
শুক্রবার সকালে বীরভূমের বিজেপি প্রার্থী দেবাশিস ধরের মনোনয়নপত্র বাতিল করে নির্বাচন কমিশন ৷ নো ডিউস সার্টিফিকেট না-দেওয়ার জন্য তাঁর মনোনয়ন বাতিল করা হয়েছে বলে জানানো হয় ৷ এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন দেবাশিস ধর ৷ তাঁর আইনজীবী বিচারপতি সব্যসাচী ভট্টাচার্যের এজলাসে দৃষ্টি আকর্ষণ করে বলেন, আজ স্ক্রুটিনির শেষ দিন ৷ তবে বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য সেই আবেদন গ্রহণ করেননি । তিনি এই মামলায় হস্তক্ষেপ করবেন না বলে জানান ।
এরপর দেবাশিস ধরের তরফে আইনজীবীরা এ ব্যাপারে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করে জানান, সুপ্রিম কোর্টের নির্দেশে বলাই আছে যে, মনোনয়ন জমা করার ক্ষেত্রে নো ডিউস সার্টিফিকেট বাধ্যতামূলক নয় । প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম বলেন, এই বিষয়টি ইলেকশন পিটিশনের মধ্যে পড়ে । তবে তিনি মামলা দায়ের করার অনুমতি দিচ্ছেন । কিন্তু জরুরি ভিত্তিতে শুনানি করা সম্ভব নয় বলে জানান তিনি । প্রধান বিচারপতি জানান যে, আগামী সোমবার তিনি এই মামলা শুনবেন ।
এরপরই মামলাকারী দেবাশিস ধরের আইনজীবী অমৃতা পাণ্ডে জানান, তাঁরা এ বিষয়ে এখনই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার কথা ভাবছেন । তা ছাড়া আর কোনও বিকল্প নেই তাঁদের হাতে । আর হাইকোর্টে এই নিয়ে তাঁরা মামলা দায়ের করবেন কি না, সে ব্যাপারে পরে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি ৷
আরও পড়ুন: