ETV Bharat / state

সরস্বতী পুজোর ভাসানে যেতে বাধা, অভিমানে আত্মঘাতী নব নালন্দা স্কুলের ছাত্রী - Nava Nalanda School

Student Suicide: সরস্বতী পুজোর ভাসানে যেতে বাধা পরিবারের ৷ অভিমানে আত্মঘাতী দশম শ্রেণির এক ছাত্রী ৷ বেহালা থানার ঘটনায় এলাকায় শোকের ছায়া ৷

Etv Bharat
প্রতীকী ছবি
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 17, 2024, 10:45 AM IST

কলকাতা, 17 ফেব্রুয়ারি: বন্ধ ঘর থেকে উদ্ধার দশম শ্রেণির ছাত্রীর ঝুলন্ত দেহ। শুক্রবার রাত বারোটা নাগাদ ঘটনাটি প্রকাশ্যে আসে বেহালা থানা এলাকায়। ইতিমধ্যেই বেহালা থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু হয়েছে। মৃত ছাত্রীর নাম সৃজনীর দালাল ৷ নব নালন্দা বিদ্যালয়ের ছাত্রী ছিল সৃজনী ৷ রাতেই ঘটনাস্থলে আসে কলকাতা পুলিশের হোমিসাইড বিভাগের গোয়েন্দারা । দেহটি দেখে তাদের প্রাথমিক অনুমান ছাত্রী গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের উচ্চপদস্থ আধিকারিক বলেন, "দেহটি আমরা ময়নাতদন্তের জন্য পাঠিয়েছি। এখনও এই ঘটনায় কোনও লিখিত অভিযোগ দায়ের হয়নি। পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে স্থানীয় বেহালা থানায়। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছেন তদন্তকারীরা।"

কোনও পছন্দ মতো জিনিস না-পাওয়ার ফলে আত্মঘাতী হওয়ার প্রবণতা দিনের পর দিন বেড়েই চলেছে কমবয়সি ছেলেমেয়েদের মধ্যে ৷ লালবাজারের একটি সমীক্ষায় দেখা গিয়েছে, এতে এগিয়ে রয়েছে ছাত্র-ছাত্রীরা। শিশু মনে কতটা প্রভাব পড়লে এই ধরনের আত্মঘাতী হওয়ার ভয়ানক ইচ্ছাকে বেছে নেয় তারা? এই বিষয়ে কেপিসি হাসপাতালের মনোরোগ চিকিৎসক ডাক্তার তীর্থঙ্কর গুহ ঠাকুরতা ইটিভি ভারতকে বলেন, "বিদেশে ছাত্র-ছাত্রীদের নিয়মিত কাউন্সিলিং বা মনের পরিচয় পর্ব চালু করা হলেও এই দেশে এখনও পর্যন্ত সেই ভাবে ছাত্র-ছাত্রীদের কাউন্সিলিং প্রায় হয় না-বললেই চলে।"

তিনি বলেন, "আমাদের উচিত একটি শিশু যখন থেকেই সে বড় হচ্ছে তখন থেকেই তার মনের সুপ্ত বাসনা এবং ইচ্ছেগুলোকে জানা ৷ সেগুলি অত্যন্ত ধৈর্য এবং দৃঢ়তার সঙ্গে তাকে বোঝানো তার জন্য কোনটা উপযোগী এবং কোনটি উপযোগী নয়। এছাড়া শিশু মনকে ছোট থেকেই দৃঢ়ভাবে গড়ে তোলার জন্য আরও বিভিন্ন ধরনের কৌশল রয়েছে। সেগুলি অবলম্বন না করলে এই সামাজিক ব্যাধি বেড়ে চলবে বরং কমবে না।"

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সরস্বতী পুজোর গোটা রাত সৃজনী বাইরে ছিল। সেদিন সেইভাবে তার পড়াশোনা হয়নি । তারপর ছিল ভাসান পর্ব। সৃজনী ঠাকুর ভাসানে যেতে চেয়েছিল ৷ কিন্তু তাকে বাড়িতে বকাবকি করা হয় ৷ যেহেতু দশম শ্রেণির পড়াশোনার চাপ থাকে, তাই তাকে পড়তে বসতে বলা হয় ৷ এরপর কোনও কাজে কিছুক্ষণের জন্য বাড়ির সদস্যরা সৃজনীকে রেখে বাইরে বেরিয়েছিলেন ৷ কিছুক্ষণ পর বাড়িতে ফিরে এসে তারা দীর্ঘক্ষণ ধরে সৃজনীকে ডাকাডাকি করলেও কোনও সাড়াশব্দ না-পেয়ে চিন্তিত হয়ে পড়েন ৷ এরপরেই এলাকার লোকজন স্থানীয় বেহালা থানায় খবর দেয় ৷ পুলিশের সহায়তায় দরজা ভেঙে উদ্ধার হয় সৃজনীর ঝুলন্ত দেহ। পুলিশের অনুমান, সরস্বতী পুজোর ভাসানে যেতে না-দেওয়ায় ওই ছাত্রী আত্মহত্যার পথ বেছে নিয়েছে ৷

আরও পড়ুন:

1. 36 তলা আবাসনের নীচ থেকে উদ্ধার মহিলার রক্তান্ত দেহ, আত্মহত্যা বলে অনুমান পুলিশের

2. স্কুলশিক্ষকের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ, সুইসাইড নোট লিখে আত্মঘাতী নাবালিকা

3. বহুতলের 29 তলা থেকে পড়ে মৃত্যু নাবালিকার, আত্মহত্যা বলে অনুমান পুলিশের

কলকাতা, 17 ফেব্রুয়ারি: বন্ধ ঘর থেকে উদ্ধার দশম শ্রেণির ছাত্রীর ঝুলন্ত দেহ। শুক্রবার রাত বারোটা নাগাদ ঘটনাটি প্রকাশ্যে আসে বেহালা থানা এলাকায়। ইতিমধ্যেই বেহালা থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু হয়েছে। মৃত ছাত্রীর নাম সৃজনীর দালাল ৷ নব নালন্দা বিদ্যালয়ের ছাত্রী ছিল সৃজনী ৷ রাতেই ঘটনাস্থলে আসে কলকাতা পুলিশের হোমিসাইড বিভাগের গোয়েন্দারা । দেহটি দেখে তাদের প্রাথমিক অনুমান ছাত্রী গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের উচ্চপদস্থ আধিকারিক বলেন, "দেহটি আমরা ময়নাতদন্তের জন্য পাঠিয়েছি। এখনও এই ঘটনায় কোনও লিখিত অভিযোগ দায়ের হয়নি। পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে স্থানীয় বেহালা থানায়। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছেন তদন্তকারীরা।"

কোনও পছন্দ মতো জিনিস না-পাওয়ার ফলে আত্মঘাতী হওয়ার প্রবণতা দিনের পর দিন বেড়েই চলেছে কমবয়সি ছেলেমেয়েদের মধ্যে ৷ লালবাজারের একটি সমীক্ষায় দেখা গিয়েছে, এতে এগিয়ে রয়েছে ছাত্র-ছাত্রীরা। শিশু মনে কতটা প্রভাব পড়লে এই ধরনের আত্মঘাতী হওয়ার ভয়ানক ইচ্ছাকে বেছে নেয় তারা? এই বিষয়ে কেপিসি হাসপাতালের মনোরোগ চিকিৎসক ডাক্তার তীর্থঙ্কর গুহ ঠাকুরতা ইটিভি ভারতকে বলেন, "বিদেশে ছাত্র-ছাত্রীদের নিয়মিত কাউন্সিলিং বা মনের পরিচয় পর্ব চালু করা হলেও এই দেশে এখনও পর্যন্ত সেই ভাবে ছাত্র-ছাত্রীদের কাউন্সিলিং প্রায় হয় না-বললেই চলে।"

তিনি বলেন, "আমাদের উচিত একটি শিশু যখন থেকেই সে বড় হচ্ছে তখন থেকেই তার মনের সুপ্ত বাসনা এবং ইচ্ছেগুলোকে জানা ৷ সেগুলি অত্যন্ত ধৈর্য এবং দৃঢ়তার সঙ্গে তাকে বোঝানো তার জন্য কোনটা উপযোগী এবং কোনটি উপযোগী নয়। এছাড়া শিশু মনকে ছোট থেকেই দৃঢ়ভাবে গড়ে তোলার জন্য আরও বিভিন্ন ধরনের কৌশল রয়েছে। সেগুলি অবলম্বন না করলে এই সামাজিক ব্যাধি বেড়ে চলবে বরং কমবে না।"

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সরস্বতী পুজোর গোটা রাত সৃজনী বাইরে ছিল। সেদিন সেইভাবে তার পড়াশোনা হয়নি । তারপর ছিল ভাসান পর্ব। সৃজনী ঠাকুর ভাসানে যেতে চেয়েছিল ৷ কিন্তু তাকে বাড়িতে বকাবকি করা হয় ৷ যেহেতু দশম শ্রেণির পড়াশোনার চাপ থাকে, তাই তাকে পড়তে বসতে বলা হয় ৷ এরপর কোনও কাজে কিছুক্ষণের জন্য বাড়ির সদস্যরা সৃজনীকে রেখে বাইরে বেরিয়েছিলেন ৷ কিছুক্ষণ পর বাড়িতে ফিরে এসে তারা দীর্ঘক্ষণ ধরে সৃজনীকে ডাকাডাকি করলেও কোনও সাড়াশব্দ না-পেয়ে চিন্তিত হয়ে পড়েন ৷ এরপরেই এলাকার লোকজন স্থানীয় বেহালা থানায় খবর দেয় ৷ পুলিশের সহায়তায় দরজা ভেঙে উদ্ধার হয় সৃজনীর ঝুলন্ত দেহ। পুলিশের অনুমান, সরস্বতী পুজোর ভাসানে যেতে না-দেওয়ায় ওই ছাত্রী আত্মহত্যার পথ বেছে নিয়েছে ৷

আরও পড়ুন:

1. 36 তলা আবাসনের নীচ থেকে উদ্ধার মহিলার রক্তান্ত দেহ, আত্মহত্যা বলে অনুমান পুলিশের

2. স্কুলশিক্ষকের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ, সুইসাইড নোট লিখে আত্মঘাতী নাবালিকা

3. বহুতলের 29 তলা থেকে পড়ে মৃত্যু নাবালিকার, আত্মহত্যা বলে অনুমান পুলিশের

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.