ETV Bharat / state

আকবর-সীতা সিংহ দম্পতির নাম পরিবর্তনের জন্য মুখ্যমন্ত্রীর কাছে দরবার - Lion Couple Name Change

Bengal Safari Park: ত্রিপুরার চিড়িয়াখানা থেকে আসা আকবর ও সীতা সিংহ দম্পত্তির নাম পরিবর্তন হতে চলেছে ৷ নামকরণের জন্য মুখ্যমন্ত্রীর কাছে প্রস্তাব পাঠাবে বন দফতর ৷

আকবর ও সীতা সিংহ দম্পত্তির নাম পরিবর্তন হতে চলেছে
Lion Couple Name Change
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 14, 2024, 9:38 AM IST

Updated : Feb 14, 2024, 2:08 PM IST

শিলিগুড়ি, 14 ফেব্রুয়ারি: বহু প্রতিক্ষার পর বেঙ্গল সাফারি পার্কে এসেছে সিংহ দম্পতি আকবর ও সীতা। এবার এরাজ্যে প্রবেশ করতেই নাম বদল হতে চলেছে ত্রিপুরা থেকে আসা সিংহ দম্পত্তির। আসলে, কেন্দ্রীয় সরকারের অ্যানিমেল এক্সচেঞ্জ প্রোগ্রামের অধীনে ত্রিপুরা থেকে বেশ কয়েকটি প্রাণী শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কে আনার অনুমোদন পায় রাজ্য জু অথরিটি। তার ভিত্তিতে সোমবারই রাজ্যে এসে পৌঁছয় সিংহ দম্পতি, চশমা বাঁদর, ব্ল্যাক বাক ডিয়ার ও লেপার্ড ক্যাট।

কিন্তু বিতর্ক দেখা দিয়েছে সিংহ দম্পতির নাম নিয়ে ৷ বেঙ্গল সাফারিতে পোঁছতেই সিংহ দম্পতির নাম নিয়ে কয়েকটি রাজনৈতিক দল ও স্বেচ্ছাসেবী সংস্থা বিরোধীতা করে। প্রজননের আগেই এদের নাম পরিবর্তনের দাবিও জানিয়েছে তারা ৷ এ ব্যাপারে নাম প্রকাশে অনিচ্ছুক রাজ্য বন দফতরের এক আধিকারিক বলেন, "যখন এক চিড়িয়াখানা থেকে কোনও প্রাণী অন্য চিড়িয়াখানায় যায় তার নাম বলে কিছু থাকে না। এক্ষেত্রেও ত্রিপুরা থেকে আসা ওই সিংহ দম্পতি এখন বেনাম। তাই তাদের নামকরণের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আবেদন করা হবে। আর এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া। যেটা শুধু এরাজ্যে নয়। সমস্ত চিড়িয়াখানার ক্ষেত্রে প্রযোজ্য। এটা নিয়ে অযথা বিভ্রান্তি ছড়ানো দুর্ভাগ্যজনক। মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রস্তাব পাঠানো হয়েছে যাতে ত্রিপুরা থেকে আসা সিংহ দম্পত্তির তিনি নামকরণ করেন।"

বেঙ্গল সাফারি পার্ক থেকেও ত্রিপুরার সিপাহিজালা জুয়োলজিক্যাল পার্কে রয়্যাল বেঙ্গল টাইগার-সহ একাধিক প্রাণী বিনিময়ের অনুমোদন আসে। সেইমতো দুই চিড়িয়াখানায় প্রাণী আদান-প্রদানও হয়। বেঙ্গল সাফারি পার্ক থেকে তেজল ও শেরা নামে শিলার দুই শাবককে পাঠানো হয়। অন্যদিকে, ত্রিপুরার চিড়িয়াখানা থেকে সোমবার এসে পৌঁছয় আকবর ও সীতা নামে এক সিংহ দম্পতি। আর তাতেই শুরু হয় বিস্তর জলঘোলা। এরাজ্যের সরকারকে কাঠগড়ায় তুলে শুরু হয় রাজনৈতিক চাপানউতর। কিন্তু বাস্তবে ঘটনা সম্পূর্ণ আলাদা।

2016 সালের 5 জুন বাবা দুশ্মন্ত ও মা মৃন্ময়ী নামে সিংহ দম্পতি জন্ম দেয় তিন শাবকের। তৎকালীন ত্রিপুরার বনমন্ত্রী সিপিএমের নরেশ জামাতিয়া অমিতাভ বচ্চন ও ঋষি কাপুরের 70 দশকের সিনেমা অমর, আকবর, অ্যান্টনির উপর ওই তিন শাবকের নামকরণ করেন। এরপর 2018 সালে ওই পার্কেই জন্ম হয় সীতার। এদিকে, 2023 সাল থেকে অ্যানিমেল এক্সচেঞ্জ প্রোগ্রামের কর্মসূচি গৃহীত হলে ত্রিপুরা থেকে একজোড়া সিংহ আনার অনুমোদন মেলে কেন্দ্রীয় জু অথরিটির তরফে।

সব যাচাই করে দেখা যায় প্রাণী বিনিময়ের দিক দিয়ে আকবর ও সীতাই সবথেকে ভালো দম্পতি। সেইমতো অনুমোদনও মেলে। প্রক্রিয়া মতো সোমবার বেঙ্গল সাফারিতে পোঁছয় আকবর ও সীতা। এদিকে, রয়্যাল বেঙ্গল টাইগারের প্রজননে গোটা দেশে নজির স্থাপন করেছে বেঙ্গল সাফারি পার্ক। এই অবস্থায় সিংহ প্রজননেও সফলতা আসবে বলে আশাবাদী কর্তৃপক্ষ।

আরও পড়ুন:

  1. প্রতীক্ষা শেষ! বেঙ্গল সাফারিতে এল 'আকবর', সঙ্গে আর কে কে?
  2. বেঙ্গল সাফারি পার্কের পথে নতুন অতিথি, ত্রিপুরা থেকে আসছে দু'টি বিশেষ প্রজাতির বাঁদর ও দু'টি সিংহ
  3. বেঙ্গল সাফারি পার্ক ছাড়ছে রয়্যাল শাবক তেজাল ও শেরাকে, আসছে পশুরাজ

শিলিগুড়ি, 14 ফেব্রুয়ারি: বহু প্রতিক্ষার পর বেঙ্গল সাফারি পার্কে এসেছে সিংহ দম্পতি আকবর ও সীতা। এবার এরাজ্যে প্রবেশ করতেই নাম বদল হতে চলেছে ত্রিপুরা থেকে আসা সিংহ দম্পত্তির। আসলে, কেন্দ্রীয় সরকারের অ্যানিমেল এক্সচেঞ্জ প্রোগ্রামের অধীনে ত্রিপুরা থেকে বেশ কয়েকটি প্রাণী শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কে আনার অনুমোদন পায় রাজ্য জু অথরিটি। তার ভিত্তিতে সোমবারই রাজ্যে এসে পৌঁছয় সিংহ দম্পতি, চশমা বাঁদর, ব্ল্যাক বাক ডিয়ার ও লেপার্ড ক্যাট।

কিন্তু বিতর্ক দেখা দিয়েছে সিংহ দম্পতির নাম নিয়ে ৷ বেঙ্গল সাফারিতে পোঁছতেই সিংহ দম্পতির নাম নিয়ে কয়েকটি রাজনৈতিক দল ও স্বেচ্ছাসেবী সংস্থা বিরোধীতা করে। প্রজননের আগেই এদের নাম পরিবর্তনের দাবিও জানিয়েছে তারা ৷ এ ব্যাপারে নাম প্রকাশে অনিচ্ছুক রাজ্য বন দফতরের এক আধিকারিক বলেন, "যখন এক চিড়িয়াখানা থেকে কোনও প্রাণী অন্য চিড়িয়াখানায় যায় তার নাম বলে কিছু থাকে না। এক্ষেত্রেও ত্রিপুরা থেকে আসা ওই সিংহ দম্পতি এখন বেনাম। তাই তাদের নামকরণের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আবেদন করা হবে। আর এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া। যেটা শুধু এরাজ্যে নয়। সমস্ত চিড়িয়াখানার ক্ষেত্রে প্রযোজ্য। এটা নিয়ে অযথা বিভ্রান্তি ছড়ানো দুর্ভাগ্যজনক। মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রস্তাব পাঠানো হয়েছে যাতে ত্রিপুরা থেকে আসা সিংহ দম্পত্তির তিনি নামকরণ করেন।"

বেঙ্গল সাফারি পার্ক থেকেও ত্রিপুরার সিপাহিজালা জুয়োলজিক্যাল পার্কে রয়্যাল বেঙ্গল টাইগার-সহ একাধিক প্রাণী বিনিময়ের অনুমোদন আসে। সেইমতো দুই চিড়িয়াখানায় প্রাণী আদান-প্রদানও হয়। বেঙ্গল সাফারি পার্ক থেকে তেজল ও শেরা নামে শিলার দুই শাবককে পাঠানো হয়। অন্যদিকে, ত্রিপুরার চিড়িয়াখানা থেকে সোমবার এসে পৌঁছয় আকবর ও সীতা নামে এক সিংহ দম্পতি। আর তাতেই শুরু হয় বিস্তর জলঘোলা। এরাজ্যের সরকারকে কাঠগড়ায় তুলে শুরু হয় রাজনৈতিক চাপানউতর। কিন্তু বাস্তবে ঘটনা সম্পূর্ণ আলাদা।

2016 সালের 5 জুন বাবা দুশ্মন্ত ও মা মৃন্ময়ী নামে সিংহ দম্পতি জন্ম দেয় তিন শাবকের। তৎকালীন ত্রিপুরার বনমন্ত্রী সিপিএমের নরেশ জামাতিয়া অমিতাভ বচ্চন ও ঋষি কাপুরের 70 দশকের সিনেমা অমর, আকবর, অ্যান্টনির উপর ওই তিন শাবকের নামকরণ করেন। এরপর 2018 সালে ওই পার্কেই জন্ম হয় সীতার। এদিকে, 2023 সাল থেকে অ্যানিমেল এক্সচেঞ্জ প্রোগ্রামের কর্মসূচি গৃহীত হলে ত্রিপুরা থেকে একজোড়া সিংহ আনার অনুমোদন মেলে কেন্দ্রীয় জু অথরিটির তরফে।

সব যাচাই করে দেখা যায় প্রাণী বিনিময়ের দিক দিয়ে আকবর ও সীতাই সবথেকে ভালো দম্পতি। সেইমতো অনুমোদনও মেলে। প্রক্রিয়া মতো সোমবার বেঙ্গল সাফারিতে পোঁছয় আকবর ও সীতা। এদিকে, রয়্যাল বেঙ্গল টাইগারের প্রজননে গোটা দেশে নজির স্থাপন করেছে বেঙ্গল সাফারি পার্ক। এই অবস্থায় সিংহ প্রজননেও সফলতা আসবে বলে আশাবাদী কর্তৃপক্ষ।

আরও পড়ুন:

  1. প্রতীক্ষা শেষ! বেঙ্গল সাফারিতে এল 'আকবর', সঙ্গে আর কে কে?
  2. বেঙ্গল সাফারি পার্কের পথে নতুন অতিথি, ত্রিপুরা থেকে আসছে দু'টি বিশেষ প্রজাতির বাঁদর ও দু'টি সিংহ
  3. বেঙ্গল সাফারি পার্ক ছাড়ছে রয়্যাল শাবক তেজাল ও শেরাকে, আসছে পশুরাজ
Last Updated : Feb 14, 2024, 2:08 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.