ETV Bharat / state

ডাক্তাররা-সহ আশিরও বেশি সংগঠন নিয়ে গঠিত 'অভয়া মঞ্চ', ঘোষিত একাধিক কর্মসূচি - ABHAYA MANCHA

আশিরও বেশি সংগঠন নিয়ে গঠিত হল 'অভয়া মঞ্চ' ৷ তারা পাশে থাকবে আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের ৷ বেশকিছু কর্মসূচিও ঘোষণা করেছে তারা ৷

ETV BHARAT
আশিরও বেশি সংগঠন নিয়ে গঠিত 'অভয়া মঞ্চ' (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 29, 2024, 12:32 PM IST

কলকাতা, 29 অক্টোবর: এবার জয়েন্ট প্লাটফর্ম অফ ডক্টরসের সঙ্গে প্রায় আশিটা সংগঠন মিলে গঠিত হল অভয়া মঞ্চ । সিনিয়র চিকিৎসকরা ছাড়াও সেখানে রয়েছে আরও অন্যান্য অরাজনৈতিক রেজিস্টার্ড সংগঠন। সোমবার এই মঞ্চ গঠন করা হয়েছে । আর মঞ্চ গঠিত হওয়ার পরই আগামী দিনের বেশকিছু কর্মসূচির কথাও জানিয়েছে তারা । অভয়া মঞ্চের তরফে জানানো হয়েছে, ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট যে কর্মসূচি গ্রহণ করবে, সবেতেই তারা অংশ নেবে ।

আগামী বুধবার জুনিয়র চিকিৎসকদের 'টর্চ জ্বালো' কর্মসূচি রয়েছে । সেখানে তারা ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিল থেকে সিজিও কমপ্লেক্স পর্যন্ত মিছিল করবেন মশাল হাতে । সেই মিছিলেও অংশ নেবে এই অভয়া মঞ্চ । এছাড়াও নভেম্বর মাসের চার তারিখ সন্ধ্যা সাতটা থেকে রাত তিনটে পর্যন্ত ঘরে ঘরে, পাড়ায় পাড়ায় 'দ্রোহের আলো জ্বালো' কর্মসূচির ডাক দিয়েছে তারা । 9 নভেম্বর রানি রাসমণি রোডে জমায়েত করা হবে । এরপর তারা জয়নগর থেকে জয়গাঁও জাঠা কর্মসূচিও নিয়েছে । যা পরবর্তী সময়ে প্রকাশ্যে আসবে ।

মূলত এই অভয়া মঞ্চের প্রধান দাবি হল, আরজি কর হাসপাতালের নির্যাতিতার ন্যায়বিচার । তবে এর পাশাপাশি তারা সরব হবে রাজ্যের মেডিক্যাল কলেজগুলির থ্রেট কালচারের বিরুদ্ধেও । মেডিক্যাল কলেজগুলির পাশাপাশি, সমাজের যেখানে যেখানে থ্রেট কালচার দেখা যাবে, সেখানেই তারা আন্দোলন গড়ে তুলবে বলে জানিয়েছে অভয়া মঞ্চ । পাশাপাশি তারা নারী-পুরুষ নির্বিশেষে সমাজে প্রান্তিক লিঙ্গের মানুষেরও সম্মান রক্ষার্থে আন্দোলন করবে বলে জানিয়েছে । চিকিৎসক মনীষা আদত, পূর্ণব্রত গুণ এবং তমোনাশ চৌধুরীর নেতৃত্বে প্রাথমিক পর্যায়ে এই অভয়া মঞ্চ গড়ে উঠেছে ।

কলকাতা, 29 অক্টোবর: এবার জয়েন্ট প্লাটফর্ম অফ ডক্টরসের সঙ্গে প্রায় আশিটা সংগঠন মিলে গঠিত হল অভয়া মঞ্চ । সিনিয়র চিকিৎসকরা ছাড়াও সেখানে রয়েছে আরও অন্যান্য অরাজনৈতিক রেজিস্টার্ড সংগঠন। সোমবার এই মঞ্চ গঠন করা হয়েছে । আর মঞ্চ গঠিত হওয়ার পরই আগামী দিনের বেশকিছু কর্মসূচির কথাও জানিয়েছে তারা । অভয়া মঞ্চের তরফে জানানো হয়েছে, ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট যে কর্মসূচি গ্রহণ করবে, সবেতেই তারা অংশ নেবে ।

আগামী বুধবার জুনিয়র চিকিৎসকদের 'টর্চ জ্বালো' কর্মসূচি রয়েছে । সেখানে তারা ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিল থেকে সিজিও কমপ্লেক্স পর্যন্ত মিছিল করবেন মশাল হাতে । সেই মিছিলেও অংশ নেবে এই অভয়া মঞ্চ । এছাড়াও নভেম্বর মাসের চার তারিখ সন্ধ্যা সাতটা থেকে রাত তিনটে পর্যন্ত ঘরে ঘরে, পাড়ায় পাড়ায় 'দ্রোহের আলো জ্বালো' কর্মসূচির ডাক দিয়েছে তারা । 9 নভেম্বর রানি রাসমণি রোডে জমায়েত করা হবে । এরপর তারা জয়নগর থেকে জয়গাঁও জাঠা কর্মসূচিও নিয়েছে । যা পরবর্তী সময়ে প্রকাশ্যে আসবে ।

মূলত এই অভয়া মঞ্চের প্রধান দাবি হল, আরজি কর হাসপাতালের নির্যাতিতার ন্যায়বিচার । তবে এর পাশাপাশি তারা সরব হবে রাজ্যের মেডিক্যাল কলেজগুলির থ্রেট কালচারের বিরুদ্ধেও । মেডিক্যাল কলেজগুলির পাশাপাশি, সমাজের যেখানে যেখানে থ্রেট কালচার দেখা যাবে, সেখানেই তারা আন্দোলন গড়ে তুলবে বলে জানিয়েছে অভয়া মঞ্চ । পাশাপাশি তারা নারী-পুরুষ নির্বিশেষে সমাজে প্রান্তিক লিঙ্গের মানুষেরও সম্মান রক্ষার্থে আন্দোলন করবে বলে জানিয়েছে । চিকিৎসক মনীষা আদত, পূর্ণব্রত গুণ এবং তমোনাশ চৌধুরীর নেতৃত্বে প্রাথমিক পর্যায়ে এই অভয়া মঞ্চ গড়ে উঠেছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.