ETV Bharat / state

ফের বিরিকদাড়ায় ধস, চালু হওয়ার 24 ঘণ্টার মধ্যেই বন্ধ 10 নম্বর জাতীয় সড়ক - Landslides on NH 10

Landslides on NH 10: বৃহস্পতিবার থেকে লাগাতার বৃষ্টিতে ফের ধস 10 নম্বর জাতীয় সড়ক ৷ যার জেরে বন্ধ হল বাংলা-সিকিম লাইফ লাইন এই জাতীয় সড়কটি ৷ বৃষ্টির মধ্যেই শুরু হয়ে ধস সরিয়ে পরিষেবা স্বাভাবিক করার কাজ ৷

Landslides on NH 10
ধস নেমে বন্ধ হল 10 নম্বর জাতীয় সড়ক ৷ (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 2, 2024, 2:08 PM IST

কালিম্পং, 2 অগস্ট: ফের 10 নম্বর জাতীয় সড়কে ধস ৷ বৃহস্পতিবার সাময়িকভাবে 10 নম্বর জাতীয় সড়কে যান চলাচল স্বাভাবিক করা হয় ৷ কিন্তু, গতকাল থেকে লাগাতার বৃষ্টিতে ফের ধস নেমে বন্ধ হল বাংলা-সিকিম লাইফ লাইন 10 নম্বর জাতীয় সড়ক ৷ টানা প্রায় একমাস 10 নম্বর জাতীয় সড়ক বন্ধ ছিল ঘনঘন ধস নামার জেরে ৷ বৃহস্পতিবার সকালে সেখান দিয়ে যান চলাচল স্বাভাবিক করে জেলা প্রশাসন ৷ তবে, ভারী গাড়ি নয় ৷ শুধুমাত্র ছোট গাড়ি চলাচলের অনুমতি দেওয়া হয়েছিল ৷

ধস নেমে বন্ধ হল 10 নম্বর জাতীয় সড়ক ৷ (ইটিভি ভারত)

কিন্তু, যান চলাচল স্বাভাবিক হওয়ার পরেই টানা বৃষ্টির ফলে শুক্রবার সকালে ফের ধসের ঘটনা ঘটল ৷ এদিন সকালে 10 নম্বর জাতীয় সড়কের 29 মাইলের বিরিকদাড়ায় বড়সড় ধস নেমেছে বলে প্রশাসনের তরফে জানান হয়েছে ৷ যার জেরে ফের বন্ধ হয়ে গিয়েছে জাতীয় সড়ক ৷ খবর পাওয়া মাত্র, প্রশাসন তড়িঘড়ি সেখান থেকে ধস সরানোর কাজ শুরু করেছে ৷ কিন্তু, লাগাতার বৃষ্টির জেরে মাটি ধুয়ে বেরিয়ে যাচ্ছে ৷ ফলে নতুন করে ধস নামার আশঙ্কা থেকেই যাচ্ছে ৷ কালিম্পংয়ের জেলাশাসক বালা সুব্রহ্মণ্যম টি বলেন, "নতুন করে ধসের ঘটনা ঘটেছে ৷ ধস সরানোর কাজ শুরু হয়েছে ৷"

প্রসঙ্গত, জুলাই মাসের প্রথম সপ্তাহেই টানা বৃষ্টির জেরে 10 নম্বর জাতীয় সড়কের একাধিক জায়গায় ধস নেমেছিল ৷ তিস্তাবাজার, মাল্লি, 27 মাইল, 29 মাইল, বিড়িকদাড়া, সেলফিদাড়া-সহ একাধিক জায়গায় ঘনঘন ধস নামতে থাকে ৷ এমনকি সিকিমে ভারী বৃষ্টির জেরে তিস্তা নদী খরস্রোতা হয়ে ওঠে ৷ যার ফলে জাতীয় সড়ক ভেঙে তিস্তার জল বইতে শুরু করে ৷ আবার কোথাও ফাঁটল দেখা দেয় 10 নম্বর জাতীয় সড়কে ৷

এরপর যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় জাতীয় সড়ক মেরামতির কাজ ৷ টানা মেরামতির কাজ চললেও, মাঝেমধ্যে বৃষ্টির জন্য নতুন করে ধসের ঘটনা ঘটেছে ৷ যে কারণে টানা একমাস বাংলা-সিকিম যোগাযোগের মাধ্য়ম 10 নম্বর জাতীয় সড়ক বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় কালিম্পং জেলা প্রশাসন ৷ তবে লাভা, গরুবাথান হয়ে বিকল্প পথে গাড়ি চলাচল করে এওই সময়ে ৷ এমনকি এখনও ওই ঘুরপথেই যান চলাচল করছে ৷

কালিম্পং, 2 অগস্ট: ফের 10 নম্বর জাতীয় সড়কে ধস ৷ বৃহস্পতিবার সাময়িকভাবে 10 নম্বর জাতীয় সড়কে যান চলাচল স্বাভাবিক করা হয় ৷ কিন্তু, গতকাল থেকে লাগাতার বৃষ্টিতে ফের ধস নেমে বন্ধ হল বাংলা-সিকিম লাইফ লাইন 10 নম্বর জাতীয় সড়ক ৷ টানা প্রায় একমাস 10 নম্বর জাতীয় সড়ক বন্ধ ছিল ঘনঘন ধস নামার জেরে ৷ বৃহস্পতিবার সকালে সেখান দিয়ে যান চলাচল স্বাভাবিক করে জেলা প্রশাসন ৷ তবে, ভারী গাড়ি নয় ৷ শুধুমাত্র ছোট গাড়ি চলাচলের অনুমতি দেওয়া হয়েছিল ৷

ধস নেমে বন্ধ হল 10 নম্বর জাতীয় সড়ক ৷ (ইটিভি ভারত)

কিন্তু, যান চলাচল স্বাভাবিক হওয়ার পরেই টানা বৃষ্টির ফলে শুক্রবার সকালে ফের ধসের ঘটনা ঘটল ৷ এদিন সকালে 10 নম্বর জাতীয় সড়কের 29 মাইলের বিরিকদাড়ায় বড়সড় ধস নেমেছে বলে প্রশাসনের তরফে জানান হয়েছে ৷ যার জেরে ফের বন্ধ হয়ে গিয়েছে জাতীয় সড়ক ৷ খবর পাওয়া মাত্র, প্রশাসন তড়িঘড়ি সেখান থেকে ধস সরানোর কাজ শুরু করেছে ৷ কিন্তু, লাগাতার বৃষ্টির জেরে মাটি ধুয়ে বেরিয়ে যাচ্ছে ৷ ফলে নতুন করে ধস নামার আশঙ্কা থেকেই যাচ্ছে ৷ কালিম্পংয়ের জেলাশাসক বালা সুব্রহ্মণ্যম টি বলেন, "নতুন করে ধসের ঘটনা ঘটেছে ৷ ধস সরানোর কাজ শুরু হয়েছে ৷"

প্রসঙ্গত, জুলাই মাসের প্রথম সপ্তাহেই টানা বৃষ্টির জেরে 10 নম্বর জাতীয় সড়কের একাধিক জায়গায় ধস নেমেছিল ৷ তিস্তাবাজার, মাল্লি, 27 মাইল, 29 মাইল, বিড়িকদাড়া, সেলফিদাড়া-সহ একাধিক জায়গায় ঘনঘন ধস নামতে থাকে ৷ এমনকি সিকিমে ভারী বৃষ্টির জেরে তিস্তা নদী খরস্রোতা হয়ে ওঠে ৷ যার ফলে জাতীয় সড়ক ভেঙে তিস্তার জল বইতে শুরু করে ৷ আবার কোথাও ফাঁটল দেখা দেয় 10 নম্বর জাতীয় সড়কে ৷

এরপর যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় জাতীয় সড়ক মেরামতির কাজ ৷ টানা মেরামতির কাজ চললেও, মাঝেমধ্যে বৃষ্টির জন্য নতুন করে ধসের ঘটনা ঘটেছে ৷ যে কারণে টানা একমাস বাংলা-সিকিম যোগাযোগের মাধ্য়ম 10 নম্বর জাতীয় সড়ক বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় কালিম্পং জেলা প্রশাসন ৷ তবে লাভা, গরুবাথান হয়ে বিকল্প পথে গাড়ি চলাচল করে এওই সময়ে ৷ এমনকি এখনও ওই ঘুরপথেই যান চলাচল করছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.