ETV Bharat / state

সন্দেশখালিকাণ্ডে বাড়ছে উদ্বেগ, বঙ্গে কড়া নির্দেশিকা নির্বাচন কমিশনের - ECI

ECI on Sandeshkhali: রাজ্যের নিরাপত্তা ব্যবস্থায় খুশি নয় কমিশন ৷ সন্দেশখালিকাণ্ডের পর থেকে নির্বাচন কমিশনের একের পর এক কড়া নির্দেশিকা তেমনই ইঙ্গিত দিচ্ছে ৷

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 23, 2024, 10:24 AM IST

কলকাতা, 23 ফেব্রুয়ারি: সন্দেশখালির পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন নির্বাচন কমিশন ৷ আসন্ন লোকসভা নির্বাচনকে সুষ্ঠভাবে করাতে একের পর এক কড়া সিদ্ধান্ত ও নির্দেশিকা জারি করছে কমিশন ৷ এই প্রসঙ্গে বৃহস্পতিবার নির্বাচন কমিশন সাতটি পয়েন্ট নির্দিষ্ট করে দিয়েছে । সেখানে রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি থেকে শুরু করে ভুয়ো খবরের কথাও উল্লেখ করা হয়েছে । এমনকি কোন রাজনৈতিক দল কোথায় কী কথা বলছে সেই বিষয়ও বিস্তারিত রিপোর্ট পাঠাতে নির্দেশ দেওয়া হয়েছে ।

4 মার্চ কমিশনের ফুল বেঞ্চ আসার আগে শেষবারের মতো রাজ্যের সবকটি জেলাশাসক এবং পুলিশ সুপারদের নিয়ে জরুরি বৈঠকে বসবেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব । জানা গিয়েছে যে, উত্তর ও দক্ষিণ কলকাতা, ও দুই 24 পরগনার সঙ্গে 28 ফেব্রুয়ারি আবারও বৈঠকে বসতে পারে কমিশন । 24 ফেব্রুয়ারি সবকটি জেলার সঙ্গে বৈঠক করার পরেও আবার বিশেষভাবে এই জেলাগুলির উপর নজর দিচ্ছে কমিশন । কারণ একদিকে ভোটের উত্তাপ আর অন্যদিকে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বারবার বিরোধীদের প্রশ্ন ।

রাজ্যে এখনও পর্যন্ত 80 হাজারের বেশি বুথ রয়েছে যার মধ্যে 47 শতাংশ বুথে এখনও ইন্টারনেট পরিষেবা পৌঁছনো সম্ভব হয়নি ৷ জাতীয় নির্বাচন কমিশন সূত্রে খবর যে, 100 শতাংশ বুথেই এবার ওয়েব কাস্টিং করার চেষ্টা চালানো হচ্ছে ।

নির্বাচনী নির্ঘণ্ট প্রকাশ হওয়ার অনেক আগে থেকেই রাজ্যে আসছে কেন্দ্রীয় ও আধাসামরিক বাহিনী । আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় রুট মার্চ শুরু হয়ে যাবে বলে জানা গিয়েছে ৷ জাতীয় নির্বাচন কমিশনের ইতিহাসে এই প্রথমবার ভোটের নির্ঘণ্ট প্রকাশের অনেক আগে থেকে মিডিয়া মনিটরিং শুরু হয়েছে । প্রসঙ্গত, বৈদ্যুতিন মাধ্যম, খবরের কাগজ এবং ডিজিটাল মাধ্যমে রাজ্যে প্রতিদিন কোথায় নির্বাচন সংক্রান্ত কী খবর প্রকাশিত হচ্ছে তার সম্পূর্ণ রিপোর্ট পাঠানোর নির্দেশ দিয়েছে কমিশন । ইতিমধ্যেই রাজ্যের সবকটি জেলা থেকে এই রিপোর্ট পাঠানো শুরু হয়েছে । নির্বাচনী খবরের দ্বারা যাতে কোথায় কোনওরকম উত্তেজনা না ছড়ায় সেই জন্যই এই ব্যবস্থা বলে জানা গিয়েছে ।

আরও পড়ুন :

  1. স্পর্শকাতর বুথের তালিকা চাইল কমিশন, চলতি মাসের শেষেই রাজ্যে আসতে পারে কেন্দ্রীয়বাহিনী
  2. লোকসভা নির্বাচনের সব পোর্টালকে 24 ঘণ্টাই সক্রিয় রাখার নির্দেশ জাতীয় নির্বাচন কমিশনের
  3. 4 মার্চ রাজ্যে জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ, থাকছে ঠাসা কর্মসূচি

কলকাতা, 23 ফেব্রুয়ারি: সন্দেশখালির পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন নির্বাচন কমিশন ৷ আসন্ন লোকসভা নির্বাচনকে সুষ্ঠভাবে করাতে একের পর এক কড়া সিদ্ধান্ত ও নির্দেশিকা জারি করছে কমিশন ৷ এই প্রসঙ্গে বৃহস্পতিবার নির্বাচন কমিশন সাতটি পয়েন্ট নির্দিষ্ট করে দিয়েছে । সেখানে রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি থেকে শুরু করে ভুয়ো খবরের কথাও উল্লেখ করা হয়েছে । এমনকি কোন রাজনৈতিক দল কোথায় কী কথা বলছে সেই বিষয়ও বিস্তারিত রিপোর্ট পাঠাতে নির্দেশ দেওয়া হয়েছে ।

4 মার্চ কমিশনের ফুল বেঞ্চ আসার আগে শেষবারের মতো রাজ্যের সবকটি জেলাশাসক এবং পুলিশ সুপারদের নিয়ে জরুরি বৈঠকে বসবেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব । জানা গিয়েছে যে, উত্তর ও দক্ষিণ কলকাতা, ও দুই 24 পরগনার সঙ্গে 28 ফেব্রুয়ারি আবারও বৈঠকে বসতে পারে কমিশন । 24 ফেব্রুয়ারি সবকটি জেলার সঙ্গে বৈঠক করার পরেও আবার বিশেষভাবে এই জেলাগুলির উপর নজর দিচ্ছে কমিশন । কারণ একদিকে ভোটের উত্তাপ আর অন্যদিকে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বারবার বিরোধীদের প্রশ্ন ।

রাজ্যে এখনও পর্যন্ত 80 হাজারের বেশি বুথ রয়েছে যার মধ্যে 47 শতাংশ বুথে এখনও ইন্টারনেট পরিষেবা পৌঁছনো সম্ভব হয়নি ৷ জাতীয় নির্বাচন কমিশন সূত্রে খবর যে, 100 শতাংশ বুথেই এবার ওয়েব কাস্টিং করার চেষ্টা চালানো হচ্ছে ।

নির্বাচনী নির্ঘণ্ট প্রকাশ হওয়ার অনেক আগে থেকেই রাজ্যে আসছে কেন্দ্রীয় ও আধাসামরিক বাহিনী । আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় রুট মার্চ শুরু হয়ে যাবে বলে জানা গিয়েছে ৷ জাতীয় নির্বাচন কমিশনের ইতিহাসে এই প্রথমবার ভোটের নির্ঘণ্ট প্রকাশের অনেক আগে থেকে মিডিয়া মনিটরিং শুরু হয়েছে । প্রসঙ্গত, বৈদ্যুতিন মাধ্যম, খবরের কাগজ এবং ডিজিটাল মাধ্যমে রাজ্যে প্রতিদিন কোথায় নির্বাচন সংক্রান্ত কী খবর প্রকাশিত হচ্ছে তার সম্পূর্ণ রিপোর্ট পাঠানোর নির্দেশ দিয়েছে কমিশন । ইতিমধ্যেই রাজ্যের সবকটি জেলা থেকে এই রিপোর্ট পাঠানো শুরু হয়েছে । নির্বাচনী খবরের দ্বারা যাতে কোথায় কোনওরকম উত্তেজনা না ছড়ায় সেই জন্যই এই ব্যবস্থা বলে জানা গিয়েছে ।

আরও পড়ুন :

  1. স্পর্শকাতর বুথের তালিকা চাইল কমিশন, চলতি মাসের শেষেই রাজ্যে আসতে পারে কেন্দ্রীয়বাহিনী
  2. লোকসভা নির্বাচনের সব পোর্টালকে 24 ঘণ্টাই সক্রিয় রাখার নির্দেশ জাতীয় নির্বাচন কমিশনের
  3. 4 মার্চ রাজ্যে জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ, থাকছে ঠাসা কর্মসূচি
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.