ETV Bharat / state

জাতীয় অস্থি ও সন্ধি দিবসে পথ দুর্ঘটনা রোধ করতে প্ল্যাকার্ড হাতে ঝাড়গ্রামে রাস্তায় নামলেন চিকিৎসকরা - National Bone and Joint Day 2024

author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 4, 2024, 2:24 PM IST

Updated : Aug 4, 2024, 2:30 PM IST

National Bone and Joint Day: মানুষের চলনে অস্থি ও পেশির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ । অস্থি দেহের কাঠামো কঙ্কাল গঠন করে । আর পেশিতন্ত্র এই কাঠামোর উপর আচ্ছাদন তৈরি করে । অস্থি ও সন্ধি দিবসে নতুন উদ্যোগ ঝাড়গ্রাম অর্থো ক্লাবের পক্ষ থেকে ৷

National Bone and Joint Day News
জাতীয় অস্থি ও সন্ধি দিবস (ইটিভি ভারত)

ঝাড়গ্রাম, 4 অগস্ট: 4 অগস্ট দেশজুড়ে পালিত হচ্ছে জাতীয় অস্থি ও সন্ধি দিবস । দেশের পাশাপাশি ঝাড়গ্রাম অর্থো ক্লাবের পক্ষ থেকে অভিনব উদ্যোগের মধ্য দিয়ে জাতীয় অস্থি ও সন্ধি দিবস পালন করা হয় ।

জাতীয় অস্থি ও সন্ধি দিবসে উদ্যোগ ঝাড়গ্রামে (ইটিভি ভারত)

অস্থি চিকিৎসকরা দেখেছেন, তাঁদের সিংহভাগ রোগীর গাড়ি অ্যাক্সিডেন্টের কারণে হাড় ভেঙেছে । দায়িত্ব সহকারে তাঁদের চিকিৎসা করে সুস্থ করছেন অস্থি চিকিৎসকরা । কিন্তু দিনের পর দিন পথ দুর্ঘটনা বৃদ্ধি পাওয়ায় হাড় ভাঙার সংখ্যাও বেড়ে চলেছে । তাই সাধারণ মানুষকে আগাম সুরক্ষিত করতে পথ নিরাপত্তাকে সামনে রেখে, জাতীয় অস্থি ও সন্ধি দিবসে ঝাড়গ্রাম শহরে পথ নিরাপত্তার প্ল্যাকার্ড হাতে পদযাত্রা করলেন অস্থি চিকিৎসক-সহ ঝাড়গ্রামের অন্যান্য চিকিৎসকরা ।

রবিবার সকালে ঝাড়গ্রাম শহরে রবীন্দ্র পার্ক থেকে পথ নিরাপত্তাকে সামনে রেখে স্কুলের ছাত্র-ছাত্রীদেরকে নিয়ে একটি বর্ণাঢ্য পথযাত্রা শুরু হয় । ঝাড়গ্রাম শহরের প্রাণকেন্দ্র পাঁচ মাথার মোড় পরিক্রমা করে সুভাষ পার্কের মোড় হয়ে পুনরায় রবীন্দ্র পার্কের পদযাত্রাটি শেষ হয় । পদযাত্রার মধ্যে মূলত ট্রাফিক নিয়মগুলি তুলে ধরা হয় । কীভাবে গাড়ি চালানো উচিত, সর্বদা হেলমেট পরে বাইক চালানোর প্রয়োজন,জনবহুল এলাকায় দ্রুত গতিতে গাড়ি চালানো যাবে না এবং সর্বদা ট্রাফিক নিয়ম মেনে গাড়ি চালানো উচিত এই সমস্ত বিষয় পদযাত্রার মাধ্যমে তুলে ধরেন চিকিৎসকরা ।

এদিনের পদযাত্রায় ঝাড়গ্রামের চিকিৎসকদের পাশাপাশি উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম পুরসভার চেয়ারম্যান কবিতা ঘোষ । অস্থি চিকিৎসক ডাঃ মৃণাল সাহা এবং ডাঃ সব্যসাচী সাঁতরা বলেন, "আমরা অস্থি চিকিৎসক । চিকিৎসা করার সময় দেখছি আমাদের সিংহভাগ রোগী পথ দুর্ঘটনার কারণে তাদের হাড় ভেঙেছেন এবং ভারতবর্ষে দিনের পর দিন পথ দুর্ঘটনার ঘটনা বেড়ে চলেছে । তাই পথ দুর্ঘটনার হাত থেকে সাধারণ মানুষকে রক্ষা করার জন্য তাদের কী কী করণীয় তা আমরা পথ নিরাপত্তার একটি পদযাত্রার মধ্য দিয়ে তুলে ধরেছি । মানুষ যদি ট্রাফিক নিয়ম মেনে চলে এবং পথ দুর্ঘটনার সংখ্যা কমে যায় তাহলে বহু মানুষ সুরক্ষিত থাকবে ।"

ঝাড়গ্রাম পৌরসভার চেয়ারম্যান কবিতা ঘোষ বলেন,"চিকিৎসকরা সাধারণ মানুষের পথ নিরাপত্তার কথা মাথায় রেখে যে কর্মসূচি গ্রহণ করেছে এই কর্মসূচিকে আমি সাধুবাদ জানাই ।"

ঝাড়গ্রাম, 4 অগস্ট: 4 অগস্ট দেশজুড়ে পালিত হচ্ছে জাতীয় অস্থি ও সন্ধি দিবস । দেশের পাশাপাশি ঝাড়গ্রাম অর্থো ক্লাবের পক্ষ থেকে অভিনব উদ্যোগের মধ্য দিয়ে জাতীয় অস্থি ও সন্ধি দিবস পালন করা হয় ।

জাতীয় অস্থি ও সন্ধি দিবসে উদ্যোগ ঝাড়গ্রামে (ইটিভি ভারত)

অস্থি চিকিৎসকরা দেখেছেন, তাঁদের সিংহভাগ রোগীর গাড়ি অ্যাক্সিডেন্টের কারণে হাড় ভেঙেছে । দায়িত্ব সহকারে তাঁদের চিকিৎসা করে সুস্থ করছেন অস্থি চিকিৎসকরা । কিন্তু দিনের পর দিন পথ দুর্ঘটনা বৃদ্ধি পাওয়ায় হাড় ভাঙার সংখ্যাও বেড়ে চলেছে । তাই সাধারণ মানুষকে আগাম সুরক্ষিত করতে পথ নিরাপত্তাকে সামনে রেখে, জাতীয় অস্থি ও সন্ধি দিবসে ঝাড়গ্রাম শহরে পথ নিরাপত্তার প্ল্যাকার্ড হাতে পদযাত্রা করলেন অস্থি চিকিৎসক-সহ ঝাড়গ্রামের অন্যান্য চিকিৎসকরা ।

রবিবার সকালে ঝাড়গ্রাম শহরে রবীন্দ্র পার্ক থেকে পথ নিরাপত্তাকে সামনে রেখে স্কুলের ছাত্র-ছাত্রীদেরকে নিয়ে একটি বর্ণাঢ্য পথযাত্রা শুরু হয় । ঝাড়গ্রাম শহরের প্রাণকেন্দ্র পাঁচ মাথার মোড় পরিক্রমা করে সুভাষ পার্কের মোড় হয়ে পুনরায় রবীন্দ্র পার্কের পদযাত্রাটি শেষ হয় । পদযাত্রার মধ্যে মূলত ট্রাফিক নিয়মগুলি তুলে ধরা হয় । কীভাবে গাড়ি চালানো উচিত, সর্বদা হেলমেট পরে বাইক চালানোর প্রয়োজন,জনবহুল এলাকায় দ্রুত গতিতে গাড়ি চালানো যাবে না এবং সর্বদা ট্রাফিক নিয়ম মেনে গাড়ি চালানো উচিত এই সমস্ত বিষয় পদযাত্রার মাধ্যমে তুলে ধরেন চিকিৎসকরা ।

এদিনের পদযাত্রায় ঝাড়গ্রামের চিকিৎসকদের পাশাপাশি উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম পুরসভার চেয়ারম্যান কবিতা ঘোষ । অস্থি চিকিৎসক ডাঃ মৃণাল সাহা এবং ডাঃ সব্যসাচী সাঁতরা বলেন, "আমরা অস্থি চিকিৎসক । চিকিৎসা করার সময় দেখছি আমাদের সিংহভাগ রোগী পথ দুর্ঘটনার কারণে তাদের হাড় ভেঙেছেন এবং ভারতবর্ষে দিনের পর দিন পথ দুর্ঘটনার ঘটনা বেড়ে চলেছে । তাই পথ দুর্ঘটনার হাত থেকে সাধারণ মানুষকে রক্ষা করার জন্য তাদের কী কী করণীয় তা আমরা পথ নিরাপত্তার একটি পদযাত্রার মধ্য দিয়ে তুলে ধরেছি । মানুষ যদি ট্রাফিক নিয়ম মেনে চলে এবং পথ দুর্ঘটনার সংখ্যা কমে যায় তাহলে বহু মানুষ সুরক্ষিত থাকবে ।"

ঝাড়গ্রাম পৌরসভার চেয়ারম্যান কবিতা ঘোষ বলেন,"চিকিৎসকরা সাধারণ মানুষের পথ নিরাপত্তার কথা মাথায় রেখে যে কর্মসূচি গ্রহণ করেছে এই কর্মসূচিকে আমি সাধুবাদ জানাই ।"

Last Updated : Aug 4, 2024, 2:30 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.