কলকাতা, 16 মে: লোকসভা নির্বাচনের আবহে কলকাতায় এক অনুষ্ঠানে যোগ দিতে এলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ৷ বৃহস্পতিবার একটি অনুষ্ঠান থেকে তৃণমূলকে খোঁচা দিয়ে রাজ্যে বাম রাজত্বের কার্যত প্রশংসা করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী । দক্ষিণ কলকাতার একটি পাঁচতারা হোটেলে বিশিষ্ট নাগরিক সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রেখে একাধিক বিষয় রাজ্য সরকারকে আক্রমণ করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী ।
তিনি বলেন, "তৃণমূল সরকার রাজ্যকে উন্নতির পথে অগ্রসর তো করতেই পারেনি বরং কেন্দ্রীয় সরকারের যে সমস্ত প্রকল্প রাজ্যে আসতে পারতো সেগুলিকে দূরে ঠেলে রেখেছে ৷ যাতে সাধারণ মানুষ তার সুবিধা পেতে না পারে তার জন্যই এমন কাজ করেছে তৃণমূল ।" তিনি কটাক্ষ করে বলেন, "আসলে মা মাটি মানুষের সরকার মায়েদের উপরে হামলা করেছে, বেআইনিভাবে মাটি দখল করছে এবং মানুষের ক্ষতি করেছে।"
এরপরেই তিনি সন্দেশখালি ঘটনার তীব্র নিন্দা করেন। তিনি জানান, শেখ শাহজাহান এবং তার দলবল ওখানকার মাটি নষ্ট করেছে। মা ও বোনেদের উপর অত্যাচার করেছে। সেই শেখ শাহজাহানকে 55 দিন নিরাপত্তা দিয়েছে তৃণমূল। বাংলায় অনেক অল্প সময়ে অনেক বড় বড় দুর্নীতি হয়েছে। এই প্রসঙ্গে তিনি জ্যোতিপ্রিয় মল্লিক থেকে পার্থ চট্টোপাধ্যায়দের দুর্নীতির ঘটনা আরও একবার সবাইকে মনে করিয়ে দেন। পাশাপাশি ভুয়ো জব কার্ডের প্রসঙ্গ থেকে শুরু করে রাজ্যে একাধিক কেন্দ্রীয় প্রকল্প বাস্তবায়িত হতে দেওয়া হচ্ছে না বলেও অভিযোগ করেন তিনি ৷ মোদি মন্ত্রিসভার এই সদস্য বলেন, "আয়ুষ্মান ভারতের মতো একটি লাভজনক প্রকল্প যা সাধারণ মানুষের চিকিৎসার ক্ষেত্রে অনেকটাই আর্থিকভাবে সুরাহা করে দিতে পারত সেই প্রকল্পকে আসতে দেওয়া হয়নি বাংলায়। আর তার জন্য বাংলা থেকে দক্ষিণ ভারতে যাওয়া করমন্ডল এক্সপ্রেসকে পেশেন্টস ট্রেন বলা হয়।"
কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানান, দক্ষিণ ভারতের বিভিন্ন হাসপাতালে বহির্বিভাগে প্রায় 50 শতাংশ রোগীরাই বাংলা থেকে যান। কেন্দ্রীয় প্রকল্পগুলি সাধারণ মানুষের বিকাশ ও উন্নতির জন্য। আর এই রাজ্য সব কেন্দ্রীয় এই সুবিধা থেকে সাধারণ মানুষকে বঞ্চিত করছে।
আরও পড়ুন
1. ‘ইন্ডিয়া’র সরকারে থাকতে চান না বলেই বাইরে থেকে সমর্থনের কথা মমতার মুখে, দাবি সীতারামের
2. শেষ মুহূর্তে 'ক্ষতে প্রলেপ', সায়রার সমর্থনে প্রদীপের নেতৃত্বে দক্ষিণ কলকাতায় ঐক্যবদ্ধ কংগ্রেস
3. অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে কড়া পদক্ষেপে 'না' হাইকোর্টের