জলপাইগুড়ি, 21 ফেব্রুয়ারি: কয়েকমাস আগেই পোস্ট মাস্টারের পদে নিযুক্ত হয়েছেন জিৎ সুর ৷ এর মধ্যেই তিনি জড়িয়ে পড়লেন জালিয়াতি কাণ্ডে ৷ গ্রাহকদের স্বাক্ষর নকল করে লক্ষ লক্ষ টাকা তুলে নেওয়ার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে । শুধু টাকা তোলা নয়, নকল পাসবুক বানানোর অভিযোগও উঠেছে ওই পোস্ট মাস্টারের বিরুদ্ধে । ঘটনাটি প্রকাশ্যে আসতেই অভিযুক্ত পোস্ট মাস্টারকে ঘিরে বিক্ষোভ দেখালেন গ্রাহকরা । মঙ্গলবার জলপাইগুড়ির 20 নম্বর ওয়ার্ডের বামন পাড়া পোস্ট অফিসে এই ঘটনা ঘটে ৷
অভিযুক্ত পোস্ট মাস্টার জিৎ সুরকে আটকে রাখেন স্থানীয়রা । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন বড় পোস্ট অফিসের অ্যাসিস্টেন্ট সুপারিন্টেন্ডেন্ট অব পোস্ট মাস্টার । গ্রাহকদের অভিযোগ, পোস্ট অফিসের বেশ কয়েকজন গ্রাহকের স্বাক্ষর নকল করার পাশাপাশি পোস্ট অফিসের পাসবই নকল করার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে । অভিযুক্ত পোস্ট মাস্টার জিৎ সুর অকপটে স্বীকার করে নেন, তিনি গ্রাহকের স্বাক্ষর নকল করে টাকা তুলে নিয়েছেন । বেশ কয়েকজন গ্রাহকের থেকে তিনি দেড় থেকে দুই লক্ষ টাকা তুলে নিয়েছেন । তবে তিনি কেন এমন কাজ করলেন এই বিষয়ে কিছু বলতে চাননি ৷
প্রায় 9 মাস আগে পোস্ট মাস্টার পদে কাজে যোগ দিয়েছিলেন জিৎ। এরপরেই গ্রাহকদের স্বাক্ষর নকল করে টাকা নেওয়া শুরু করেন তিনি । একজন গ্রাহকের থেকে দেড় লক্ষ টাকা দিনের পর দিনে নকল সই করে তুলে নিয়েছেন বলে অভিযোগ রয়েছে । এই ঘটনা প্রসঙ্গে পোস্ট অফিসের গ্রাহক ঋষভ ঘোষের অভিযোগ, তাঁর মায়ের অ্যাকাউন্ট থেকে হঠাৎ করে বেশ কিছু টাকা উধাও হয়ে গিয়েছে ৷ তাতেই সন্দেহ হয় ৷ গত জানুয়ারি মাস থেকে তাঁর মায়ের অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নেওয়া হয়েছে ।
জালিয়াতি কাণ্ডে পোস্ট মাস্টারের জড়িত থাকার খবর পেয়েই ঘটনাস্থলে যান অ্যাসিস্টেন্ট সুপারিন্টেডেন্ট অব পোস্ট মাস্টার সাদাব আনোয়ার । তিনি বলেন, "অভিযুক্ত পোস্ট মাস্টারের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হবে । তাকে সাসপেন্ড করা হবে । যাদের টাকা খোয়া গিয়েছে, সেই সকল গ্রাহকদের টাকা ফিরিয়ে দেওয়া হবে ।"
আরও পড়ুন: