কলকাতা, 2 মার্চ: তিন দিনের ব্যবধানে ফের বঙ্গ সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ এবার দেশের প্রথম আন্ডার ওয়াটার মেট্রোর উদ্বোধনের পাশাপাশি রাজনৈতিক কর্মসূচিও থাকবে প্রধানমন্ত্রীর ৷ কলকাতা থেকে হাওড়া গঙ্গার নীচ দিয়ে ছুটবে দেশের প্রথম মেট্রো ৷ সেই মেট্রোতেই সওয়ার হবেন প্রধানমন্ত্রী ৷ সেই সঙ্গে, কলকাতার আরও দু'টি রুটের মেট্রো পরিসেবার সূচনাও করবেন নরেন্দ্র মোদি ৷ অর্থাৎ 6 মার্চ মোটি তিন মেট্রো রুটের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ৷ শনিবার এই খবরে সিলমোহর দিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ৷
মার্চের প্রথম দুই দিন রাজ্যের দুই প্রান্তে সরকারি এবং রাজনৈতিক দুই কর্মসূচিতেই অংশ নিয়েছিলেন প্রধানমন্ত্রী ৷ হুগলির আরামবাগের পর নদিয়ার কৃষ্ণনগরে পর পর দুই দিন সরকারি প্রকল্পের উদ্বোধনের পাশাপাশি রাজনৈতিক কর্মসূচিতেও অংশ নেন নরেন্দ্র মোদি ৷ এরপর ফের চলতি সপ্তাহেই বাংলায় আসছেন প্রধানমন্ত্রী ৷ জানা গিয়েছে, আগামী 6 মার্চ ফের রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী ৷ সেদিনই গঙ্গার নীচ দিয়ে মেট্রো টানেলের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ৷ পাশাপাশি তারাতলা-মাঝেরহাট এবং রুবি থেকে গড়িয়া মেট্রো রুটের উদ্বোধনও করবেন তিনি ৷ বিজেপি সূত্রে খবর, সেদিনই বারাসতে রাজনৈতিক জনসভাতেও যাবেন প্রধানমন্ত্রী ৷
আগামী 6 মার্চ শহরের তিনটি মেট্রো রুটের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ৷ হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড ছাড়াও কবি সুভাষ থেকে হেমন্ত মুখোপাধ্যায় বা রুবি মোড় এবং জোকা-মাঝেরহাট রুটের উদ্বোধন হবে এদিন। তবে এই উদ্বোধন ভার্চুয়াল মাধ্যমে হবে নাকি, তিনি কোনও একটি জায়গায় উপস্থিত থাকবেন সেটা এখনও চূড়ান্ত হয়নি। কলকাতা মেট্রো রেলের জেনারেল ম্যানেজার পি উদয় রেড্ডি ইটিভি ভারতকে জানিয়েছেন, মেট্রোর এই তিনটি রুটে বাণিজ্যিক পরিষেবা চালু করতে প্রস্তুত। ইতিমধ্যেই বেশ কয়েকবার সফলভাবে সম্পন্ন হয়েছে ট্রায়াল রানও। তাই আগামী 6 মার্চ এই তিনটি রুটের উদ্বোধন হওয়ার সম্ভাবনা রয়েছে। এই প্রসঙ্গে তিনি আরও জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কোনও একটি রুটে উপস্থিত থেকে উদ্বোধন করবেন নাকি ভার্চুয়াল মাধ্যমে সেই বিষয় রেলমন্ত্রক থেকে এখনও কিছু চূড়ান্তভাবে জানানো হয়নি।
আগামী 8 তারিখ বারাসতের কাছাড়ি ময়দানে জনসভা করার কথা ছিল প্রধানমন্ত্রীর ৷ সেই কর্মসূচির পরিবর্তন হয়েছে ৷ 8 তারিখের পরিবর্তে 6 তারিখ বারাসতে বিজেপির বিজয় সংকল্প যাত্রায় বক্তব্য রাখবেন নরেন্দ্র মোদি ৷ এরই পাশাপাশি উত্তরবঙ্গ সফরেও যাবেন প্রধানমন্ত্রী। জানা গিয়েছে, জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে সভায় যোগ দিতে যেতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আগামী 9 থেকে 11 মার্চের মধ্যে প্রধানমন্ত্রীর জনসভা হওয়ার সম্ভবনা রয়েছে জলপাইগুড়ি ও শিলিগুড়ির মাঝামাঝি কোনও জায়গায়। জলপাইগুড়িতে সাংবাদিক সম্মেলন করে এমনটাই জানিয়েছেন, বিজেপির জলপাইগুড়ি জেলা সভাপতি বাপী গোস্বামী। আগামী দু'দিনের মধ্যেই সভাস্থল চিহ্নিত করা হবে বলেও জানিয়েছেন তিনি। তবে প্রধানমন্ত্রীর সভার তারিখ এখনও ঠিক হয়নি বলেই জানিয়েছেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ ৷
আরও পড়ুন: