ETV Bharat / state

প্রশ্ন পড়ার জন্যও থাকছে না সময়, উচ্চমাধ্যমিকে নয়া নিয়ম

HS Exam 2025: উচ্চমাধ্যমিকে তিনঘণ্টা ধরে পরীক্ষার ইতি ৷ সেমিস্টার পদ্ধতিতে এবার সময় কমবে উচ্চমাধ্যমিক পরীক্ষায় ৷ প্রশ্ন পড়ার জন্যও সময় দেওয়া হবে না আর ৷

Etv Bharat
প্রতীকী ছবি
author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 15, 2024, 4:35 PM IST

কলকাতা, 15 মার্চ: উচ্চমাধ্যমিক পরীক্ষার চিরাচরিত প্রথা ভেঙে শুরু হয়েছে সেমিস্টার পদ্ধতি । সেই সেমিস্টারের জন্য বদল এল পরীক্ষার সময়েও । তিন ঘণ্টা ধরে যে পরীক্ষা হত, এই সেমিস্টার পদ্ধতি আসায় সেই সময় অনেকটাই কমল । প্রথম, দ্বিতীয় ও তৃতীয় সেমিস্টারের জন্য সময় ধার্য করা হয়েছে দেড় ঘণ্টা । আর চতুর্থ সেমিস্টারের জন্য সময় 2 ঘণ্টা । এছাড়া প্রশ্ন পড়ার জন্য আগে 15 মিনিট সময় দেওয়া হত । যা এবার থেকে আর দেওয়া হবে না ।

উচ্চমাধ্যমিকে আগামী শিক্ষাবর্ষ থেকে সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা হবে । মাধ্যমিক পাস করে যে সমস্ত পড়ুয়ারা একাদশ শ্রেণিতে উঠবে তারাই প্রথম সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা দেবে । এরাই প্রথম ব্যাচ যারা উচ্চমাধ্যমিকও দেবে সেমিস্টার পদ্ধতিতে । এমনকি পরীক্ষায় পাশ-ফেলের ক্ষেত্রেও নিয়ম আছে । প্রথম এবং তৃতীয় সেমিস্টারে কোনও ফেল থাকছে না । একাদশ এবং দ্বাদশ শ্রেণির প্রথম পরীক্ষায় যদি কেউ শূন্যও পায় তাহলেও সে দ্বিতীয় এবং চতুর্থ সেমিস্টারে বসতে পারবে । এই বিষয়ে সংসদ সভাপতি চিরঞ্জিত ভট্টাচার্য জানান, গাইডলাইন ও রুটিন অনুযায়ী একাদশের প্রথম ও দ্বিতীয় সেমিস্টার পরিচালনা করবে স্কুল দ্বাদশের চতুর্থ এবং তৃতীয় সেমিস্টার সম্পূর্ণভাবে পরিচালনা করবেন সংসদ । এমনকি অ্যাডমিট কার্ডও একবারই ইস্যু করা হবে । যা দেওয়া হবে তৃতীয় সেমিস্টারের আগে । এমনকি পরীক্ষার হল খুব প্রয়োজনীয় ছাড়া বদলানো হবে না ।

উভয় শ্রেণিতেই প্র্যাকটিক্যালভিত্তিক বিষয়গুলির ক্ষেত্রে এক একটি সেমিস্টারের পরীক্ষা হবে 35 নম্বরে । এছাড়া প্র্যাকটিক্যালে থাকবে আরও 30 নম্বর । দুটো সেমিস্টার মিলিয়ে 30 শতাংশ নম্বর অর্থাৎ 21 পেলেই পাস করবে পরীক্ষার্থীরা । তার সঙ্গে প্র্যাকটিক্যালেও আলাদা করে 30 শতাংশ নম্বর পেতে হবে । এরপর প্রোজেক্টভিত্তিক যে সেমিস্টারগুলি রয়েছে সেখানে সেমিস্টার পিছু 40 নম্বরের পরীক্ষা হবে । দুটো সেমিস্টার মিলিয়ে 24 নম্বর পেলেই পাস করবে পড়ুয়ারা । প্রোজেক্টে 20 নম্বরের মধ্যে পেতে হবে 30 শতাংশ ।

কলকাতা, 15 মার্চ: উচ্চমাধ্যমিক পরীক্ষার চিরাচরিত প্রথা ভেঙে শুরু হয়েছে সেমিস্টার পদ্ধতি । সেই সেমিস্টারের জন্য বদল এল পরীক্ষার সময়েও । তিন ঘণ্টা ধরে যে পরীক্ষা হত, এই সেমিস্টার পদ্ধতি আসায় সেই সময় অনেকটাই কমল । প্রথম, দ্বিতীয় ও তৃতীয় সেমিস্টারের জন্য সময় ধার্য করা হয়েছে দেড় ঘণ্টা । আর চতুর্থ সেমিস্টারের জন্য সময় 2 ঘণ্টা । এছাড়া প্রশ্ন পড়ার জন্য আগে 15 মিনিট সময় দেওয়া হত । যা এবার থেকে আর দেওয়া হবে না ।

উচ্চমাধ্যমিকে আগামী শিক্ষাবর্ষ থেকে সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা হবে । মাধ্যমিক পাস করে যে সমস্ত পড়ুয়ারা একাদশ শ্রেণিতে উঠবে তারাই প্রথম সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা দেবে । এরাই প্রথম ব্যাচ যারা উচ্চমাধ্যমিকও দেবে সেমিস্টার পদ্ধতিতে । এমনকি পরীক্ষায় পাশ-ফেলের ক্ষেত্রেও নিয়ম আছে । প্রথম এবং তৃতীয় সেমিস্টারে কোনও ফেল থাকছে না । একাদশ এবং দ্বাদশ শ্রেণির প্রথম পরীক্ষায় যদি কেউ শূন্যও পায় তাহলেও সে দ্বিতীয় এবং চতুর্থ সেমিস্টারে বসতে পারবে । এই বিষয়ে সংসদ সভাপতি চিরঞ্জিত ভট্টাচার্য জানান, গাইডলাইন ও রুটিন অনুযায়ী একাদশের প্রথম ও দ্বিতীয় সেমিস্টার পরিচালনা করবে স্কুল দ্বাদশের চতুর্থ এবং তৃতীয় সেমিস্টার সম্পূর্ণভাবে পরিচালনা করবেন সংসদ । এমনকি অ্যাডমিট কার্ডও একবারই ইস্যু করা হবে । যা দেওয়া হবে তৃতীয় সেমিস্টারের আগে । এমনকি পরীক্ষার হল খুব প্রয়োজনীয় ছাড়া বদলানো হবে না ।

উভয় শ্রেণিতেই প্র্যাকটিক্যালভিত্তিক বিষয়গুলির ক্ষেত্রে এক একটি সেমিস্টারের পরীক্ষা হবে 35 নম্বরে । এছাড়া প্র্যাকটিক্যালে থাকবে আরও 30 নম্বর । দুটো সেমিস্টার মিলিয়ে 30 শতাংশ নম্বর অর্থাৎ 21 পেলেই পাস করবে পরীক্ষার্থীরা । তার সঙ্গে প্র্যাকটিক্যালেও আলাদা করে 30 শতাংশ নম্বর পেতে হবে । এরপর প্রোজেক্টভিত্তিক যে সেমিস্টারগুলি রয়েছে সেখানে সেমিস্টার পিছু 40 নম্বরের পরীক্ষা হবে । দুটো সেমিস্টার মিলিয়ে 24 নম্বর পেলেই পাস করবে পড়ুয়ারা । প্রোজেক্টে 20 নম্বরের মধ্যে পেতে হবে 30 শতাংশ ।

আরও পড়ুন:

  1. এবার থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষার মূল্যায়ন কীভাবে ? জানাল সংসদ
  2. একাদশ-দ্বাদশ শ্রেণির পরীক্ষা হবে সেমিস্টার পদ্ধতিতে, বড় ঘোষণা উচ্চ শিক্ষা সংসদের
  3. সেমিস্টার পদ্ধতিকে স্বাগত জানালেও সিলেবাস নিয়ে প্রশ্ন শিক্ষামহলে
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.