ETV Bharat / state

নওশাদকে ডায়মন্ড হারবারে প্রার্থী করতে নারাজ আইএসএফ - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024

Nawsad Siddique: ডায়মন্ড হারবারে তৃণমূল প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়তে চেয়েছেন নওশাদ সিদ্দিকী ৷ তবে তিনি শত বললেও 'সংগঠনহীন আইএসএফ' তাঁকে ডায়মন্ড হারবারে প্রার্থী করতে নারাজ ৷ এমনটাই আভাস পাওয়া গেল আইএসফের রাজ্যস্তরের নেতার কথায় ৷

Nawsad Siddique
Nawsad Siddique
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 2, 2024, 3:31 PM IST

কলকাতা, 2 এপ্রিল: ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী হতে চেয়েছিলেন নওশাদ সিদ্দিকী ৷ তবে তাঁকে এই আসন থেকে প্রার্থী করছে না আইএসএফ ৷ এমনটাই আভাস পাওয়া গেল আইএসএফের এক রাজ্যস্তরের নেতার কথায় ৷ ডায়মন্ড হারবার লোকসভা আসনে নওশাদ সিদ্দিকীকে প্রার্থী না-করার বিষয়ে তাঁর যুক্তি, "আমরা মানছি, নওশাদ বলেছিল ডায়মন্ড হারবারে প্রার্থী হবেন কিন্তু আমাদের (আইএসএফ) তো সেখানে কোনও সংগঠন নেই । আমরা বামফ্রন্টের কাছে ওই আসন দাবিও করেনি । তাহলে কেন দলের একমাত্র মুখকে জেনে বুঝে 'গর্তে' ফেলে দিই?"

জানা গিয়েছে, বাম-কংগ্রেস ওই আসনে নওশাদকে সমর্থন করার কথা জানিয়েছে । তবে ওই নেতার বক্তব্য, "ওইখানে বাম-কংগ্রেসের আর কী অস্তিত্ব আছে? নওশাদ বলে ফেলেছে বলেই তো এখন ঘুরপথে চাপ সৃষ্টির চেষ্টা চলছে ।" তাহলে জোট হোক বা না হোক নওশাদ ডায়মন্ড হারবারে প্রার্থী হচ্ছেন না? সঙ্গে সঙ্গে ওই আইএসএফ নেতা বলেন, "এতক্ষণ যা বললাম তাতে বুঝে নিন ।"

একুশে বিধানসভা ভোটের আগে 'সংযুক্ত মোর্চার' জোট হয়েছিল ৷ তবে 2024 সালের লোকসভা ভোটে তার পুনরাবৃত্তি হচ্ছে না । এমনটাও আভাস পাওয়া গেল সোমবার আইএসফের রাজ্যস্তরের ওই নেতার কথায় । তিনি বলেন, "যে টুকু আশার আলো ছিল তা এখন নিভু নিভু ।" ওই নেতার সঙ্গে আলিমুদ্দিন স্ট্রিটের এক নেতার ফোনে আলোচনা হয়। আসন রফা নিয়ে দু'পক্ষের আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে । তবে পারস্পরিক বোঝাপড়া হলেও আইএসএফ কয়েকটি আসনে 'বন্ধুত্বপূর্ণ' লড়াইয়ের বার্তা দেয় । কিন্তু উলটো দিক থেকে অর্থাৎ, সিপিএমের ওই নেতা তাতে সম্মতি জানায়নি বলেই দাবি আইএসএফ নেতার ।

সোমবার বিকেল পর্যন্ত আলিমুদ্দিন স্ট্রিট ও আইএসএফ সূত্রের দাবি, ইতিমধ্যে আইএসএফ যে 8টি আসনে প্রার্থী দিয়েছে ৷ তার মধ্যে কয়েকটি আসনের পরিবর্তে কয়েকটি আসন ছেড়ে দেওয়ার শর্ত রয়েছে । আইএসএফ শর্ত দিয়েছে যে, শ্রীরামপুর লোকসভা আসন ছাড়লে সিপিএমকে যাদবপুর লোকসভা আসন ছাড়া হবে । একইভাবে, ভগবানগোলা বিধানসভা উপ-নির্বাচনের জন্য আইএসএফকে ছাড়লে মুর্শিদাবাদ লোকসভা আসনে প্রার্থী প্রত্যাহার করে নেওয়া যেতে পারে । তবে বসিরহাট লোকসভা আসন আবার আইএসএফকে দিতে হবে।

যদিও 'বহুকষ্টে' সিপিআইয়ের থেকে বসিরহাট নিয়ে সিপিএম নিরাপদকে প্রার্থী করার বিষয়ে উদ্যোগী হয়েছে । ফলে ওই আসন কোনোভাবেই সিপিএম আইএসএফকে ছাড়বে না বলে সূত্রের খবর । আলিমুদ্দিন স্ট্রিটের এক নেতার কথায়, "শ্রীরামপুর, যাদবপুর কিংবা অন্য কোন আসনে প্রার্থী পদ প্রত্যাহারের প্রশ্নই ওঠে না । বসিরহাট শরিকদের থেকে নেওয়া হয়েছে সিপিএম প্রার্থী দেবে বলে ।"

আরও পড়ুন:

  1. 'অভিষেকের বিরুদ্ধে লড়তে প্রস্তুত', রাজ্য কমিটির অনুমতির অপেক্ষায় নওশাদ
  2. 'দক্ষিণ মালদায় প্রার্থী দেব মনস্থির করেছি', জোট জল্পনার ইতি চেয়ে বললেন নওশাদ
  3. জোট আরও জটিল, বামেদের আগেই যাদবপুর-সহ আট কেন্দ্রে লড়াইয়ের ঘোষণা আইএসএফের

কলকাতা, 2 এপ্রিল: ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী হতে চেয়েছিলেন নওশাদ সিদ্দিকী ৷ তবে তাঁকে এই আসন থেকে প্রার্থী করছে না আইএসএফ ৷ এমনটাই আভাস পাওয়া গেল আইএসএফের এক রাজ্যস্তরের নেতার কথায় ৷ ডায়মন্ড হারবার লোকসভা আসনে নওশাদ সিদ্দিকীকে প্রার্থী না-করার বিষয়ে তাঁর যুক্তি, "আমরা মানছি, নওশাদ বলেছিল ডায়মন্ড হারবারে প্রার্থী হবেন কিন্তু আমাদের (আইএসএফ) তো সেখানে কোনও সংগঠন নেই । আমরা বামফ্রন্টের কাছে ওই আসন দাবিও করেনি । তাহলে কেন দলের একমাত্র মুখকে জেনে বুঝে 'গর্তে' ফেলে দিই?"

জানা গিয়েছে, বাম-কংগ্রেস ওই আসনে নওশাদকে সমর্থন করার কথা জানিয়েছে । তবে ওই নেতার বক্তব্য, "ওইখানে বাম-কংগ্রেসের আর কী অস্তিত্ব আছে? নওশাদ বলে ফেলেছে বলেই তো এখন ঘুরপথে চাপ সৃষ্টির চেষ্টা চলছে ।" তাহলে জোট হোক বা না হোক নওশাদ ডায়মন্ড হারবারে প্রার্থী হচ্ছেন না? সঙ্গে সঙ্গে ওই আইএসএফ নেতা বলেন, "এতক্ষণ যা বললাম তাতে বুঝে নিন ।"

একুশে বিধানসভা ভোটের আগে 'সংযুক্ত মোর্চার' জোট হয়েছিল ৷ তবে 2024 সালের লোকসভা ভোটে তার পুনরাবৃত্তি হচ্ছে না । এমনটাও আভাস পাওয়া গেল সোমবার আইএসফের রাজ্যস্তরের ওই নেতার কথায় । তিনি বলেন, "যে টুকু আশার আলো ছিল তা এখন নিভু নিভু ।" ওই নেতার সঙ্গে আলিমুদ্দিন স্ট্রিটের এক নেতার ফোনে আলোচনা হয়। আসন রফা নিয়ে দু'পক্ষের আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে । তবে পারস্পরিক বোঝাপড়া হলেও আইএসএফ কয়েকটি আসনে 'বন্ধুত্বপূর্ণ' লড়াইয়ের বার্তা দেয় । কিন্তু উলটো দিক থেকে অর্থাৎ, সিপিএমের ওই নেতা তাতে সম্মতি জানায়নি বলেই দাবি আইএসএফ নেতার ।

সোমবার বিকেল পর্যন্ত আলিমুদ্দিন স্ট্রিট ও আইএসএফ সূত্রের দাবি, ইতিমধ্যে আইএসএফ যে 8টি আসনে প্রার্থী দিয়েছে ৷ তার মধ্যে কয়েকটি আসনের পরিবর্তে কয়েকটি আসন ছেড়ে দেওয়ার শর্ত রয়েছে । আইএসএফ শর্ত দিয়েছে যে, শ্রীরামপুর লোকসভা আসন ছাড়লে সিপিএমকে যাদবপুর লোকসভা আসন ছাড়া হবে । একইভাবে, ভগবানগোলা বিধানসভা উপ-নির্বাচনের জন্য আইএসএফকে ছাড়লে মুর্শিদাবাদ লোকসভা আসনে প্রার্থী প্রত্যাহার করে নেওয়া যেতে পারে । তবে বসিরহাট লোকসভা আসন আবার আইএসএফকে দিতে হবে।

যদিও 'বহুকষ্টে' সিপিআইয়ের থেকে বসিরহাট নিয়ে সিপিএম নিরাপদকে প্রার্থী করার বিষয়ে উদ্যোগী হয়েছে । ফলে ওই আসন কোনোভাবেই সিপিএম আইএসএফকে ছাড়বে না বলে সূত্রের খবর । আলিমুদ্দিন স্ট্রিটের এক নেতার কথায়, "শ্রীরামপুর, যাদবপুর কিংবা অন্য কোন আসনে প্রার্থী পদ প্রত্যাহারের প্রশ্নই ওঠে না । বসিরহাট শরিকদের থেকে নেওয়া হয়েছে সিপিএম প্রার্থী দেবে বলে ।"

আরও পড়ুন:

  1. 'অভিষেকের বিরুদ্ধে লড়তে প্রস্তুত', রাজ্য কমিটির অনুমতির অপেক্ষায় নওশাদ
  2. 'দক্ষিণ মালদায় প্রার্থী দেব মনস্থির করেছি', জোট জল্পনার ইতি চেয়ে বললেন নওশাদ
  3. জোট আরও জটিল, বামেদের আগেই যাদবপুর-সহ আট কেন্দ্রে লড়াইয়ের ঘোষণা আইএসএফের
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.