কলকাতা, 29 মার্চ: 2022 সালের 3 ডিসেম্বর পূর্ব মেদিনীপুরের নাড়ুয়াবিলা গ্রামের রাজকুমার মান্নার দোতলা বাড়িতে বিস্ফোরণের ঘটনা ঘটে । মৃত্যু হয় তিনজনের । ঘটনার পর পুলিশ তদন্ত শুরু করলেও পরে এই ঘটনার তদন্তভার নেয় এনআইএ । আর সেই ঘটনায় তদন্তে বৃহস্পতিবার তিনজন তৃণমূল নেতাকে ডেকে পাঠিয়েছিল জাতীয় তদন্তকারী সংস্থা । কিন্তু তাঁদের বেশিরভাগই এনআইএ-কে চিঠি দিয়ে জানিয়েছেন যে তাঁরা নির্বাচন ও অন্যান্য কাজের জন্য আসতে পারছেন না হাজিরা দিতে । এদিকে তার 24 ঘণ্টার মধ্যে শুক্রবার ভূপতিনগর বিস্ফোরণ কাণ্ডে যুক্ত থাকা সন্দেহে মোট আটজন তৃণমূল নেতা-কর্মীকে নোটিশ পাঠালো ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি ।
এনআইএ সূত্রে খবর, আগামিকাল (শনিবার) সকাল 11 টার মধ্যে নিউটাউনে এনআইএ অফিসে এই আটজন তৃণমূল নেতা-কর্মীকে দেখা করতে বলা হয়েছে । ঘটনার সঙ্গে তাঁদের যোগ থাকার তথ্য পাওয়ার পরেই এই নোটিশ ধরান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা ।
উল্লেখ্য, ভূপতিনগর বিস্ফোরণ কাণ্ডের তদন্তে নেমে এনআইএ ঘটনাস্থলে গিয়ে পারিপার্শ্বিক তথ্যপ্রমাণ জোগাড় করে একাধিক তৃণমূল নেতা-কর্মীকে জিজ্ঞাসাবাদ করলেও এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করেনি । কিন্তু লোকসভা নির্বাচন ঘোষণার পর আবারও তৃণমূল নেতা-কর্মীদের ডেকে পাঠানোকে বিজেপির চক্রান্ত বলে অভিযোগ করেছেন তৃণমূল নেতৃত্ব ।
এ দিন এই নিয়ে সোশাল মিডিয়ায় পোস্ট করেছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ ৷ তাঁর অভিযোগ, লোকসভা নির্বাচনের আগে কয়েকজন তৃণমূল নেতা-কর্মীকে গ্রেফতারের জন্য একটি তালিকা তৈরি করে সেই তালিকা পুলিশ সুপার ডি আর সিংয়ের হাতে তুলে দিয়েছেন দুই বিজেপি নেতা ৷ সেই তালিকা অনুযায়ী শনিবারই গ্রেফতার হতে পারেন কয়েকজন তৃণমূল নেতা ৷ তাঁর আরও অভিযোগ, এ ব্যাপারে পুলিশ সুপারের বাড়িতে ও নিজাম প্যালেসে গিয়েও বৈঠক করেছেন বিজেপি নেতারা ৷
তাছাড়া সোমবার এই নিয়ে নয়াদিল্লিতে মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গেও দেখা করবে তৃণমূল ৷ সেখানে তারা বিজেপির বিরুদ্ধে কেন্দ্রীয় এজেন্সিগুলির অপব্যবহার নিয়ে সরব হবেন ৷
আরও পড়ুন: