শিলিগুড়ি, 22 জুন: কাঞ্চনজঙ্ঘা ট্রেন দুর্ঘটনা থেকে শিক্ষা ৷ যাত্রী নিরাপত্তায় আরও বেশি তৎপর হল উত্তর-পূর্ব সীমান্ত রেল কর্তৃপক্ষ । বিভিন্ন বিভাগের কর্মীদের মধ্যে সামঞ্জস্য ও যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত করতে নয়া পদক্ষেপ নিল তারা ৷ প্রতিটি রেলগেটের কেবিনে 'স্টেবিলাইজার অ্যান্ড কল রেকর্ডার' বসানোর সিদ্ধান্ত নিল উত্তর-পূর্ব সীমান্ত রেল। ফলে এবার থেকে গেটম্যানদের সঙ্গে স্টেশন মাস্টার এবং কর্তৃপক্ষের মধ্যে কী কী কথা হচ্ছে, সবটাই রেকর্ড হবে ওই মেশিনে ।
কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনার পর তার কারণ জানতে কালঘাম ছুটছে রেলওয়ে সেফটি বিভাগের । চারদিন ধরে চলছে তদন্ত । কিন্তু এখনও কোনও কিনারা করে উঠতে পারেননি তদন্তকারী আধিকারিকরা ৷ তদন্ত যত এগোচ্ছে নতুন নতুন গাফিলতির কথা উঠে আসছে বারংবার। যার মধ্যে অন্যতম হল রাঙাপানি রেল স্টেশনের মাস্টারের সঙ্গে গেটম্যানদের মধ্যে কথোপকথন ।
সোমবার দুর্ঘটনার দিন অটোমেটিক সিগন্যাল ব্যবস্থা খারাপ থাকার কারণে মেমো দিয়ে অনুমতি দেওয়া হয়েছিল । মেমো ওর্ডারের ভিত্তিতে দুর্ঘটনাগ্রস্ত মালবাহী ট্রেনটির যে গতিবেগ হওয়ার কথা ছিল, তার থেকে অনেকটাই বেশি গতি ছিল মালগাড়ির । এই প্রসঙ্গে কাটিহার ডিভিশনের ডিআরএম সুরেন্দ্র কুমার বলেন, "রাঙাপানি স্টেশন পেরিয়ে এক রেলগেটের গার্ড মালগাড়ির অতিরিক্ত গতির কথা স্টেশন মাস্টারকে জানিয়েছিলেন । তবে সেদিন কে, কী জানিয়েছিলেন ? কাকে রিপোর্ট করেছিলেন? তা তদন্ত করে দেখা হচ্ছে ৷ সেই গার্ড আদৌ সত্যি কথা বলছেন কি না, সেই বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে কল রেকর্ড দিয়ে ।" এ বিষয়ে উত্তর-পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে বলেন, "কমিশনের তদন্ত চলাকালীন কিছু বলা সম্ভব নয়। আর এই বিষয় নিয়ে এখনই কোন মন্তব্য করতে চাইছি না ৷"
এই আবহে এক এক করে প্রতিটি রেলগেট কেবিনে নতুন যন্ত্র বসানোর কাজ শুরু হয়েছে । এতদিন বিশেষ এই যন্ত্রটি বেশ কিছু গুরুত্বপূর্ণ রেল স্টেশন-সহ রেলগেটের কেবিনে থাকলেও সমস্ত রেলগেটে ছিল না। কিন্তু কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনার পর যাত্রী সুরক্ষা নিয়ে প্রশ্নের মুখে রেল কর্তৃপক্ষ ৷ সে কারণে এবার কাটিহার ডিভিশনের সমস্ত স্টেশনের অন্তর্গত বিভিন্ন রেলগেটে এই যন্ত্র বসানোর সিদ্ধান্ত নিল রেল। গার্ডের টেলিফোনের সঙ্গে সরাসরি সংযোগ করা যাবে ওই যন্ত্রের মাধ্যমে।
রেল সূত্রে জানা গিয়েছে, এই যন্ত্রের মাধ্যমে টেলিফোন স্টেবিলাইজেশন বা যোগাযোগ উন্নত হবে ৷ অন্যদিকে, গার্ডের সঙ্গে স্টেশন মাস্টারের কথোপকথন রেকর্ড থাকবে । যাতে আগামীতে কোনও সমস্যা হলে সেই যন্ত্রের মাধ্যমে সব তথ্য অনায়াসে পাওয়া যায় ।