কলকাতা, 24 এপ্রিল: তৃতীয়বার মসনদে ফিরতে একাধিক রাজ্যে বিশেষ নজর দিয়েছে ভারতীয় জনতা পার্টি ৷ তার মধ্যে অন্যতম পশ্চিমবঙ্গ ৷ রাজ্যে 42 আসনের মধ্যে 2019 লোকসভায় 18টি আসন গিয়েছিল পদ্মশিবিরে ৷ 5 বছর পরে সেই লক্ষ্যমাত্রা 30-35 আসনে নিয়ে গিয়েছে দল ৷ সেই লক্ষ্যে দ্বিতীয় দফা নির্বাচনের দিন ফের রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷
26 এপ্রিল দ্বিতীয় দফার নির্বাচনে রয়েছে রাজ্যের তিনটি আসন ৷ ভোটগ্রহণ হবে দার্জিলিং, রায়গঞ্জ ও বালুরঘাট আসনে ৷ সেদিনই মালদা জেলায় প্রচার সারবেন প্রধানমন্ত্রী । একইদিনে জোড়া সভা রয়েছে মালদা উত্তর ও মালদা দক্ষিণে সংসদীয় কেন্দ্রে ৷
মালদা উত্তরে এবারও বিজেপি প্রার্থী খগেন মুর্মু । 2019 লোকসভা নির্বাচনে মালদা উত্তর বিজেপির ঝুলিতে এলেও তৃণমূল প্রার্থীর থেকে ব্যবধান ছিল খুবই কম। গোড়ার দিকে এই কেন্দ্রটি কংগ্রেসে শক্তঘাটি বলে পরিচয় হলেও 2016 সালের পর থেকে হাওয়া বদলে যায় তৃণমূলের দিকে । যদিও গত লোকসভা নির্বাচনে বিজেপির প্রার্থী খগেন মুর্মু ওই কেন্দ্রে জয়ী হন । 2019 সালে তাঁর মোট প্রাপ্ত ভোট ছিল 5 লক্ষ 9 হাজার 524 । অন্যদিকে 4 লক্ষ 25 হাজার 236 ভোট পেয়ে দ্বিতীয় স্থানে ছিলেন তৃণমূলের মৌসম নূর । ফলে এই কেন্দ্র ধরে রাখার পাশাপাশি জয়ের মার্জিন আরও বাড়ানোর দিকে মন দিয়েছে বিজেপি ৷ সেই লক্ষ্যেই নির্বাচনী প্রচারের মুখ হিসেবে আনা হচ্ছে স্বয়ং প্রধানমন্ত্রীকে ।
অন্যদিকে, মালদা দক্ষিণে বিজেপির 2019 সালে বিজেপি প্রার্থী ছিলেন শ্রীরূপা মিত্র চৌধুরী । তবে এই কেন্দ্রে জিততে পারেননি তিনি । নিজেদের গড় ধরে রেখেছিল কংগ্রেস ৷ যদিও 2014 সালে 1 লক্ষ 64 হাজার 111 জয়ের মার্জিন মাত্র 8222 ভোটে নামিয়ে এনেছিলেন শ্রীরূপা মিত্র চৌধুরী ৷ ফলে এবারও ইংরেজ বাজারের বিধায়ককেই প্রার্থী করেছে দল ৷ নির্বাচনী প্রচারেও অনেক বেশি জোর দেওয়া হচ্ছে । মালদা দক্ষিণের বিজেপি কর্মী-সমর্থকদের মনবল বাড়াতেই নির্বাচনী প্রচারে মোদি ম্যাজিকেই ভরসা রাখছে দল ।
আরও পড়ুন: