ETV Bharat / state

গ্রাহকদের সই নকল করে কয়েক লক্ষ টাকা হাতালেন পোস্ট মাস্টার ! - Indian Post Office

Jalpaiguri Post Office Chaos: গ্রাহকদের স্বাক্ষর নকল করে লক্ষ লক্ষ টাকা তুলে নেওয়ার অভিযোগ উঠল পোস্ট মাস্টারের বিরুদ্ধে । শুধু তাই নয়, নকল পাসবুক বানানোর অভিযোগও উঠেছে পোস্ট মাস্টারের বিরুদ্ধে ৷

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 21, 2024, 1:34 PM IST

Updated : Feb 21, 2024, 2:29 PM IST

সই নকল করে কয়েক লক্ষ টাকা হাতালেন পোস্ট মাস্টার

জলপাইগুড়ি, 21 ফেব্রুয়ারি: কয়েকমাস আগেই পোস্ট মাস্টারের পদে নিযুক্ত হয়েছেন জিৎ সুর ৷ এর মধ্যেই তিনি জড়িয়ে পড়লেন জালিয়াতি কাণ্ডে ৷ গ্রাহকদের স্বাক্ষর নকল করে লক্ষ লক্ষ টাকা তুলে নেওয়ার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে । শুধু টাকা তোলা নয়, নকল পাসবুক বানানোর অভিযোগও উঠেছে ওই পোস্ট মাস্টারের বিরুদ্ধে । ঘটনাটি প্রকাশ্যে আসতেই অভিযুক্ত পোস্ট মাস্টারকে ঘিরে বিক্ষোভ দেখালেন গ্রাহকরা । মঙ্গলবার জলপাইগুড়ির 20 নম্বর ওয়ার্ডের বামন পাড়া পোস্ট অফিসে এই ঘটনা ঘটে ৷

অভিযুক্ত পোস্ট মাস্টার জিৎ সুরকে আটকে রাখেন স্থানীয়রা । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন বড় পোস্ট অফিসের অ্যাসিস্টেন্ট সুপারিন্টেন্ডেন্ট অব পোস্ট মাস্টার । গ্রাহকদের অভিযোগ, পোস্ট অফিসের বেশ কয়েকজন গ্রাহকের স্বাক্ষর নকল করার পাশাপাশি পোস্ট অফিসের পাসবই নকল করার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে । অভিযুক্ত পোস্ট মাস্টার জিৎ সুর অকপটে স্বীকার করে নেন, তিনি গ্রাহকের স্বাক্ষর নকল করে টাকা তুলে নিয়েছেন । বেশ কয়েকজন গ্রাহকের থেকে তিনি দেড় থেকে দুই লক্ষ টাকা তুলে নিয়েছেন । তবে তিনি কেন এমন কাজ করলেন এই বিষয়ে কিছু বলতে চাননি ৷

প্রায় 9 মাস আগে পোস্ট মাস্টার পদে কাজে যোগ দিয়েছিলেন জিৎ। এরপরেই গ্রাহকদের স্বাক্ষর নকল করে টাকা নেওয়া শুরু করেন তিনি । একজন গ্রাহকের থেকে দেড় লক্ষ টাকা দিনের পর দিনে নকল সই করে তুলে নিয়েছেন বলে অভিযোগ রয়েছে । এই ঘটনা প্রসঙ্গে পোস্ট অফিসের গ্রাহক ঋষভ ঘোষের অভিযোগ, তাঁর মায়ের অ্যাকাউন্ট থেকে হঠাৎ করে বেশ কিছু টাকা উধাও হয়ে গিয়েছে ৷ তাতেই সন্দেহ হয় ৷ গত জানুয়ারি মাস থেকে তাঁর মায়ের অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নেওয়া হয়েছে ।

জালিয়াতি কাণ্ডে পোস্ট মাস্টারের জড়িত থাকার খবর পেয়েই ঘটনাস্থলে যান অ্যাসিস্টেন্ট সুপারিন্টেডেন্ট অব পোস্ট মাস্টার সাদাব আনোয়ার । তিনি বলেন, "অভিযুক্ত পোস্ট মাস্টারের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হবে । তাকে সাসপেন্ড করা হবে । যাদের টাকা খোয়া গিয়েছে, সেই সকল গ্রাহকদের টাকা ফিরিয়ে দেওয়া হবে ।"

আরও পড়ুন:

  1. নাগরিকের ব্যক্তিগত জীবনে নজরদারি চালাতে পারে না সরকার, ডাক বিভাগের বিল নিয়ে সরব বিশিষ্টরা
  2. পোস্ট অফিসগুলির বেসরকারিকরণ করছে না কেন্দ্র, বিরোধীদের দাবি উড়িয়ে জানালেন অশ্বীনি বৈষ্ণব
  3. ডাকে 'রসগোল্লা'র বিদেশ পাড়ি, দূরদূরান্তে প্রিয়জনের কাছে পৌঁছে যাবে পছন্দের খাবার-সামগ্রী

সই নকল করে কয়েক লক্ষ টাকা হাতালেন পোস্ট মাস্টার

জলপাইগুড়ি, 21 ফেব্রুয়ারি: কয়েকমাস আগেই পোস্ট মাস্টারের পদে নিযুক্ত হয়েছেন জিৎ সুর ৷ এর মধ্যেই তিনি জড়িয়ে পড়লেন জালিয়াতি কাণ্ডে ৷ গ্রাহকদের স্বাক্ষর নকল করে লক্ষ লক্ষ টাকা তুলে নেওয়ার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে । শুধু টাকা তোলা নয়, নকল পাসবুক বানানোর অভিযোগও উঠেছে ওই পোস্ট মাস্টারের বিরুদ্ধে । ঘটনাটি প্রকাশ্যে আসতেই অভিযুক্ত পোস্ট মাস্টারকে ঘিরে বিক্ষোভ দেখালেন গ্রাহকরা । মঙ্গলবার জলপাইগুড়ির 20 নম্বর ওয়ার্ডের বামন পাড়া পোস্ট অফিসে এই ঘটনা ঘটে ৷

অভিযুক্ত পোস্ট মাস্টার জিৎ সুরকে আটকে রাখেন স্থানীয়রা । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন বড় পোস্ট অফিসের অ্যাসিস্টেন্ট সুপারিন্টেন্ডেন্ট অব পোস্ট মাস্টার । গ্রাহকদের অভিযোগ, পোস্ট অফিসের বেশ কয়েকজন গ্রাহকের স্বাক্ষর নকল করার পাশাপাশি পোস্ট অফিসের পাসবই নকল করার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে । অভিযুক্ত পোস্ট মাস্টার জিৎ সুর অকপটে স্বীকার করে নেন, তিনি গ্রাহকের স্বাক্ষর নকল করে টাকা তুলে নিয়েছেন । বেশ কয়েকজন গ্রাহকের থেকে তিনি দেড় থেকে দুই লক্ষ টাকা তুলে নিয়েছেন । তবে তিনি কেন এমন কাজ করলেন এই বিষয়ে কিছু বলতে চাননি ৷

প্রায় 9 মাস আগে পোস্ট মাস্টার পদে কাজে যোগ দিয়েছিলেন জিৎ। এরপরেই গ্রাহকদের স্বাক্ষর নকল করে টাকা নেওয়া শুরু করেন তিনি । একজন গ্রাহকের থেকে দেড় লক্ষ টাকা দিনের পর দিনে নকল সই করে তুলে নিয়েছেন বলে অভিযোগ রয়েছে । এই ঘটনা প্রসঙ্গে পোস্ট অফিসের গ্রাহক ঋষভ ঘোষের অভিযোগ, তাঁর মায়ের অ্যাকাউন্ট থেকে হঠাৎ করে বেশ কিছু টাকা উধাও হয়ে গিয়েছে ৷ তাতেই সন্দেহ হয় ৷ গত জানুয়ারি মাস থেকে তাঁর মায়ের অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নেওয়া হয়েছে ।

জালিয়াতি কাণ্ডে পোস্ট মাস্টারের জড়িত থাকার খবর পেয়েই ঘটনাস্থলে যান অ্যাসিস্টেন্ট সুপারিন্টেডেন্ট অব পোস্ট মাস্টার সাদাব আনোয়ার । তিনি বলেন, "অভিযুক্ত পোস্ট মাস্টারের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হবে । তাকে সাসপেন্ড করা হবে । যাদের টাকা খোয়া গিয়েছে, সেই সকল গ্রাহকদের টাকা ফিরিয়ে দেওয়া হবে ।"

আরও পড়ুন:

  1. নাগরিকের ব্যক্তিগত জীবনে নজরদারি চালাতে পারে না সরকার, ডাক বিভাগের বিল নিয়ে সরব বিশিষ্টরা
  2. পোস্ট অফিসগুলির বেসরকারিকরণ করছে না কেন্দ্র, বিরোধীদের দাবি উড়িয়ে জানালেন অশ্বীনি বৈষ্ণব
  3. ডাকে 'রসগোল্লা'র বিদেশ পাড়ি, দূরদূরান্তে প্রিয়জনের কাছে পৌঁছে যাবে পছন্দের খাবার-সামগ্রী
Last Updated : Feb 21, 2024, 2:29 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.